Ajker Patrika

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান, আরসার শীর্ষস্থানীয় নেতা আকিজসহ গ্রেপ্তার ৫ 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২৪, ১১: ১৯
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান, আরসার শীর্ষস্থানীয় নেতা আকিজসহ গ্রেপ্তার ৫ 

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষস্থানীয় নেতা মৌলভি আকিজসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। 

গতকাল রোববার রাতে উপজেলার কুতুপালং ক্যাম্প-৪-এ বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। 

র‍্যাব জানিয়েছে, আরসার শীর্ষস্থানীয় নেতা মৌলভি আকিজ রোহিঙ্গা কমিউনিটির শীর্ষ নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের অন্যতম পরিকল্পনাকারী। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ ২১টির বেশি মামলা রয়েছে। 

পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, আরসার শীর্ষ নেতা মৌলভি আকিজসহ সন্ত্রাসীরা ক্যাম্প-৪-এ অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় আরসার মৌলভি আকিজসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। 

অভিযানের বিষয়ে আজ সোমবার দুপুরে কক্সবাজারের র‍্যাব-১৫-এর কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত