কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সৈকতের কলাতলী ডিভাইন বিচ পয়েন্টে বালিয়াড়ি কেটে অবৈধভাবে তৈরি খালটি অবশেষে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। আজ শুক্রবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীবের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল সরেজমিনে পরিদর্শন করে এই ব্যবস্থা নেয়।
এ সময় কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার রাতে সাগরপাড়ের ডিভাইন ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট ও প্যাসিফিক বিচ ক্যাফে নামের দুটি প্রতিষ্ঠান পানির স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে একটি কৃত্রিম খাল তৈরি করে। এ খাল তৈরির কারণে সৈকতের বালিয়াড়িতে ভাঙনের সৃষ্টি হয়। পাশাপাশি হোটেল-মোটেল, রেস্তোরাঁর ময়লা-আবর্জনা ও কাদাপানি সরাসরি সাগরে গিয়ে পড়ছিল।
অভিযোগ উঠেছে, দুই প্রতিষ্ঠান নিজেদের সামনে সাময়িক জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে রাতের আঁধারে শ্রমিক নিয়োগ করে সাগর তীরের বালিয়াড়ি কেটে খাল তৈরি করে সৈকত বিচ্ছিন্ন করে ফেলে। এতে পর্যটকদের চলাফেরায় ভোগান্তি দেখা দেয়।
কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন বলেন, ‘এ ঘটনায় লোকদেখানো অভিযান নয়, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই মানবসৃষ্ট খালের কারণে কাদাপানি ও ময়লায় সাগরদূষণ হচ্ছে।’
অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব বলেন, খালটি দিয়ে ময়লা-আবর্জনার পানি সাগরে পড়ার বিষয়টি জেলা প্রশাসনের নজরে এসেছে। এ পথ দিয়ে যেন পানি সাগরে নামতে না পারে, সে জন্য পৌরসভা ও সংশ্লিষ্টদের নিয়ে প্রকল্প নেওয়া হবে।

কক্সবাজার সৈকতের কলাতলী ডিভাইন বিচ পয়েন্টে বালিয়াড়ি কেটে অবৈধভাবে তৈরি খালটি অবশেষে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। আজ শুক্রবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীবের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল সরেজমিনে পরিদর্শন করে এই ব্যবস্থা নেয়।
এ সময় কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার রাতে সাগরপাড়ের ডিভাইন ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট ও প্যাসিফিক বিচ ক্যাফে নামের দুটি প্রতিষ্ঠান পানির স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে একটি কৃত্রিম খাল তৈরি করে। এ খাল তৈরির কারণে সৈকতের বালিয়াড়িতে ভাঙনের সৃষ্টি হয়। পাশাপাশি হোটেল-মোটেল, রেস্তোরাঁর ময়লা-আবর্জনা ও কাদাপানি সরাসরি সাগরে গিয়ে পড়ছিল।
অভিযোগ উঠেছে, দুই প্রতিষ্ঠান নিজেদের সামনে সাময়িক জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে রাতের আঁধারে শ্রমিক নিয়োগ করে সাগর তীরের বালিয়াড়ি কেটে খাল তৈরি করে সৈকত বিচ্ছিন্ন করে ফেলে। এতে পর্যটকদের চলাফেরায় ভোগান্তি দেখা দেয়।
কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন বলেন, ‘এ ঘটনায় লোকদেখানো অভিযান নয়, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই মানবসৃষ্ট খালের কারণে কাদাপানি ও ময়লায় সাগরদূষণ হচ্ছে।’
অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব বলেন, খালটি দিয়ে ময়লা-আবর্জনার পানি সাগরে পড়ার বিষয়টি জেলা প্রশাসনের নজরে এসেছে। এ পথ দিয়ে যেন পানি সাগরে নামতে না পারে, সে জন্য পৌরসভা ও সংশ্লিষ্টদের নিয়ে প্রকল্প নেওয়া হবে।

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৮ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
২২ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে