কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সৈকতের কলাতলী ডিভাইন বিচ পয়েন্টে বালিয়াড়ি কেটে অবৈধভাবে তৈরি খালটি অবশেষে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। আজ শুক্রবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীবের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল সরেজমিনে পরিদর্শন করে এই ব্যবস্থা নেয়।
এ সময় কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার রাতে সাগরপাড়ের ডিভাইন ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট ও প্যাসিফিক বিচ ক্যাফে নামের দুটি প্রতিষ্ঠান পানির স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে একটি কৃত্রিম খাল তৈরি করে। এ খাল তৈরির কারণে সৈকতের বালিয়াড়িতে ভাঙনের সৃষ্টি হয়। পাশাপাশি হোটেল-মোটেল, রেস্তোরাঁর ময়লা-আবর্জনা ও কাদাপানি সরাসরি সাগরে গিয়ে পড়ছিল।
অভিযোগ উঠেছে, দুই প্রতিষ্ঠান নিজেদের সামনে সাময়িক জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে রাতের আঁধারে শ্রমিক নিয়োগ করে সাগর তীরের বালিয়াড়ি কেটে খাল তৈরি করে সৈকত বিচ্ছিন্ন করে ফেলে। এতে পর্যটকদের চলাফেরায় ভোগান্তি দেখা দেয়।
কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন বলেন, ‘এ ঘটনায় লোকদেখানো অভিযান নয়, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই মানবসৃষ্ট খালের কারণে কাদাপানি ও ময়লায় সাগরদূষণ হচ্ছে।’
অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব বলেন, খালটি দিয়ে ময়লা-আবর্জনার পানি সাগরে পড়ার বিষয়টি জেলা প্রশাসনের নজরে এসেছে। এ পথ দিয়ে যেন পানি সাগরে নামতে না পারে, সে জন্য পৌরসভা ও সংশ্লিষ্টদের নিয়ে প্রকল্প নেওয়া হবে।

কক্সবাজার সৈকতের কলাতলী ডিভাইন বিচ পয়েন্টে বালিয়াড়ি কেটে অবৈধভাবে তৈরি খালটি অবশেষে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। আজ শুক্রবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীবের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল সরেজমিনে পরিদর্শন করে এই ব্যবস্থা নেয়।
এ সময় কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার রাতে সাগরপাড়ের ডিভাইন ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট ও প্যাসিফিক বিচ ক্যাফে নামের দুটি প্রতিষ্ঠান পানির স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে একটি কৃত্রিম খাল তৈরি করে। এ খাল তৈরির কারণে সৈকতের বালিয়াড়িতে ভাঙনের সৃষ্টি হয়। পাশাপাশি হোটেল-মোটেল, রেস্তোরাঁর ময়লা-আবর্জনা ও কাদাপানি সরাসরি সাগরে গিয়ে পড়ছিল।
অভিযোগ উঠেছে, দুই প্রতিষ্ঠান নিজেদের সামনে সাময়িক জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে রাতের আঁধারে শ্রমিক নিয়োগ করে সাগর তীরের বালিয়াড়ি কেটে খাল তৈরি করে সৈকত বিচ্ছিন্ন করে ফেলে। এতে পর্যটকদের চলাফেরায় ভোগান্তি দেখা দেয়।
কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন বলেন, ‘এ ঘটনায় লোকদেখানো অভিযান নয়, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই মানবসৃষ্ট খালের কারণে কাদাপানি ও ময়লায় সাগরদূষণ হচ্ছে।’
অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব বলেন, খালটি দিয়ে ময়লা-আবর্জনার পানি সাগরে পড়ার বিষয়টি জেলা প্রশাসনের নজরে এসেছে। এ পথ দিয়ে যেন পানি সাগরে নামতে না পারে, সে জন্য পৌরসভা ও সংশ্লিষ্টদের নিয়ে প্রকল্প নেওয়া হবে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৭ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে