উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এপিবিএন পুলিশ সদস্যদের কাছে স্থানীয় দুই সংবাদকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন, ১৪ আর্মড পুলিশের (এপিবিএন) এসআই সজীব দত্ত, কনস্টেবল মতিন।
গত ৫ই এপ্রিল ‘রোহিঙ্গা ক্যাম্পে সংবাদকর্মী লাঞ্ছিত, এপিবিএনের তদন্ত কমিটি’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। তখন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছিলেন ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।
গতকাল বুধবার রাতে অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহারের কথা জানিয়ে নাঈমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি অভিযুক্ত দুই পুলিশ সদস্যদের এই ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। প্রাথমিকভাবে তাঁদের ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’
তিনি জানান, ‘সাংবাদিকদের প্রতি এপিবিএন সব সময় শ্রদ্ধাশীল, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পুনরাবৃত্তি রোধে এপিবিএন সতর্ক থাকবে।’
এদিকে অভিযুক্তদের প্রত্যাহার করে নেওয়ায় রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারসহ বিভিন্ন সংগঠনের ডাকা ৭ এপ্রিলের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার রোহিঙ্গা ক্যাম্পের মুচরা বাজার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প এলাকায় দায়িত্ব পালনকালে স্থানীয় সংবাদমাধ্যম দি টেরিটোরিয়্যাল নিউজের (টিটিএন) প্রধান প্রতিবেদক আজিম নিহাদ ও ক্যামেরাপারসন লোকমান হাকিমের সঙ্গে অশালীন আচরণ করেন এপিবিএনের সদস্যরা।
সাংবাদিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর এপিবিএন কার্যালয় থেকে তাঁরা কক্সবাজার ফিরে আসতে সক্ষম হন।
এ ঘটনায় নিন্দার ঝড় উঠলে সাংবাদিকদের স্থানীয় সংগঠন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। এ ছাড়া রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারসহ বিভিন্ন সংগঠন ৭ এপ্রিল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয়।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এপিবিএন পুলিশ সদস্যদের কাছে স্থানীয় দুই সংবাদকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন, ১৪ আর্মড পুলিশের (এপিবিএন) এসআই সজীব দত্ত, কনস্টেবল মতিন।
গত ৫ই এপ্রিল ‘রোহিঙ্গা ক্যাম্পে সংবাদকর্মী লাঞ্ছিত, এপিবিএনের তদন্ত কমিটি’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। তখন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছিলেন ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।
গতকাল বুধবার রাতে অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহারের কথা জানিয়ে নাঈমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি অভিযুক্ত দুই পুলিশ সদস্যদের এই ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। প্রাথমিকভাবে তাঁদের ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’
তিনি জানান, ‘সাংবাদিকদের প্রতি এপিবিএন সব সময় শ্রদ্ধাশীল, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পুনরাবৃত্তি রোধে এপিবিএন সতর্ক থাকবে।’
এদিকে অভিযুক্তদের প্রত্যাহার করে নেওয়ায় রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারসহ বিভিন্ন সংগঠনের ডাকা ৭ এপ্রিলের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার রোহিঙ্গা ক্যাম্পের মুচরা বাজার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প এলাকায় দায়িত্ব পালনকালে স্থানীয় সংবাদমাধ্যম দি টেরিটোরিয়্যাল নিউজের (টিটিএন) প্রধান প্রতিবেদক আজিম নিহাদ ও ক্যামেরাপারসন লোকমান হাকিমের সঙ্গে অশালীন আচরণ করেন এপিবিএনের সদস্যরা।
সাংবাদিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর এপিবিএন কার্যালয় থেকে তাঁরা কক্সবাজার ফিরে আসতে সক্ষম হন।
এ ঘটনায় নিন্দার ঝড় উঠলে সাংবাদিকদের স্থানীয় সংগঠন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। এ ছাড়া রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারসহ বিভিন্ন সংগঠন ৭ এপ্রিল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয়।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে