Ajker Patrika

টেকনাফে প্রায় সাড়ে ৫ কোটি টাকার মাদক উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ২০: ০৬
টেকনাফে প্রায় সাড়ে ৫ কোটি টাকার মাদক উদ্ধার

কক্সবাজারের টেকনাফে প্রায় সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযান চলাকালে চোরাকারবারিরা এসব ফেলে পালিয়েছে বলে দাবি বিজিবির। 

আজ সোমবার ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করেন। 

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার (বিজিবিএম) বলেন, ‘সোমবার ভোর রাতে খারাংখালী বিওপির বিআরএম-১৪ থেকে আনুমানিক ৫০ গজ দক্ষিণে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদ পাই। ওই তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর এবং খারাংখালী বিওপির দুটি টহল দল ওই স্থানে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলে অবস্থান নেয়। এ সময় একজন ব্যক্তিকে মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে বেড়িবাঁধের দিকে আসতে দেখে টহল দল দ্রুত তার দিকে অগ্রসর হয়। কিন্তু বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি নাফ নদীর দিকে দৌড় দেয় এবং রাতের অন্ধকারের সুযোগে সাঁতার দিয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে নাফফোরা নামক দ্বীপের দিকে পালিয়ে যায়।’ 

বিজিবির কর্মকর্তা আরও বলেন, পরে টহল দল ওই স্থানে পৌঁছে তল্লাশি চালিয়ে চোরাকারবারির ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে বাঁধা একটি পোঁটলা উদ্ধার করে। ওই পোঁটলার ভেতর থেকে ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।’ 

বিজিবির অধিনায়ক শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‘ওই এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারিকে শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার করা মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা বড়ি বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে ধ্বংস করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ