টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে প্রায় সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযান চলাকালে চোরাকারবারিরা এসব ফেলে পালিয়েছে বলে দাবি বিজিবির।
আজ সোমবার ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করেন।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার (বিজিবিএম) বলেন, ‘সোমবার ভোর রাতে খারাংখালী বিওপির বিআরএম-১৪ থেকে আনুমানিক ৫০ গজ দক্ষিণে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদ পাই। ওই তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর এবং খারাংখালী বিওপির দুটি টহল দল ওই স্থানে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলে অবস্থান নেয়। এ সময় একজন ব্যক্তিকে মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে বেড়িবাঁধের দিকে আসতে দেখে টহল দল দ্রুত তার দিকে অগ্রসর হয়। কিন্তু বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি নাফ নদীর দিকে দৌড় দেয় এবং রাতের অন্ধকারের সুযোগে সাঁতার দিয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে নাফফোরা নামক দ্বীপের দিকে পালিয়ে যায়।’
বিজিবির কর্মকর্তা আরও বলেন, পরে টহল দল ওই স্থানে পৌঁছে তল্লাশি চালিয়ে চোরাকারবারির ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে বাঁধা একটি পোঁটলা উদ্ধার করে। ওই পোঁটলার ভেতর থেকে ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।’
বিজিবির অধিনায়ক শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‘ওই এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারিকে শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার করা মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা বড়ি বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে ধ্বংস করা হবে।’

কক্সবাজারের টেকনাফে প্রায় সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযান চলাকালে চোরাকারবারিরা এসব ফেলে পালিয়েছে বলে দাবি বিজিবির।
আজ সোমবার ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করেন।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার (বিজিবিএম) বলেন, ‘সোমবার ভোর রাতে খারাংখালী বিওপির বিআরএম-১৪ থেকে আনুমানিক ৫০ গজ দক্ষিণে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদ পাই। ওই তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর এবং খারাংখালী বিওপির দুটি টহল দল ওই স্থানে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলে অবস্থান নেয়। এ সময় একজন ব্যক্তিকে মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে বেড়িবাঁধের দিকে আসতে দেখে টহল দল দ্রুত তার দিকে অগ্রসর হয়। কিন্তু বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি নাফ নদীর দিকে দৌড় দেয় এবং রাতের অন্ধকারের সুযোগে সাঁতার দিয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে নাফফোরা নামক দ্বীপের দিকে পালিয়ে যায়।’
বিজিবির কর্মকর্তা আরও বলেন, পরে টহল দল ওই স্থানে পৌঁছে তল্লাশি চালিয়ে চোরাকারবারির ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে বাঁধা একটি পোঁটলা উদ্ধার করে। ওই পোঁটলার ভেতর থেকে ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।’
বিজিবির অধিনায়ক শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‘ওই এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারিকে শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার করা মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা বড়ি বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে ধ্বংস করা হবে।’

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ছাত্রদল নেতা ইয়াছির আরাফাত ছোটনের মা রেহেনা আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
ভালুকায় মহাসড়কের পাশে কাগজের কার্টন থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে