কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের মুক্তির দাবিতে চকরিয়ায় ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বুধবার সকালে চকরিয়া উপজেলা শহরে এই মিছিল হয়। পরে জেলাজুড়ে পুলিশ অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন—রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মণ্ডল, রাজারকুল ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চাকমারকুল ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম মনজুর, উখিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন, চকরিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ, ফতেখারকুল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শাহ আলম, খুনিয়াপালং ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার আবু তাহের টুনু, সাবেক মেম্বার সিরাজুল বশর, জালিয়াপালং ইউনিয়নের আওয়ামী লীগ সদস্য আবুল মনজুর, আওয়ামী লীগ নেতা রিদুয়ান ইসলাম, সাবেক এমপি জাফর আলমের ভাগিনা হাসান আল বশরী ও কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়নের শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল আমিন প্রমুখ।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে সাবেক এমপি জাফর আলমকে কড়া নিরাপত্তার মধ্যে কক্সবাজার জেলা কারাগার থেকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক আনোয়ারুল কবির তদন্ত কর্মকর্তাদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সাতটি মামলায় তাঁর ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত এলাকায় জাফর আলমের মুক্তির দাবিতে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নালের নেতৃত্বে কয়েক শ নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করেন। পাল্টা মিছিল বের করেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা, তাঁরা সাবেক এমপির ফাঁসির দাবিতে স্লোগান দেন।
এ সময় আদালত চত্বরে ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পাল্টাপাল্টি মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ জেলায় অভিযান জোরদার করে।
এর আগে গত ৬ মে কক্সবাজার শহরের কলাতলী সৈকত এলাকায় যুবলীগ নেতা মোনাফ সিকদারের নেতৃত্বে ঝটিকা মিছিল হয়। ওই ঘটনায়ও পুলিশ এক দিনে ৩২ জনকে গ্রেপ্তার করেছিল।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের মুক্তির দাবিতে চকরিয়ায় ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বুধবার সকালে চকরিয়া উপজেলা শহরে এই মিছিল হয়। পরে জেলাজুড়ে পুলিশ অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন—রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মণ্ডল, রাজারকুল ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চাকমারকুল ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম মনজুর, উখিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন, চকরিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ, ফতেখারকুল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শাহ আলম, খুনিয়াপালং ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার আবু তাহের টুনু, সাবেক মেম্বার সিরাজুল বশর, জালিয়াপালং ইউনিয়নের আওয়ামী লীগ সদস্য আবুল মনজুর, আওয়ামী লীগ নেতা রিদুয়ান ইসলাম, সাবেক এমপি জাফর আলমের ভাগিনা হাসান আল বশরী ও কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়নের শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল আমিন প্রমুখ।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে সাবেক এমপি জাফর আলমকে কড়া নিরাপত্তার মধ্যে কক্সবাজার জেলা কারাগার থেকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক আনোয়ারুল কবির তদন্ত কর্মকর্তাদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সাতটি মামলায় তাঁর ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত এলাকায় জাফর আলমের মুক্তির দাবিতে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নালের নেতৃত্বে কয়েক শ নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করেন। পাল্টা মিছিল বের করেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা, তাঁরা সাবেক এমপির ফাঁসির দাবিতে স্লোগান দেন।
এ সময় আদালত চত্বরে ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পাল্টাপাল্টি মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ জেলায় অভিযান জোরদার করে।
এর আগে গত ৬ মে কক্সবাজার শহরের কলাতলী সৈকত এলাকায় যুবলীগ নেতা মোনাফ সিকদারের নেতৃত্বে ঝটিকা মিছিল হয়। ওই ঘটনায়ও পুলিশ এক দিনে ৩২ জনকে গ্রেপ্তার করেছিল।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১২ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
২১ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২১ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
১ ঘণ্টা আগে