প্রতিনিধি

টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফ পাহাড় থেকে পথ ভুলে নেমে পড়া দুটি হাতিকে বারবার ফেরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু ফেরানোর এ চেষ্টাকে বারবার ব্যর্থ করে দিচ্ছে বুনো এ হাতি দ্বয়। আজ মঙ্গলবার বিকেলে কৌশলে দুটি হাতির মধ্যে মা হাতিকে রশি বেঁধে পাহাড়ে ফেরানোর চেষ্টা করা হলেও সেটি সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও বন বিভাগ লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, টেকনাফের নেটং পাহাড় থেকে নেমে আসা হাতি দুটি নাফ নদী ও বঙ্গোপসাগরের তীরবর্তী বিভিন্ন স্থানে গত চার দিন ধরে ছোটাছুটি করেছে। সেই সঙ্গে নাফনদ ও বঙ্গোপসাগরে ভাসতেও দেখা গেছে এই হাতি দুটিকে। হাতি দ্বয়কে বনে ফেরানোর চেষ্টায় ব্যর্থ হয় হাতি উদ্ধারকারী দল।
সর্বশেষ আজ বিকেলে বাচ্চা হাতিকে উদ্ধার করা হলেও মা হাতিকে পাহাড়ে ফেরাতে বিশেষ কৌশল অবলম্বন করা হয়। রশি বেঁধে টেনে টেনে পাহাড়ের দিকে পাঁচ কিলোমিটার অতিক্রম করার পর রশি ছিঁড়ে সাবরাং লোকালয়ে ঢুকে পড়ে। তখন রাত ৯টা বেজে যায়। বন বিভাগ, হাতি উদ্ধারকারী দল (এলিফ্যান্ট রেসপন্স টিম), পুলিশ, বিজিবি, কোস্টগার্ডের সমন্বয়ে হাতি দুটোকে ফেরানো সম্ভব হয়নি।
স্থানীয় অনেকে জানান, হাতি দুটো গ্রামে ঢুকে পড়ায় এলাকাবাসীরা আতঙ্কে রয়েছে।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ হাসান জানান, সাগরে ভাসমান হাতি দুটি উদ্ধার করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভূমিকা রেখেছে। উদ্ধার অভিযানে উৎসুক মানুষের ভিড় নিয়ন্ত্রণ করা অনেকটা কঠিন ছিল। সেই সঙ্গে রশি দিয়ে বেঁধে জিরো পয়েন্ট পর্যন্ত দিয়ে আসা হয়।
টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, সংশ্লিষ্টদের সমন্বয়ে বিশেষ কৌশল অবলম্বন করে হাতি দু’টির একটিকে রশি বেঁধে পাহাড়ে ফেরাচ্ছিলাম। পাঁচ কিলোমিটার হেঁটে যাওয়ার পর রশি ছিঁড়ে সাবরাং গ্রামে ঢুকে পড়ে। এ ব্যাপারে স্থানীয় সাবরাং ইউনিয়নের চেয়ারম্যানের সহযোগিতা চাওয়া হয়েছে। সেই সঙ্গে সবাইকে সতর্ক করে মাইকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।
আশিক আরও জানান চার দিন বুনো হাতি দুটোকে বনে ফেরাতে নিরলসভাবে চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন উপকরণ সংগ্রহ করে বনের কাছাকাছি নেওয়া হয়। দুর্ভাগ্যবশত রশি ছিঁড়ে ফেলাতে তাদের বনে ফেরানো সম্ভব হয়নি। যেভাবেই হোক হাতি দুটো বনে ফেরানো হবে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট অনেকে জানিয়েছেন, বিপুল রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় কক্সবাজারের উখিয়া-টেকনাফে হাতির আবাসস্থল নষ্ট হয়েছে, দেখা দিয়েছে খাবারের সংকট। এমন পরিস্থিতিতে খাদ্যের খোঁজে বেরিয়ে হাতিগুলো হয়তো পথ হারিয়েছে।

টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফ পাহাড় থেকে পথ ভুলে নেমে পড়া দুটি হাতিকে বারবার ফেরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু ফেরানোর এ চেষ্টাকে বারবার ব্যর্থ করে দিচ্ছে বুনো এ হাতি দ্বয়। আজ মঙ্গলবার বিকেলে কৌশলে দুটি হাতির মধ্যে মা হাতিকে রশি বেঁধে পাহাড়ে ফেরানোর চেষ্টা করা হলেও সেটি সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও বন বিভাগ লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, টেকনাফের নেটং পাহাড় থেকে নেমে আসা হাতি দুটি নাফ নদী ও বঙ্গোপসাগরের তীরবর্তী বিভিন্ন স্থানে গত চার দিন ধরে ছোটাছুটি করেছে। সেই সঙ্গে নাফনদ ও বঙ্গোপসাগরে ভাসতেও দেখা গেছে এই হাতি দুটিকে। হাতি দ্বয়কে বনে ফেরানোর চেষ্টায় ব্যর্থ হয় হাতি উদ্ধারকারী দল।
সর্বশেষ আজ বিকেলে বাচ্চা হাতিকে উদ্ধার করা হলেও মা হাতিকে পাহাড়ে ফেরাতে বিশেষ কৌশল অবলম্বন করা হয়। রশি বেঁধে টেনে টেনে পাহাড়ের দিকে পাঁচ কিলোমিটার অতিক্রম করার পর রশি ছিঁড়ে সাবরাং লোকালয়ে ঢুকে পড়ে। তখন রাত ৯টা বেজে যায়। বন বিভাগ, হাতি উদ্ধারকারী দল (এলিফ্যান্ট রেসপন্স টিম), পুলিশ, বিজিবি, কোস্টগার্ডের সমন্বয়ে হাতি দুটোকে ফেরানো সম্ভব হয়নি।
স্থানীয় অনেকে জানান, হাতি দুটো গ্রামে ঢুকে পড়ায় এলাকাবাসীরা আতঙ্কে রয়েছে।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ হাসান জানান, সাগরে ভাসমান হাতি দুটি উদ্ধার করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভূমিকা রেখেছে। উদ্ধার অভিযানে উৎসুক মানুষের ভিড় নিয়ন্ত্রণ করা অনেকটা কঠিন ছিল। সেই সঙ্গে রশি দিয়ে বেঁধে জিরো পয়েন্ট পর্যন্ত দিয়ে আসা হয়।
টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, সংশ্লিষ্টদের সমন্বয়ে বিশেষ কৌশল অবলম্বন করে হাতি দু’টির একটিকে রশি বেঁধে পাহাড়ে ফেরাচ্ছিলাম। পাঁচ কিলোমিটার হেঁটে যাওয়ার পর রশি ছিঁড়ে সাবরাং গ্রামে ঢুকে পড়ে। এ ব্যাপারে স্থানীয় সাবরাং ইউনিয়নের চেয়ারম্যানের সহযোগিতা চাওয়া হয়েছে। সেই সঙ্গে সবাইকে সতর্ক করে মাইকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।
আশিক আরও জানান চার দিন বুনো হাতি দুটোকে বনে ফেরাতে নিরলসভাবে চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন উপকরণ সংগ্রহ করে বনের কাছাকাছি নেওয়া হয়। দুর্ভাগ্যবশত রশি ছিঁড়ে ফেলাতে তাদের বনে ফেরানো সম্ভব হয়নি। যেভাবেই হোক হাতি দুটো বনে ফেরানো হবে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট অনেকে জানিয়েছেন, বিপুল রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় কক্সবাজারের উখিয়া-টেকনাফে হাতির আবাসস্থল নষ্ট হয়েছে, দেখা দিয়েছে খাবারের সংকট। এমন পরিস্থিতিতে খাদ্যের খোঁজে বেরিয়ে হাতিগুলো হয়তো পথ হারিয়েছে।

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
৩৪ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে