চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদেশি পিস্তল, গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার (৩০ জুলাই) দিবাগত ভোররাত সাড়ে ৪টার দিকে দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী ব্রিজপাড়া থেকে তাঁকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। এ সময় ওই যুবকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।
আটক সাইদুর রহমান দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী ব্রিজপাড়ার মৃত কিয়াম উদ্দিন গেনুর ছেলে। দামুড়হুদা উপজেলা পরিষদ গেটের বিপরীত পাশে সাইদুর ইলেকট্রনিকস নামের একটি দোকান রয়েছে সাইদুর রহমানের।
চুয়াডাঙ্গা সেনাক্যাম্প সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত ভোররাতে সাইদুর রহমানের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানকালে তাঁর বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১৫ রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘সেনাবাহিনী সাইদুর রহমানকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।’
এদিকে চুয়াডাঙ্গা সেনাক্যাম্প জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদেশি পিস্তল, গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার (৩০ জুলাই) দিবাগত ভোররাত সাড়ে ৪টার দিকে দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী ব্রিজপাড়া থেকে তাঁকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। এ সময় ওই যুবকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।
আটক সাইদুর রহমান দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী ব্রিজপাড়ার মৃত কিয়াম উদ্দিন গেনুর ছেলে। দামুড়হুদা উপজেলা পরিষদ গেটের বিপরীত পাশে সাইদুর ইলেকট্রনিকস নামের একটি দোকান রয়েছে সাইদুর রহমানের।
চুয়াডাঙ্গা সেনাক্যাম্প সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত ভোররাতে সাইদুর রহমানের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানকালে তাঁর বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১৫ রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘সেনাবাহিনী সাইদুর রহমানকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।’
এদিকে চুয়াডাঙ্গা সেনাক্যাম্প জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকছেদুল মোমিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক তাঁকে এই জরিমানা করেন।
৩ মিনিট আগে
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৭ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১৬ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৫ মিনিট আগে