চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শখের বশে সাপের খেলা দেখাতে গিয়ে বিষধর সাপের কামড়ে মনিরুল বিশ্বাস (৪০) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শখের বশে আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে সাপের খেলা দেখানোর সময় একটি বিষধর কুলিম সাপ তাঁর হাতে কামড় দেয়।
নিহত মনিরুল বিশ্বাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার অনুপনগর গ্রামের খালপাড়ার ফকির বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন।
সাপুড়েদের চিকিৎসা শেষে রাত আটটার দিকে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল বিশ্বাস শখের বশে অনেক আগে থেকেই মাঝেমধ্যেই সাপুড়েদের সঙ্গে সাপের খেলা দেখাতেন এবং তিনি নিজেও সাপুড়ে। গতকাল বিকেলে আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে সাপের খেলা দেখাচ্ছিলেন তিনি। এ সময় একটি বিষধর কুলিম সাপ তাঁর বাঁ হাতে কামড় দেয়। এ সময় সাপুড়েদের থেকে কবিরাজি চিকিৎসা গ্রহণ করেন তিনি। তবে সাপুড়েদের কবিরাজি চিকিৎসায় কোনো কাজ না হওয়ায় মনিরুল বিশ্বাসের অবস্থার আরও অবনতি হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন। তাঁর শরীরে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টি ভেনম স্নেক ইনজেকশন পুশ করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল জানান, রাত আটটার দিকে পরিবারের সদস্যরা মনিরুল বিশ্বাসকে জরুরি বিভাগে নেন। তিনি বিকেল সাড়ে পাঁচটার দিকে সাপের কামড়ের শিকার হন বলে জানান। তাঁর শরীরে বিষধর সাপের কামড়ের উপসর্গ থাকায় ও তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তাঁর শরীরে অ্যান্টি ভেনম স্নেক ইনজেকশন পুশ করাও হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শখের বশে সাপের খেলা দেখাতে গিয়ে বিষধর সাপের কামড়ে মনিরুল বিশ্বাস (৪০) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শখের বশে আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে সাপের খেলা দেখানোর সময় একটি বিষধর কুলিম সাপ তাঁর হাতে কামড় দেয়।
নিহত মনিরুল বিশ্বাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার অনুপনগর গ্রামের খালপাড়ার ফকির বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন।
সাপুড়েদের চিকিৎসা শেষে রাত আটটার দিকে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল বিশ্বাস শখের বশে অনেক আগে থেকেই মাঝেমধ্যেই সাপুড়েদের সঙ্গে সাপের খেলা দেখাতেন এবং তিনি নিজেও সাপুড়ে। গতকাল বিকেলে আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে সাপের খেলা দেখাচ্ছিলেন তিনি। এ সময় একটি বিষধর কুলিম সাপ তাঁর বাঁ হাতে কামড় দেয়। এ সময় সাপুড়েদের থেকে কবিরাজি চিকিৎসা গ্রহণ করেন তিনি। তবে সাপুড়েদের কবিরাজি চিকিৎসায় কোনো কাজ না হওয়ায় মনিরুল বিশ্বাসের অবস্থার আরও অবনতি হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন। তাঁর শরীরে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টি ভেনম স্নেক ইনজেকশন পুশ করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল জানান, রাত আটটার দিকে পরিবারের সদস্যরা মনিরুল বিশ্বাসকে জরুরি বিভাগে নেন। তিনি বিকেল সাড়ে পাঁচটার দিকে সাপের কামড়ের শিকার হন বলে জানান। তাঁর শরীরে বিষধর সাপের কামড়ের উপসর্গ থাকায় ও তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তাঁর শরীরে অ্যান্টি ভেনম স্নেক ইনজেকশন পুশ করাও হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।

তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
১৬ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
১৯ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
১৯ মিনিট আগে
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী মাদারীপুর সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালায় মোস্তফাপুর হাইওয়ে থানা-পুলিশ।
২৩ মিনিট আগে