চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শখের বশে সাপের খেলা দেখাতে গিয়ে বিষধর সাপের কামড়ে মনিরুল বিশ্বাস (৪০) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শখের বশে আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে সাপের খেলা দেখানোর সময় একটি বিষধর কুলিম সাপ তাঁর হাতে কামড় দেয়।
নিহত মনিরুল বিশ্বাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার অনুপনগর গ্রামের খালপাড়ার ফকির বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন।
সাপুড়েদের চিকিৎসা শেষে রাত আটটার দিকে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল বিশ্বাস শখের বশে অনেক আগে থেকেই মাঝেমধ্যেই সাপুড়েদের সঙ্গে সাপের খেলা দেখাতেন এবং তিনি নিজেও সাপুড়ে। গতকাল বিকেলে আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে সাপের খেলা দেখাচ্ছিলেন তিনি। এ সময় একটি বিষধর কুলিম সাপ তাঁর বাঁ হাতে কামড় দেয়। এ সময় সাপুড়েদের থেকে কবিরাজি চিকিৎসা গ্রহণ করেন তিনি। তবে সাপুড়েদের কবিরাজি চিকিৎসায় কোনো কাজ না হওয়ায় মনিরুল বিশ্বাসের অবস্থার আরও অবনতি হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন। তাঁর শরীরে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টি ভেনম স্নেক ইনজেকশন পুশ করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল জানান, রাত আটটার দিকে পরিবারের সদস্যরা মনিরুল বিশ্বাসকে জরুরি বিভাগে নেন। তিনি বিকেল সাড়ে পাঁচটার দিকে সাপের কামড়ের শিকার হন বলে জানান। তাঁর শরীরে বিষধর সাপের কামড়ের উপসর্গ থাকায় ও তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তাঁর শরীরে অ্যান্টি ভেনম স্নেক ইনজেকশন পুশ করাও হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শখের বশে সাপের খেলা দেখাতে গিয়ে বিষধর সাপের কামড়ে মনিরুল বিশ্বাস (৪০) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শখের বশে আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে সাপের খেলা দেখানোর সময় একটি বিষধর কুলিম সাপ তাঁর হাতে কামড় দেয়।
নিহত মনিরুল বিশ্বাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার অনুপনগর গ্রামের খালপাড়ার ফকির বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন।
সাপুড়েদের চিকিৎসা শেষে রাত আটটার দিকে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল বিশ্বাস শখের বশে অনেক আগে থেকেই মাঝেমধ্যেই সাপুড়েদের সঙ্গে সাপের খেলা দেখাতেন এবং তিনি নিজেও সাপুড়ে। গতকাল বিকেলে আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে সাপের খেলা দেখাচ্ছিলেন তিনি। এ সময় একটি বিষধর কুলিম সাপ তাঁর বাঁ হাতে কামড় দেয়। এ সময় সাপুড়েদের থেকে কবিরাজি চিকিৎসা গ্রহণ করেন তিনি। তবে সাপুড়েদের কবিরাজি চিকিৎসায় কোনো কাজ না হওয়ায় মনিরুল বিশ্বাসের অবস্থার আরও অবনতি হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন। তাঁর শরীরে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টি ভেনম স্নেক ইনজেকশন পুশ করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল জানান, রাত আটটার দিকে পরিবারের সদস্যরা মনিরুল বিশ্বাসকে জরুরি বিভাগে নেন। তিনি বিকেল সাড়ে পাঁচটার দিকে সাপের কামড়ের শিকার হন বলে জানান। তাঁর শরীরে বিষধর সাপের কামড়ের উপসর্গ থাকায় ও তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তাঁর শরীরে অ্যান্টি ভেনম স্নেক ইনজেকশন পুশ করাও হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৩১ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৩৩ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে