Ajker Patrika

লাইনচ্যুত বগি রেখে গেল মালবাহী ট্রেন, ৪ ঘণ্টা ধরে খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 
লাইনচ্যুত বগি রেখে গেল মালবাহী ট্রেন, ৪ ঘণ্টা ধরে খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
জীবননগরের উথলীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ রাত সাড়ে ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত লাইনচ্যুত বগিটি উদ্ধারে রিলিফ ট্রেন এসে পৌঁছায়নি।

জানা গেছে, আজ মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ বাজার অভিমুখী চিটাগুড়বাহী ট্রেনটি বিকেল ৫টা ৩৮ মিনিটে উথলী রেলস্টেশনে প্রবেশ করে। পরে ক্রসিং শেষে ট্রেনটি লুপ লাইন থেকে মূল লাইনে প্রবেশ করার সময় গার্ডব্রেকের একটি বগির পেছনের চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে লাইনচ্যুত বগিটি রেখে অন্য ওয়াগনগুলো নিয়ে ট্রেনটি সন্ধ্যা পৌনে ৬টার দিকে দর্শনা অভিমুখে রওনা হয়।

উথলী রেলস্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লাইনচ্যুত বগিটি রেখে অন্য ওয়াগনগুলো নিয়ে ট্রেনটি চলে গেছে। তবে লাইনচ্যুত বগিটির কারণে এখন সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তিনি বলেন, রিলিফ ট্রেন রওনা হয়েছে। তবে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত