চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথমবারের মতো ভার্চুয়াল সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাসের আদালতে দুটি মামলায় ভিডিও প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এ সাক্ষ্য গ্রহণ করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, বিচারাধীন টি.আর ২২২ / ২০২২ ও টি.আর ০১ / ২০২৪ নম্বর মামলায় সাক্ষ্য দেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. সাদিয়া মা-আরিজ। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্মরত থাকাকালীন ২০২৩ সালের ৬ আগস্ট কিশোরী মিসকাতুল জান্নাত মীমের (১৬) ময়নাতদন্ত এবং ২০২২ সালের ১ জুন টি.আর ২২২/ ২০২২ মামলার ভুক্তভোগী মো. আব্দুল হান্নানের (৬০) চিকিৎসা পরীক্ষা করেন।
পাবলিক প্রসিকিউটরের (পিপি) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ভার্চুয়াল সাক্ষ্যগ্রহণের অনুমতি দেন। সাক্ষ্যগ্রহণের পুরো প্রক্রিয়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের ভার্চুয়াল সাক্ষ্য ও শুনানিসংক্রান্ত প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে সম্পন্ন হয়। এ সময় মামলার আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মো. আবজালুল হক ও অ্যাডভোকেট মো. আত্তাব আলী সাক্ষীকে জেরা করেন।
এপিপি মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘করোনাকালে ভার্চুয়াল জামিন শুনানি হলেও চুয়াডাঙ্গায় এবারই প্রথম ভার্চুয়াল সাক্ষ্য গ্রহণ করা হলো। এতে বিচারিক কার্যক্রমে গতি আসবে এবং সরকারি খরচ ও সময়ের সাশ্রয় হবে।’
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আহসান আলী বলেন, ‘এটি চুয়াডাঙ্গা বিচার বিভাগে একটি রেকর্ড। ভার্চুয়াল সাক্ষ্যগ্রহণ বিচারব্যবস্থার অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচন করেছে।’
পিপি অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু বলেন, ‘ভার্চুয়াল পদ্ধতি বিচার প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করবে। বিচারক ও চিকিৎসকদের পূর্বের কর্মস্থলে গিয়ে সাক্ষ্য দিতে হয়, এতে সময় ও খরচের অপচয় হয়। ভার্চুয়াল পদ্ধতি এসব সমস্যা দূর করবে।’

চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথমবারের মতো ভার্চুয়াল সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাসের আদালতে দুটি মামলায় ভিডিও প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এ সাক্ষ্য গ্রহণ করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, বিচারাধীন টি.আর ২২২ / ২০২২ ও টি.আর ০১ / ২০২৪ নম্বর মামলায় সাক্ষ্য দেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. সাদিয়া মা-আরিজ। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্মরত থাকাকালীন ২০২৩ সালের ৬ আগস্ট কিশোরী মিসকাতুল জান্নাত মীমের (১৬) ময়নাতদন্ত এবং ২০২২ সালের ১ জুন টি.আর ২২২/ ২০২২ মামলার ভুক্তভোগী মো. আব্দুল হান্নানের (৬০) চিকিৎসা পরীক্ষা করেন।
পাবলিক প্রসিকিউটরের (পিপি) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ভার্চুয়াল সাক্ষ্যগ্রহণের অনুমতি দেন। সাক্ষ্যগ্রহণের পুরো প্রক্রিয়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের ভার্চুয়াল সাক্ষ্য ও শুনানিসংক্রান্ত প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে সম্পন্ন হয়। এ সময় মামলার আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মো. আবজালুল হক ও অ্যাডভোকেট মো. আত্তাব আলী সাক্ষীকে জেরা করেন।
এপিপি মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘করোনাকালে ভার্চুয়াল জামিন শুনানি হলেও চুয়াডাঙ্গায় এবারই প্রথম ভার্চুয়াল সাক্ষ্য গ্রহণ করা হলো। এতে বিচারিক কার্যক্রমে গতি আসবে এবং সরকারি খরচ ও সময়ের সাশ্রয় হবে।’
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আহসান আলী বলেন, ‘এটি চুয়াডাঙ্গা বিচার বিভাগে একটি রেকর্ড। ভার্চুয়াল সাক্ষ্যগ্রহণ বিচারব্যবস্থার অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচন করেছে।’
পিপি অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু বলেন, ‘ভার্চুয়াল পদ্ধতি বিচার প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করবে। বিচারক ও চিকিৎসকদের পূর্বের কর্মস্থলে গিয়ে সাক্ষ্য দিতে হয়, এতে সময় ও খরচের অপচয় হয়। ভার্চুয়াল পদ্ধতি এসব সমস্যা দূর করবে।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৪৪ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে