চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কে ইজিবাইকসহ তিন চাকার সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়েছে চুয়াডাঙ্গা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। দাবি মানা না হলে সংগঠনের পক্ষ ২৩ ডিসেম্বর থেকে অভ্যন্তরীণ রুটের গণপরিবহন এবং ২৬ ডিসেম্বর থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধের আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম লিখিত বক্তব্যে বলেন, পৌর এলাকায় বাইরের কোনো অবৈধ যানবাহন চলতে পারবে না। প্রতিটি উপজেলার ইজিবাইক আলাদা রঙের হতে হবে, যাতে দেখে সহজেই চিহ্নিত করা যায়।
শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম জানান, ৫ আগস্টের পর থেকে সড়ক-মহাসড়কে অবৈধ তিন চাকার যানবাহন বেড়ে গেছে। এতে বাসমালিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিষয়টি প্রশাসন ও পুলিশের নজরে আনার পরও কোনো সমাধান হয়নি।
সভাপতি এম জেনারেল ইসলাম আরও বলেন, দাবি মানা না হলে ২৩ ডিসেম্বর (সোমবার) থেকে জেলার অভ্যন্তরীণ রুটে সব লোকাল বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে দূরপাল্লার বাসও বন্ধ করে দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান ইমাম বকুল, সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন মুক্তা, বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম।

চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কে ইজিবাইকসহ তিন চাকার সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়েছে চুয়াডাঙ্গা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। দাবি মানা না হলে সংগঠনের পক্ষ ২৩ ডিসেম্বর থেকে অভ্যন্তরীণ রুটের গণপরিবহন এবং ২৬ ডিসেম্বর থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধের আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম লিখিত বক্তব্যে বলেন, পৌর এলাকায় বাইরের কোনো অবৈধ যানবাহন চলতে পারবে না। প্রতিটি উপজেলার ইজিবাইক আলাদা রঙের হতে হবে, যাতে দেখে সহজেই চিহ্নিত করা যায়।
শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম জানান, ৫ আগস্টের পর থেকে সড়ক-মহাসড়কে অবৈধ তিন চাকার যানবাহন বেড়ে গেছে। এতে বাসমালিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিষয়টি প্রশাসন ও পুলিশের নজরে আনার পরও কোনো সমাধান হয়নি।
সভাপতি এম জেনারেল ইসলাম আরও বলেন, দাবি মানা না হলে ২৩ ডিসেম্বর (সোমবার) থেকে জেলার অভ্যন্তরীণ রুটে সব লোকাল বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে দূরপাল্লার বাসও বন্ধ করে দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান ইমাম বকুল, সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন মুক্তা, বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম।

জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
২ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
২৫ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২৮ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
৩৪ মিনিট আগে