চুয়াডাঙ্গা প্রতিনিধি

টানা কয়েক দিন শীতের তীব্রতা কমলেও মাঘের শেষের দিকে চুয়াডাঙ্গায় আবারও দাপট দেখাচ্ছে শীত। কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। এক দিনের ব্যবধানে সীমান্তবর্তী এ জেলায় তাপমাত্রা কমেছে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ শুক্রবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি সকাল ৯টায় ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর ৩ ফেব্রুয়ারি ১৭ দশমিক ৬ ডিগ্রি, ৪ ফেব্রুয়ারি ১৩ দশমিক ২ ডিগ্রি, ৫ ফেব্রুয়ারি ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঘন কুয়াশা না থাকলেও মধ্যরাত থেকে উত্তরের হিম বাতাসের শীত বেশি অনুভূত হচ্ছে।
চুয়াডাঙ্গা শহরের চা-দোকানি রহমত আলী বলেন, ‘কদিন একটু স্বস্তি ছিল। হালকা শীত শীত লাগছিল, ভালোই ছিল। আজকে আবার বেশি শীত লাগছে।’
ভ্যানচালক লিমন হোসেন বলেন, ‘সকালে ভ্যান চালাতে পারি না। তবে দিনের বেলায় সব ঠিক হয়ে যাচ্ছে।’
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহম্মেদ আলী মানিক বলেন, ‘এবার শীত কমলে কেটে যাবে। মাঘ মাসের সর্বশেষ কাঁপুনি দিয়ে গেল।’
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, ১১ তারিখ পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। ১০ ডিগ্রির নিচে বা তার আশপাশে থাকতে পারে। এ সময় রাতে শীতের তীব্রতা থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে।

টানা কয়েক দিন শীতের তীব্রতা কমলেও মাঘের শেষের দিকে চুয়াডাঙ্গায় আবারও দাপট দেখাচ্ছে শীত। কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। এক দিনের ব্যবধানে সীমান্তবর্তী এ জেলায় তাপমাত্রা কমেছে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ শুক্রবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি সকাল ৯টায় ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর ৩ ফেব্রুয়ারি ১৭ দশমিক ৬ ডিগ্রি, ৪ ফেব্রুয়ারি ১৩ দশমিক ২ ডিগ্রি, ৫ ফেব্রুয়ারি ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঘন কুয়াশা না থাকলেও মধ্যরাত থেকে উত্তরের হিম বাতাসের শীত বেশি অনুভূত হচ্ছে।
চুয়াডাঙ্গা শহরের চা-দোকানি রহমত আলী বলেন, ‘কদিন একটু স্বস্তি ছিল। হালকা শীত শীত লাগছিল, ভালোই ছিল। আজকে আবার বেশি শীত লাগছে।’
ভ্যানচালক লিমন হোসেন বলেন, ‘সকালে ভ্যান চালাতে পারি না। তবে দিনের বেলায় সব ঠিক হয়ে যাচ্ছে।’
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহম্মেদ আলী মানিক বলেন, ‘এবার শীত কমলে কেটে যাবে। মাঘ মাসের সর্বশেষ কাঁপুনি দিয়ে গেল।’
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, ১১ তারিখ পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। ১০ ডিগ্রির নিচে বা তার আশপাশে থাকতে পারে। এ সময় রাতে শীতের তীব্রতা থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মিত্রজয় তঞ্চঙ্গ্যা।
২৫ মিনিট আগে
নওগাঁয় সেতু থেকে নিজের ১৬ মাস বয়সী শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় হাজির হয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলায় এ ঘটনা ঘটে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ওই নারীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তাঁরা।
৩৩ মিনিট আগে
দেশে আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে লাইটার জাহাজ সংকট নিরসনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আমদানিকারকদের একটি অংশ কর্তৃক অভ্যন্তরীণ নৌপথে ব্যবহৃত লাইটার জাহাজগুলোকে অবৈধভাবে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করায় সৃষ্টি হওয়া সংকট মোকাবিলায় মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, জামায়েত করার কারণে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
১ ঘণ্টা আগে