Ajker Patrika

যাত্রাবিরতির দাবিতে দর্শনায় ট্রেন আটকে মানববন্ধন

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 
যাত্রাবিরতির দাবিতে দর্শনায় ট্রেন আটকে মানববন্ধন
চুয়াডাঙ্গায় ট্রেন আটকে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস এবং ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

আজ মঙ্গলবার বেলা ১টা ৫৪ মিনিটের দিকে খুলনাগামী ডাউন সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে এই মানববন্ধন ও অবরোধ করা হয়। এ সময় আন্দোলনকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে রেললাইনের দুই পাশে ও প্ল্যাটফর্মে অবস্থান নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবি—চিত্রা ও সুন্দরবন ট্রেনের স্টপেজ। এই স্টপেজ শুধু যাতায়াতের সুবিধা নয়, এটি একটি অঞ্চলবাসীর আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে জড়িত। এই দাবি পূরণ না হওয়া পর্য়ন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। তাঁরা আরও বলেন, দামুড়হুদা, দর্শনা ও জীবননগরের মানুষের দীর্ঘদিনের দাবির প্রতি গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তাঁদের মতে, যাত্রাবিরতির মাধ্যমে এই এলাকার মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত হবে।

আন্দোলনকারীরা বলছেন, ‘বারবার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। রেললাইন আমরা ছাড়ব না।’

বেলা ৩টা পর্যন্ত সর্বশেষ পাওয়া তথ্যমতে, এখনো অবরোধ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত