Ajker Patrika

কক্সবাজার সমুদ্রসৈকত এলাকা থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২২, ১৫: ২৮
কক্সবাজার সমুদ্রসৈকত এলাকা থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের সমুদ্রসৈকত এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ইনানী সৈকত ও শহরের কবিতা চত্বর এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

কক্সবাজার সদর থানার পরিদর্শক (অপারেশন) নাছির উদ্দিন মজুমদার জানিয়েছেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে শহরের কবিতা চত্বর এলাকা থেকে ১৮-২০ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মরদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। যুবকের পরনে পাঞ্জাবি-পাজামা ছিল। তাঁর পরিচয় নিশ্চিত হাওয়া যায়নি। 

ইনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক অলিউর রহমান জানান, ইনানী সৈকত থেকে সকাল ৯টার দিকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর গায়ের রং কালো, পরনে হাফ হাতা গেঞ্জি ও কালো প্যান্ট পরা ছিল। বয়স আনুমানিক ৩০ বছর। পুলিশ তাঁর মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করতে কাজ করছে। 

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় ও মৃত্যুর কারণ অনুসন্ধান করছে পুলিশ। 

উল্লেখ্য, এর আগে গত বুধবার সাগরতীরের দুটি তারকা মানের হোটেল ও একটি রিসোর্ট থেকে দুই নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁরা তিনজনই কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত