নোয়াখালী প্রতিনিধি

ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে ছেলেসন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীর সঙ্গে বাবার বাড়ি যাচ্ছিলেন তিনি। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা স্টেশনের কাছাকাছি রসুলপুর রেলক্রসিং এলাকায় ট্রেনের ভেতরে জন্ম হয় নবজাতকের। বর্তমানে নবজাতক ও মা দুজনই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
বর্তমানে মা ও নবজাতক কুমিল্লা নগরীর শাসনগাছা আল খিদমাহ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি রয়েছে।
প্রসূতি নারীর নাম তানিয়া আক্তার (১৯)। তিনি নরসিংদী জেলার মাধবদী এলাকার এরশাদ মিয়ার স্ত্রী। তানিয়া আক্তারের বাড়ি নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর এলাকায়।
ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শী মাঈন উদ্দিন বাবলু বলেন, ‘নরসিংদী স্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেসের ‘খ’ বগির ৪৮-৪৯ নম্বর সিটে ওঠেন এরশাদ-তানিয়া দম্পতি। ট্রেনটি রসুলপুর রেলক্রসিং এলাকায় আসতেই ওই নারীর প্রসবব্যথা শুরু হয়। বিষয়টি জানতে পেরে ট্রেনে কর্তব্যরত গার্ডরা ওই বগির পুরুষ যাত্রীদের অন্য বগিতে সরিয়ে নেন। পরে সেখানে থাকা নারী যাত্রীদের সহযোগিতায় প্রসবের ব্যবস্থা করা হয়। সবার সহযোগিতায় চলন্ত ট্রেনেই নিরাপদে ছেলেসন্তানের জন্ম দেন তানিয়া। পরে ট্রেনটি কুমিল্লা স্টেশনে থামলে ট্রেনে কর্তব্যরতরা দ্রুত মা ও নবজাতককে একটি হাসপাতালে ভর্তি করেন।’
নবজাতকের বাবা এরশাদ মিয়া বলেন, ‘আমার স্ত্রী ও সন্তান দুজনই সুস্থ আছে। বর্তমানে তারা কুমিল্লা আল খিদমাহ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছে।’
হাসপাতালের চিকিৎসক ডা. বাধন জানান, ‘বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ রয়েছে। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে ছেলেসন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীর সঙ্গে বাবার বাড়ি যাচ্ছিলেন তিনি। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা স্টেশনের কাছাকাছি রসুলপুর রেলক্রসিং এলাকায় ট্রেনের ভেতরে জন্ম হয় নবজাতকের। বর্তমানে নবজাতক ও মা দুজনই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
বর্তমানে মা ও নবজাতক কুমিল্লা নগরীর শাসনগাছা আল খিদমাহ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি রয়েছে।
প্রসূতি নারীর নাম তানিয়া আক্তার (১৯)। তিনি নরসিংদী জেলার মাধবদী এলাকার এরশাদ মিয়ার স্ত্রী। তানিয়া আক্তারের বাড়ি নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর এলাকায়।
ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শী মাঈন উদ্দিন বাবলু বলেন, ‘নরসিংদী স্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেসের ‘খ’ বগির ৪৮-৪৯ নম্বর সিটে ওঠেন এরশাদ-তানিয়া দম্পতি। ট্রেনটি রসুলপুর রেলক্রসিং এলাকায় আসতেই ওই নারীর প্রসবব্যথা শুরু হয়। বিষয়টি জানতে পেরে ট্রেনে কর্তব্যরত গার্ডরা ওই বগির পুরুষ যাত্রীদের অন্য বগিতে সরিয়ে নেন। পরে সেখানে থাকা নারী যাত্রীদের সহযোগিতায় প্রসবের ব্যবস্থা করা হয়। সবার সহযোগিতায় চলন্ত ট্রেনেই নিরাপদে ছেলেসন্তানের জন্ম দেন তানিয়া। পরে ট্রেনটি কুমিল্লা স্টেশনে থামলে ট্রেনে কর্তব্যরতরা দ্রুত মা ও নবজাতককে একটি হাসপাতালে ভর্তি করেন।’
নবজাতকের বাবা এরশাদ মিয়া বলেন, ‘আমার স্ত্রী ও সন্তান দুজনই সুস্থ আছে। বর্তমানে তারা কুমিল্লা আল খিদমাহ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছে।’
হাসপাতালের চিকিৎসক ডা. বাধন জানান, ‘বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ রয়েছে। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে