নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-কেয়গড়-সিংহরা সংযোগ সড়ক বৃষ্টি ও জোয়ারের পানিতে ভেঙে দুই ভাগ হয়ে গেছে। ২ জুলাই বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কটি ভেঙে যায়। এতে সড়কে যান চলাচল বন্ধ গেছে। ফলে ভোগান্তিতে পড়েছে তিনটি গ্রামের স্থানীয় বাসিন্দারা।
কেয়াগড় গ্রামের বাসিন্দা সুকুমার ও সিংহরা গ্রামের বাসিন্দা মহিউদ্দিন জানান, এ রাস্তা দিয়ে গ্রামের মানুষ কর্মক্ষেত্র, হাটবাজার, স্কুল-কলেজে যাতায়াত করে। রাস্তাটি ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে তারা। রাস্তাটি দ্রুত মেরামত করা না হলে এখানকার ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় চাতরী ইউপির সদস্য হাছান তারেক জানান, বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কের ভেঙে দুই অংশে বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে স্থানীয় তিনটি গ্রামের মানুষ যাতায়াতে অসুবিধায় পড়েছে। এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে রাস্তার ভাঙন আরও বাড়বে।
আনোয়ারা সিটিজেন ফোরামের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক তৌহিদুল আলম জানান, ‘চাতরী-কেয়গড়-সিংহরা সংযোগ রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটির উভয় পাশে রয়েছে ফসলি জমি। বেহাল রাস্তার কারণে দীর্ঘদিন ধরে তিনটি গ্রামে হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। প্রতিবছর রাস্তাটির উন্নয়নকাজ করা হয়, আবার বর্ষায় ভেঙে যায়। ফলে সরকারি অর্থের অপচয় হয়, মানুষের দুর্ভোগও লাঘব হয় না। রাস্তাটির টেকসই উন্নয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে এলজিইডি চট্টগ্রামের নির্বাহী কর্মকর্তা মো. হাছান আলী জানান, ‘এবারের বৃষ্টি ও জোয়ারের পানিতে আনোয়ারায় রাস্তাঘাটের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে নিয়েছি।’

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-কেয়গড়-সিংহরা সংযোগ সড়ক বৃষ্টি ও জোয়ারের পানিতে ভেঙে দুই ভাগ হয়ে গেছে। ২ জুলাই বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কটি ভেঙে যায়। এতে সড়কে যান চলাচল বন্ধ গেছে। ফলে ভোগান্তিতে পড়েছে তিনটি গ্রামের স্থানীয় বাসিন্দারা।
কেয়াগড় গ্রামের বাসিন্দা সুকুমার ও সিংহরা গ্রামের বাসিন্দা মহিউদ্দিন জানান, এ রাস্তা দিয়ে গ্রামের মানুষ কর্মক্ষেত্র, হাটবাজার, স্কুল-কলেজে যাতায়াত করে। রাস্তাটি ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে তারা। রাস্তাটি দ্রুত মেরামত করা না হলে এখানকার ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় চাতরী ইউপির সদস্য হাছান তারেক জানান, বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কের ভেঙে দুই অংশে বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে স্থানীয় তিনটি গ্রামের মানুষ যাতায়াতে অসুবিধায় পড়েছে। এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে রাস্তার ভাঙন আরও বাড়বে।
আনোয়ারা সিটিজেন ফোরামের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক তৌহিদুল আলম জানান, ‘চাতরী-কেয়গড়-সিংহরা সংযোগ রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটির উভয় পাশে রয়েছে ফসলি জমি। বেহাল রাস্তার কারণে দীর্ঘদিন ধরে তিনটি গ্রামে হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। প্রতিবছর রাস্তাটির উন্নয়নকাজ করা হয়, আবার বর্ষায় ভেঙে যায়। ফলে সরকারি অর্থের অপচয় হয়, মানুষের দুর্ভোগও লাঘব হয় না। রাস্তাটির টেকসই উন্নয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে এলজিইডি চট্টগ্রামের নির্বাহী কর্মকর্তা মো. হাছান আলী জানান, ‘এবারের বৃষ্টি ও জোয়ারের পানিতে আনোয়ারায় রাস্তাঘাটের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে নিয়েছি।’

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
৩ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৩ ঘণ্টা আগে