প্রতিনিধি

চট্টগ্রাম: করোনা সংক্রমণ লাখের বিপরীতে ৬০ জনের বেশি হওয়ায় চকবাজার ও খুলশী থানার সাত এলাকাকে রেডজোন ঘোষণা করা হয়েছে। সে সব এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
সোমবার দুপুর থেকে এলাকাগুলোতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে নেমেছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ সব এলাকায় খুব জরুরি ছাড়া কাউকে বাসা থেকে বের হতে দেওয়া হবে না।
রেডজোন ঘোষণা করা এলাকাগুলো হলো–চকবাজারের জয়নগর এক নম্বর গলি, খুলশী থানার ১৩ নম্বর ওয়ার্ডের এসবি নগর, ওয়ার্লেস, কুসুমবাগ আবাসিক এলাকা, ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ডের টাংকির পাহাড়, বাঘঘোনা ও হাইলেভেল রোড।
সিএমপির উপকমিশনার (দক্ষিণ) বিজয় বসাক আজকের পত্রিকাকে বলেন, সংক্রমণ হার বিবেচনায় সাতটি এলাকাকে রেডজোন ঘোষণা করা হয়েছে। এ সব এলাকায় পুরোপুরি লকডাউন কার্যকরে কাজ করছি। তিনি বলেন, যে এলাকায় করোনা সংক্রমণ পরীক্ষায় প্রতি লাখে ৬০ জনের বেশি সে এলাকাকেই রেডজোন ধরা হবে। তিন থেকে ৫৯ জন হলে ইয়োলো জোন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুজ্জামান লকডাউনের তথ্য নিশ্চিত করে জানান, রেডজোন এলাকার বাসিন্দারা অতি জরুরি প্রয়োজন ছাড়া এলাকার বাইরে যেতে পারবেন না। নিত্যপ্রয়োজনীয় জিনিস প্রয়োজন হলে, পুলিশ তাদের সহযোগিতা করবে।
সিভিল সার্জন কার্যালয় বলছে, চট্টগ্রামে এ পর্যন্ত ৪৫৯ জন কোভিড-১৯ পজিটিভ হয়ে মারা গেছেন। এর মধ্যে নগরে ৩৩৮ জন এবং উপজেলায় মারা গেছেন ১২১ জন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, পুরো চট্টগ্রাম শহরটি এখন রেডজোনের আওতায়। এখানে সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমণ কমানো গেলে মৃত্যুর সংখ্যাও কমে আসবে। সংক্রমণ ঠেকানোর জন্য সরকার ঘোষিত কঠোর লকডাউননীতি মেনে চলার কথাও বলেছেন তিনি।
এর আগে ২০২০ সালের ২ জুন নগরের ১২ থানাকে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের হটস্পট বা রেডজোন হিসেবে শনাক্ত করে স্বাস্থ্য বিভাগ। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০ এর উপরে শনাক্ত হওয়ায় এসব থানাকে ওই সময় রেডজোন হিসেবে শনাক্ত করা হয়।

চট্টগ্রাম: করোনা সংক্রমণ লাখের বিপরীতে ৬০ জনের বেশি হওয়ায় চকবাজার ও খুলশী থানার সাত এলাকাকে রেডজোন ঘোষণা করা হয়েছে। সে সব এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
সোমবার দুপুর থেকে এলাকাগুলোতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে নেমেছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ সব এলাকায় খুব জরুরি ছাড়া কাউকে বাসা থেকে বের হতে দেওয়া হবে না।
রেডজোন ঘোষণা করা এলাকাগুলো হলো–চকবাজারের জয়নগর এক নম্বর গলি, খুলশী থানার ১৩ নম্বর ওয়ার্ডের এসবি নগর, ওয়ার্লেস, কুসুমবাগ আবাসিক এলাকা, ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ডের টাংকির পাহাড়, বাঘঘোনা ও হাইলেভেল রোড।
সিএমপির উপকমিশনার (দক্ষিণ) বিজয় বসাক আজকের পত্রিকাকে বলেন, সংক্রমণ হার বিবেচনায় সাতটি এলাকাকে রেডজোন ঘোষণা করা হয়েছে। এ সব এলাকায় পুরোপুরি লকডাউন কার্যকরে কাজ করছি। তিনি বলেন, যে এলাকায় করোনা সংক্রমণ পরীক্ষায় প্রতি লাখে ৬০ জনের বেশি সে এলাকাকেই রেডজোন ধরা হবে। তিন থেকে ৫৯ জন হলে ইয়োলো জোন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুজ্জামান লকডাউনের তথ্য নিশ্চিত করে জানান, রেডজোন এলাকার বাসিন্দারা অতি জরুরি প্রয়োজন ছাড়া এলাকার বাইরে যেতে পারবেন না। নিত্যপ্রয়োজনীয় জিনিস প্রয়োজন হলে, পুলিশ তাদের সহযোগিতা করবে।
সিভিল সার্জন কার্যালয় বলছে, চট্টগ্রামে এ পর্যন্ত ৪৫৯ জন কোভিড-১৯ পজিটিভ হয়ে মারা গেছেন। এর মধ্যে নগরে ৩৩৮ জন এবং উপজেলায় মারা গেছেন ১২১ জন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, পুরো চট্টগ্রাম শহরটি এখন রেডজোনের আওতায়। এখানে সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমণ কমানো গেলে মৃত্যুর সংখ্যাও কমে আসবে। সংক্রমণ ঠেকানোর জন্য সরকার ঘোষিত কঠোর লকডাউননীতি মেনে চলার কথাও বলেছেন তিনি।
এর আগে ২০২০ সালের ২ জুন নগরের ১২ থানাকে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের হটস্পট বা রেডজোন হিসেবে শনাক্ত করে স্বাস্থ্য বিভাগ। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০ এর উপরে শনাক্ত হওয়ায় এসব থানাকে ওই সময় রেডজোন হিসেবে শনাক্ত করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিয়ন) বহুল আলোচিত ‘৪০০ কোটি টাকার মালিক’ জাহাঙ্গীর আলমের ফ্ল্যাট ও জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
২ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পাঁচ দিন পিছিয়ে ২৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
১১ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় টাঙ্গাইলের দুই নারীসহ ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে টাঙ্গাইলের আটটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১৩ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে
১৪ মিনিট আগে