মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারের বিস্ফোরণে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মানসুর হোসাইন (৪৩) ও মো. আল-আমিন (২৩)। তাঁরা সম্পর্কে খালাতো ভাই। আজ বুধবার সকাল ৮টার দিকে দুই ভাইয়ের মরদেহ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে।
মানসুর হোসাইন উত্তর ছেংগারচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন মিয়াজীর ছেলে। মানসুরের পাঁচ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। অন্যদিকে আল-আমিন উপজেলার ষাটনল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মালয়েশিয়া প্রবাসী বিল্লাল হোসেন পুত্র।
আজ সকাল ১০টার দিকে ছেংগারচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দারুচ্ছুন্নাত ছালেহিয়া মফিজুল ইসলাম দীনিয়া মাদ্রাসা মাঠে মানসুরের জানাজা হয়। এ সময় তাঁর বাবা মোশারফ হোসেন মিয়াজী সন্তানের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।
জানাজায় উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. আহসান হাবীব, পৌর যুবলীগ নেতা মো. ইসমাইল হোসেন প্রমুখ।
গতকাল মঙ্গলবার বিকেলে মানসুর ও আল-আমিন টাইলস কেনার জন্য সিদ্দিকবাজারের ওই মার্কেটে গিয়েছিলেন বলে জানা গেছে। তখন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরিবার সূত্র জানায়, আল-আমিন ঢাকায় তাঁর খালার বাসায় থেকে এইচএসসি পাস করেন। উচ্চ শিক্ষার জন্য তিনি অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে মানসুর ঢাকায় তাঁর বাবার সঙ্গে ব্যবসা করতেন।

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারের বিস্ফোরণে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মানসুর হোসাইন (৪৩) ও মো. আল-আমিন (২৩)। তাঁরা সম্পর্কে খালাতো ভাই। আজ বুধবার সকাল ৮টার দিকে দুই ভাইয়ের মরদেহ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে।
মানসুর হোসাইন উত্তর ছেংগারচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন মিয়াজীর ছেলে। মানসুরের পাঁচ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। অন্যদিকে আল-আমিন উপজেলার ষাটনল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মালয়েশিয়া প্রবাসী বিল্লাল হোসেন পুত্র।
আজ সকাল ১০টার দিকে ছেংগারচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দারুচ্ছুন্নাত ছালেহিয়া মফিজুল ইসলাম দীনিয়া মাদ্রাসা মাঠে মানসুরের জানাজা হয়। এ সময় তাঁর বাবা মোশারফ হোসেন মিয়াজী সন্তানের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।
জানাজায় উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. আহসান হাবীব, পৌর যুবলীগ নেতা মো. ইসমাইল হোসেন প্রমুখ।
গতকাল মঙ্গলবার বিকেলে মানসুর ও আল-আমিন টাইলস কেনার জন্য সিদ্দিকবাজারের ওই মার্কেটে গিয়েছিলেন বলে জানা গেছে। তখন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরিবার সূত্র জানায়, আল-আমিন ঢাকায় তাঁর খালার বাসায় থেকে এইচএসসি পাস করেন। উচ্চ শিক্ষার জন্য তিনি অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে মানসুর ঢাকায় তাঁর বাবার সঙ্গে ব্যবসা করতেন।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে