Ajker Patrika

ফরিদগঞ্জে যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২৫, ১৪: ১৩
ফরিদগঞ্জে যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর
আশিককে গাছে বেধে মারধর করে তাঁর শ্বশুরবাড়ির লোকজন। ছবি: সংগৃহীত

চাঁদপুরের ‎ফরিদগঞ্জে আশু পাটওয়ারী ওরফে আশিক (৪০) নামের এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ফেসবুক ব্যবহারকারী ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার (২০ জুন) উপজেলার মধ্য পোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়ে ওই ব্যক্তি নিজেই আবার প্রত্যাহার করে নিয়েছেন।

জানা যায়, উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা মনু পাটওয়ারীর ছেলে আশু পাটওয়ারীর সঙ্গে ১৫ বছর আগে একই উপজেলার মধ্য পোয়া গ্রামের হান্নান মিয়ার মেয়ে সেলিনা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। আশু পাটওয়ারীর বাড়িতে মাথা গোঁজার ঠাঁই না থাকায় তিন সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করেন। আশু পাটওয়ারী শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত শুক্রবার সকালে স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে সন্দেহে পরিবারে কলহ এবং ভাঙচুর করেন। তাঁর ভাঙচুর ঠেকাতে না পেরে পরিবারের সবাই মিলে তাঁকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।

আশু পাটওয়ারী বলেন, ‘মানুষ আমাকে বলে, আমার স্ত্রী নাকি আমার ভায়রা ভাই জহিরের সাথে খারাপ কাজ করে। তাই আমি ঘরে এসে মারধর ও ভাঙচুর করেছি। পরে আমার শ্যালক আমির হোসেন আমাকে মেরেছে। মানুষে কইছে, থানায় অভিযোগ দিছি। আবার বিষয়টি বুঝতে পেরে পরে অভিযোগ তুলে নিয়েছি।’

এদিকে দুলাভাইকে গাছের সাথে বেঁধে নির্যাতনের কথা স্বীকার করে অভিযুক্ত মো. আমির হোসেন বলেন, ‘দুলাভাই মানুষের কথা শুনে আমার বোন, ভাগিনা-ভাগনি ও মাকে মারধর করেন। এতে আমি রাগ সামলাতে না পেরে দুলাভাইকে মেরেছি। বিষয়টি আমি ঠিক করিনি, বুঝতে পেরে দুলাভাইয়ের কাছে ক্ষমা চেয়ে সমাধান করে নিয়েছি।’

ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক মো. আমজাদ আলী বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আশু পাটওয়ারী। পরে তিনি অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

রমজানের সময়সূচি ২০২৬: সেহরি ও ইফতারের ক্যালেন্ডার

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত