ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে আশু পাটওয়ারী ওরফে আশিক (৪০) নামের এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ফেসবুক ব্যবহারকারী ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার (২০ জুন) উপজেলার মধ্য পোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়ে ওই ব্যক্তি নিজেই আবার প্রত্যাহার করে নিয়েছেন।
জানা যায়, উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা মনু পাটওয়ারীর ছেলে আশু পাটওয়ারীর সঙ্গে ১৫ বছর আগে একই উপজেলার মধ্য পোয়া গ্রামের হান্নান মিয়ার মেয়ে সেলিনা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। আশু পাটওয়ারীর বাড়িতে মাথা গোঁজার ঠাঁই না থাকায় তিন সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করেন। আশু পাটওয়ারী শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত শুক্রবার সকালে স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে সন্দেহে পরিবারে কলহ এবং ভাঙচুর করেন। তাঁর ভাঙচুর ঠেকাতে না পেরে পরিবারের সবাই মিলে তাঁকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।
আশু পাটওয়ারী বলেন, ‘মানুষ আমাকে বলে, আমার স্ত্রী নাকি আমার ভায়রা ভাই জহিরের সাথে খারাপ কাজ করে। তাই আমি ঘরে এসে মারধর ও ভাঙচুর করেছি। পরে আমার শ্যালক আমির হোসেন আমাকে মেরেছে। মানুষে কইছে, থানায় অভিযোগ দিছি। আবার বিষয়টি বুঝতে পেরে পরে অভিযোগ তুলে নিয়েছি।’
এদিকে দুলাভাইকে গাছের সাথে বেঁধে নির্যাতনের কথা স্বীকার করে অভিযুক্ত মো. আমির হোসেন বলেন, ‘দুলাভাই মানুষের কথা শুনে আমার বোন, ভাগিনা-ভাগনি ও মাকে মারধর করেন। এতে আমি রাগ সামলাতে না পেরে দুলাভাইকে মেরেছি। বিষয়টি আমি ঠিক করিনি, বুঝতে পেরে দুলাভাইয়ের কাছে ক্ষমা চেয়ে সমাধান করে নিয়েছি।’
ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক মো. আমজাদ আলী বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আশু পাটওয়ারী। পরে তিনি অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন।

চাঁদপুরের ফরিদগঞ্জে আশু পাটওয়ারী ওরফে আশিক (৪০) নামের এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ফেসবুক ব্যবহারকারী ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার (২০ জুন) উপজেলার মধ্য পোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়ে ওই ব্যক্তি নিজেই আবার প্রত্যাহার করে নিয়েছেন।
জানা যায়, উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা মনু পাটওয়ারীর ছেলে আশু পাটওয়ারীর সঙ্গে ১৫ বছর আগে একই উপজেলার মধ্য পোয়া গ্রামের হান্নান মিয়ার মেয়ে সেলিনা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। আশু পাটওয়ারীর বাড়িতে মাথা গোঁজার ঠাঁই না থাকায় তিন সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করেন। আশু পাটওয়ারী শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত শুক্রবার সকালে স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে সন্দেহে পরিবারে কলহ এবং ভাঙচুর করেন। তাঁর ভাঙচুর ঠেকাতে না পেরে পরিবারের সবাই মিলে তাঁকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।
আশু পাটওয়ারী বলেন, ‘মানুষ আমাকে বলে, আমার স্ত্রী নাকি আমার ভায়রা ভাই জহিরের সাথে খারাপ কাজ করে। তাই আমি ঘরে এসে মারধর ও ভাঙচুর করেছি। পরে আমার শ্যালক আমির হোসেন আমাকে মেরেছে। মানুষে কইছে, থানায় অভিযোগ দিছি। আবার বিষয়টি বুঝতে পেরে পরে অভিযোগ তুলে নিয়েছি।’
এদিকে দুলাভাইকে গাছের সাথে বেঁধে নির্যাতনের কথা স্বীকার করে অভিযুক্ত মো. আমির হোসেন বলেন, ‘দুলাভাই মানুষের কথা শুনে আমার বোন, ভাগিনা-ভাগনি ও মাকে মারধর করেন। এতে আমি রাগ সামলাতে না পেরে দুলাভাইকে মেরেছি। বিষয়টি আমি ঠিক করিনি, বুঝতে পেরে দুলাভাইয়ের কাছে ক্ষমা চেয়ে সমাধান করে নিয়েছি।’
ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক মো. আমজাদ আলী বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আশু পাটওয়ারী। পরে তিনি অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
২ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৩ ঘণ্টা আগে