কুমিল্লা প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনার কারণে এ জাতি বিশ্বে মর্যাদার সঙ্গে টিকে আছে এবং উন্নত বাংলাদেশের জন্য পথ নকশা করে কাজ করছে। এই লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
আজ রোববার বিকেলে মনোহরগঞ্জ উপজেলার নিজ গ্রাম পোমগায়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের সঙ্গে ঈদপূর্ব শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, পথভ্রষ্ট হয়েছি। জাতি লক্ষ্য–উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছে। এরপর লড়াই আন্দোলন–সংগ্রামের মাধ্যমে সারা বাংলাদেশে বিক্ষিপ্ত আওয়ামী লীগের নেতা–কর্মীদের সংগঠিত করে জাতির পিতার আদর্শ, স্বপ্নপূরণের জন্য দায়িত্ব পালন শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে আমলে ক্ষমতায় আসার পর বাংলাদেশের অভূত পরিবর্তন হয়েছে। যোগাযোগ স্বাস্থ্য অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে।’
সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ূম চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীমসহ অন্যরা। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ যুবলীগ নেতা–কর্মীদের উদ্দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বলেন, ‘আগামীতে আমাদের চ্যালেঞ্জ উন্নত বাংলাদেশ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে আমাদের গ্রামীণ অর্থনীতির অবস্থা উন্নতি করতে হবে। গ্রামের প্রতিটি মানুষের অর্থনীতি উন্নতি করতে হবে। যারা পৃথিবীকে নেতৃত্ব দেয়, তাঁদের পর্যালোচনা করেন। তাঁরা কী ছিল। তাঁরা পারলে আমরা পারব না কেন। সে জন্য আমাদের যোগ্য করে গড়ে তুলতে হবে।’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনার কারণে এ জাতি বিশ্বে মর্যাদার সঙ্গে টিকে আছে এবং উন্নত বাংলাদেশের জন্য পথ নকশা করে কাজ করছে। এই লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
আজ রোববার বিকেলে মনোহরগঞ্জ উপজেলার নিজ গ্রাম পোমগায়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের সঙ্গে ঈদপূর্ব শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, পথভ্রষ্ট হয়েছি। জাতি লক্ষ্য–উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছে। এরপর লড়াই আন্দোলন–সংগ্রামের মাধ্যমে সারা বাংলাদেশে বিক্ষিপ্ত আওয়ামী লীগের নেতা–কর্মীদের সংগঠিত করে জাতির পিতার আদর্শ, স্বপ্নপূরণের জন্য দায়িত্ব পালন শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে আমলে ক্ষমতায় আসার পর বাংলাদেশের অভূত পরিবর্তন হয়েছে। যোগাযোগ স্বাস্থ্য অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে।’
সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ূম চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীমসহ অন্যরা। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ যুবলীগ নেতা–কর্মীদের উদ্দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বলেন, ‘আগামীতে আমাদের চ্যালেঞ্জ উন্নত বাংলাদেশ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে আমাদের গ্রামীণ অর্থনীতির অবস্থা উন্নতি করতে হবে। গ্রামের প্রতিটি মানুষের অর্থনীতি উন্নতি করতে হবে। যারা পৃথিবীকে নেতৃত্ব দেয়, তাঁদের পর্যালোচনা করেন। তাঁরা কী ছিল। তাঁরা পারলে আমরা পারব না কেন। সে জন্য আমাদের যোগ্য করে গড়ে তুলতে হবে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে