ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন শোভনের বিজয় মিছিলে প্রকাশ্যে ছাত্রলীগ কর্মী আয়াশ রহমান ইজাজকে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জেলা ছাত্রলীগের সদ্য বহিস্কৃত সহসভাপতি হাসান আল ফারাবী জয়।
গতকাল শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন ফারাবী। এ সময় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আসামি হাসান আল ফারাবী জয়কে নেত্রকোনা জেলার আটপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে জেলা সদরের ভাটপাড়া থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।
এদিকে আজ রোববার সন্ধ্যা পর্যন্ত নতুন করে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।
গত ৫ জুন সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন শোভনের সমর্থকদের আনন্দ মিছিলে জেলা ছাত্রলীগের সদ্য বহিস্কৃত সহসভাপতি হাসান আল ফারাবি জয় প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মী আয়েশ রহমান ইজাজকে।
পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়। এক ভিডিওতে দেখা যায় ঘটনার পর জেলা ছাত্রলীগের সহসভাপতি পদ থেকে বহিষ্কৃত হাসান আল ফারাবী জয় তাকে গুলি করে কোমরে পিস্তল গুঁজে ঘটনাস্থল থেকে সরে যাচ্ছেন। এই ঘটনায় নিহত আয়াশ রহমান ইজাজের বাবা মো. আমিনুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন শোভনের বিজয় মিছিলে প্রকাশ্যে ছাত্রলীগ কর্মী আয়াশ রহমান ইজাজকে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জেলা ছাত্রলীগের সদ্য বহিস্কৃত সহসভাপতি হাসান আল ফারাবী জয়।
গতকাল শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন ফারাবী। এ সময় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আসামি হাসান আল ফারাবী জয়কে নেত্রকোনা জেলার আটপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে জেলা সদরের ভাটপাড়া থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।
এদিকে আজ রোববার সন্ধ্যা পর্যন্ত নতুন করে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।
গত ৫ জুন সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন শোভনের সমর্থকদের আনন্দ মিছিলে জেলা ছাত্রলীগের সদ্য বহিস্কৃত সহসভাপতি হাসান আল ফারাবি জয় প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মী আয়েশ রহমান ইজাজকে।
পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়। এক ভিডিওতে দেখা যায় ঘটনার পর জেলা ছাত্রলীগের সহসভাপতি পদ থেকে বহিষ্কৃত হাসান আল ফারাবী জয় তাকে গুলি করে কোমরে পিস্তল গুঁজে ঘটনাস্থল থেকে সরে যাচ্ছেন। এই ঘটনায় নিহত আয়াশ রহমান ইজাজের বাবা মো. আমিনুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুছারচর এলাকায় প্রতিবন্ধী এক অটোরিকশাচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মুছারচর সড়কের ঢালে সোহেল (৪০) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
১৯ মিনিট আগে
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
১ ঘণ্টা আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
১ ঘণ্টা আগে