
প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের ২২ হাজার ৩৪৯ ফুট উচ্চতার অনিন্দ্য সুন্দর ও অন্যতম টেকনিক্যাল পর্বত ‘আমা দাবালাম’ জয় করেছেন বাংলাদেশি যুবক মো. বাবর আলী। নেপালি ভাষায় ‘আমা’ শব্দের অর্থ ‘মা’ আর ‘দাবালাম’ অর্থ ‘নেকলেস’ বা ‘গলার হার’। খাড়া ও ঢালু দেয়ালের জন্য এই পর্বত ‘হিমালয়ের ম্যাটারহর্ন’ নামেও পরিচিত। নেপালের এক রুপির ব্যাংক নোটে এই পর্বতের ছবি আছে।
নেপালের স্থানীয় সময় গত মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে পর্বতের শিখরে লাল-সবুজের পতাকা উড়ান তরুণ পর্বতারোহী মো. বাবর আলী। চট্টগ্রামের এই তরুণ পেশায় চিকিৎসক হলেও তিনি নিজেকে পাহাড়প্রেমী হিসেবেই পরিচয় দিতে ভালোবাসেন। ২০১৪ সালে প্রতিষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন তিনি।
‘আমা দাবালাম’ পাহাড় অভিযানের সমন্বয়ক ফারহান জামান জানান, গত ৯ অক্টোবর নেপালের উদ্দেশে দেশত্যাগ করেন বাবর। ১১ অক্টোবর প্রয়োজনীয় অনুমতি এবং অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করলেও বাঁধা হয়ে দাঁড়ায় আবহাওয়া। বৈরী আবহাওয়ার কারণে কাঠমান্ডু থেকে নিয়মিত লুকলার বিমান বন্ধ হয়ে যায়। বাবর পরদিন সড়ক পথে যাত্রা করেন বেসক্যাম্পের পথে। কিছু পথ গাড়িতে এবং বাকীপথ হেঁটে তিনি ১৯ অক্টোবর পৌঁছান আমা দাবালাম বেসক্যাম্পে। বেসক্যাম্পে একদিন বিশ্রাম নিয়ে তিনি ঘুরে আসেন ক্যাম্প-১ থেকে, যা উচ্চতায় স্বল্প অক্সিজেন থাকা আবহাওয়ায় শরীরকে মানিয়ে নেওয়ার জন্য অতীব প্রয়োজনীয়।
২৩ অক্টোবর ভোরে বেসক্যাম্প থেকে যাত্রা শুরু করে আবারও ওঠেন ক্যাম্প-১ এ এবং পরদিন উঠে যান ক্যাম্প-২ এ। ২৫ অক্টোবর রাত ১২টা ১৫ মিনিটে শুরু হয় তার চূড়ার লক্ষ্যে চূড়ান্ত চেষ্টা। ভোরে তিনি পর্বতের শীর্ষে পৌঁছান। ২৬ অক্টোবর বিকেলে তিনি বেসক্যাম্পে নেমে আসেন সুস্থ অবস্থায়। পুরো পথেই তার সঙ্গে ছিলেন তার পর্বতারোহী বন্ধু ও গাইড বীরে তামাং।
বাবর বলেন, ‘এটা সত্যিকার অর্থেই পর্বতারোহীদের পর্বত।’
উল্লেখ্য, এই অভিযান বাবর আলীর নিজস্ব অর্থায়নে পরিচালিত এবং সার্বিক সহযোগিতায় ছিল তারই ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স।

প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের ২২ হাজার ৩৪৯ ফুট উচ্চতার অনিন্দ্য সুন্দর ও অন্যতম টেকনিক্যাল পর্বত ‘আমা দাবালাম’ জয় করেছেন বাংলাদেশি যুবক মো. বাবর আলী। নেপালি ভাষায় ‘আমা’ শব্দের অর্থ ‘মা’ আর ‘দাবালাম’ অর্থ ‘নেকলেস’ বা ‘গলার হার’। খাড়া ও ঢালু দেয়ালের জন্য এই পর্বত ‘হিমালয়ের ম্যাটারহর্ন’ নামেও পরিচিত। নেপালের এক রুপির ব্যাংক নোটে এই পর্বতের ছবি আছে।
নেপালের স্থানীয় সময় গত মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে পর্বতের শিখরে লাল-সবুজের পতাকা উড়ান তরুণ পর্বতারোহী মো. বাবর আলী। চট্টগ্রামের এই তরুণ পেশায় চিকিৎসক হলেও তিনি নিজেকে পাহাড়প্রেমী হিসেবেই পরিচয় দিতে ভালোবাসেন। ২০১৪ সালে প্রতিষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন তিনি।
‘আমা দাবালাম’ পাহাড় অভিযানের সমন্বয়ক ফারহান জামান জানান, গত ৯ অক্টোবর নেপালের উদ্দেশে দেশত্যাগ করেন বাবর। ১১ অক্টোবর প্রয়োজনীয় অনুমতি এবং অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করলেও বাঁধা হয়ে দাঁড়ায় আবহাওয়া। বৈরী আবহাওয়ার কারণে কাঠমান্ডু থেকে নিয়মিত লুকলার বিমান বন্ধ হয়ে যায়। বাবর পরদিন সড়ক পথে যাত্রা করেন বেসক্যাম্পের পথে। কিছু পথ গাড়িতে এবং বাকীপথ হেঁটে তিনি ১৯ অক্টোবর পৌঁছান আমা দাবালাম বেসক্যাম্পে। বেসক্যাম্পে একদিন বিশ্রাম নিয়ে তিনি ঘুরে আসেন ক্যাম্প-১ থেকে, যা উচ্চতায় স্বল্প অক্সিজেন থাকা আবহাওয়ায় শরীরকে মানিয়ে নেওয়ার জন্য অতীব প্রয়োজনীয়।
২৩ অক্টোবর ভোরে বেসক্যাম্প থেকে যাত্রা শুরু করে আবারও ওঠেন ক্যাম্প-১ এ এবং পরদিন উঠে যান ক্যাম্প-২ এ। ২৫ অক্টোবর রাত ১২টা ১৫ মিনিটে শুরু হয় তার চূড়ার লক্ষ্যে চূড়ান্ত চেষ্টা। ভোরে তিনি পর্বতের শীর্ষে পৌঁছান। ২৬ অক্টোবর বিকেলে তিনি বেসক্যাম্পে নেমে আসেন সুস্থ অবস্থায়। পুরো পথেই তার সঙ্গে ছিলেন তার পর্বতারোহী বন্ধু ও গাইড বীরে তামাং।
বাবর বলেন, ‘এটা সত্যিকার অর্থেই পর্বতারোহীদের পর্বত।’
উল্লেখ্য, এই অভিযান বাবর আলীর নিজস্ব অর্থায়নে পরিচালিত এবং সার্বিক সহযোগিতায় ছিল তারই ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স।

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
২ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
২ ঘণ্টা আগে