হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে নোয়াখালী হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের মাঠ-ঘাট। গত তিন দিন ধরে বিস্তীর্ণ এলাকা দিনে ও রাতে প্রায় চার ঘণ্টা করে সাত ফুট পানির নিচে ডুবে থাকে। বেড়িবাঁধ না থাকায় খুব সহজে এই ইউনিয়নের লোকালয়ে চলে আসে জোয়ারের পানি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিঝুম দ্বীপ বন্দরটিলা ঘাট থেকে নামারবাজার পর্যন্ত প্রধান সড়কটি তিন ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। ওই সড়ক দিয়ে চলাচলকারী মোটরসাইকেল ও যাত্রীবাহী গাড়িগুলোকে অনেক কষ্ট করে চলাচল করতে হচ্ছে। কোথাও কোথাও চালকেরা হেঁটে হেঁটে রাস্তা পারাপার হচ্ছেন।
নিঝুম দ্বীপে কর্মরত দ্বীপ উন্নয়ন সংস্থার সমন্বয়কারী নুর নবী বলেন, জোয়ারের সময় প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। প্রতিদিন বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত জোয়ারের পানিতে ডুবে থাকে পুরো সড়ক। কেউ জরুরি প্রয়োজনে ইচ্ছা থাকলেও দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করতে পারেন না।
নিঝুম দ্বীপের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কেফায়েত উল্যা বলেন, বেড়িবাঁধ না থাকায় স্বাভাবিকের চেয়ে একটু বেশি জোয়ার হলে তলিয়ে যায় নিঝুম দ্বীপের অধিকাংশ ওয়ার্ড। গত কয়েক দিনে জোয়ারের পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ভেঙে গেছে প্রধান সড়কের অনেক জায়গা। জোয়ারের পানি নেমে গেলে দেখা যায় সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
শুধু তাই নয়, নিঝুম দ্বীপে ছোটবড় ৫০টি মৎস্য খামার রয়েছে। গত কয়েক দিনে জোয়ারে সব কটি খামার পানির নিচে তলিয়ে গেছে। ভেসে গেছে ওই সব খামারের লাখ টাকার মাছ।
নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, নিঝুম দ্বীপ ইউনিয়নটির অবস্থান সাগরপাড়ে। সেখানে নেই বেড়িবাঁধ। এতে চারপাশ থেকে একসঙ্গে জোয়ারের পানি প্লাবিত হয়। কোথাও কোথাও জোয়ারের পানি নামতে না নামতে পুনরায় জোয়ার চলে আসে। এখানকার মানুষকে জোয়ার আসার আগেই তাঁদের দৈনন্দিন কাজ শেষ করতে হয়।
চেয়ারম্যান আরও বলেন, ‘নিচু এলাকার লোকজন অনেক কষ্ট করে বসবাস করছেন। আমাদের খুবই কঠিন সময় পার করতে হচ্ছে। এ নিয়ে সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।’

অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে নোয়াখালী হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের মাঠ-ঘাট। গত তিন দিন ধরে বিস্তীর্ণ এলাকা দিনে ও রাতে প্রায় চার ঘণ্টা করে সাত ফুট পানির নিচে ডুবে থাকে। বেড়িবাঁধ না থাকায় খুব সহজে এই ইউনিয়নের লোকালয়ে চলে আসে জোয়ারের পানি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিঝুম দ্বীপ বন্দরটিলা ঘাট থেকে নামারবাজার পর্যন্ত প্রধান সড়কটি তিন ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। ওই সড়ক দিয়ে চলাচলকারী মোটরসাইকেল ও যাত্রীবাহী গাড়িগুলোকে অনেক কষ্ট করে চলাচল করতে হচ্ছে। কোথাও কোথাও চালকেরা হেঁটে হেঁটে রাস্তা পারাপার হচ্ছেন।
নিঝুম দ্বীপে কর্মরত দ্বীপ উন্নয়ন সংস্থার সমন্বয়কারী নুর নবী বলেন, জোয়ারের সময় প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। প্রতিদিন বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত জোয়ারের পানিতে ডুবে থাকে পুরো সড়ক। কেউ জরুরি প্রয়োজনে ইচ্ছা থাকলেও দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করতে পারেন না।
নিঝুম দ্বীপের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কেফায়েত উল্যা বলেন, বেড়িবাঁধ না থাকায় স্বাভাবিকের চেয়ে একটু বেশি জোয়ার হলে তলিয়ে যায় নিঝুম দ্বীপের অধিকাংশ ওয়ার্ড। গত কয়েক দিনে জোয়ারের পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ভেঙে গেছে প্রধান সড়কের অনেক জায়গা। জোয়ারের পানি নেমে গেলে দেখা যায় সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
শুধু তাই নয়, নিঝুম দ্বীপে ছোটবড় ৫০টি মৎস্য খামার রয়েছে। গত কয়েক দিনে জোয়ারে সব কটি খামার পানির নিচে তলিয়ে গেছে। ভেসে গেছে ওই সব খামারের লাখ টাকার মাছ।
নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, নিঝুম দ্বীপ ইউনিয়নটির অবস্থান সাগরপাড়ে। সেখানে নেই বেড়িবাঁধ। এতে চারপাশ থেকে একসঙ্গে জোয়ারের পানি প্লাবিত হয়। কোথাও কোথাও জোয়ারের পানি নামতে না নামতে পুনরায় জোয়ার চলে আসে। এখানকার মানুষকে জোয়ার আসার আগেই তাঁদের দৈনন্দিন কাজ শেষ করতে হয়।
চেয়ারম্যান আরও বলেন, ‘নিচু এলাকার লোকজন অনেক কষ্ট করে বসবাস করছেন। আমাদের খুবই কঠিন সময় পার করতে হচ্ছে। এ নিয়ে সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে