সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এস এম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। হামলায় আহত প্রধান শিক্ষকের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে শনিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর।
আসামিরা হলেন শাহাজাহান বাদশা ওরফে বাদশা (৩৮), শফিকুল ইসলাম (৪৫), হেলাল উদ্দিন হৃদয় (৩৮), আমজাদ হোসেন (৩৮), আশিকুর রহমান (৩৫), ওসমান ওরফে ডাকাত ওসমান (৩৮), কামরুল হাসান রিদোয়ান (৩৫), সাইদুল হক সাদু (৫৫), রফিক উল্লাহ হামিদী (৫৮) ও ইমাম হোসেন (৩০)। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫ জনকে। আসমিরা সবাই জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, এস এম পাইলট উচ্চবিদ্যালয়ের অধীনে থাকা ৩০টি দোকানের ভাড়ার টাকা প্রতি মাসে স্কুল ফান্ডে জমা রাখা হতো। আর সে টাকা ব্যয় করা হতো বিদ্যালয়ের উন্নয়নকাজে। কিন্তু সম্প্রতি স্থানীয় কয়েক ব্যক্তি ভাড়ার টাকা থেকে চাঁদা দাবির পাশাপাশি বিদ্যালয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। তাঁদের বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় আসামিরা বসতঘরের দরজা ভেঙে প্রধান শিক্ষকের কক্ষে ঢোকে। পরে তারা আলমারির দরজা ভেঙে স্বর্ণালংকার, টাকাসহ তিনটি মোবাইল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা প্রধান শিক্ষককে ঘর থেকে উঠিয়ে বাইরে নিয়ে যায়। পরে তারা তাকে উপর্যুপরি পিটিয়ে ও ছুরিকাঘাতের মাধ্যমে গুরুতর আহত করে পালিয়ে যায়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জঙ্গল সলিমপুর এস এম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বসতঘরে লুটপাট ও হামলার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা হবে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এস এম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। হামলায় আহত প্রধান শিক্ষকের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে শনিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর।
আসামিরা হলেন শাহাজাহান বাদশা ওরফে বাদশা (৩৮), শফিকুল ইসলাম (৪৫), হেলাল উদ্দিন হৃদয় (৩৮), আমজাদ হোসেন (৩৮), আশিকুর রহমান (৩৫), ওসমান ওরফে ডাকাত ওসমান (৩৮), কামরুল হাসান রিদোয়ান (৩৫), সাইদুল হক সাদু (৫৫), রফিক উল্লাহ হামিদী (৫৮) ও ইমাম হোসেন (৩০)। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫ জনকে। আসমিরা সবাই জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, এস এম পাইলট উচ্চবিদ্যালয়ের অধীনে থাকা ৩০টি দোকানের ভাড়ার টাকা প্রতি মাসে স্কুল ফান্ডে জমা রাখা হতো। আর সে টাকা ব্যয় করা হতো বিদ্যালয়ের উন্নয়নকাজে। কিন্তু সম্প্রতি স্থানীয় কয়েক ব্যক্তি ভাড়ার টাকা থেকে চাঁদা দাবির পাশাপাশি বিদ্যালয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। তাঁদের বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় আসামিরা বসতঘরের দরজা ভেঙে প্রধান শিক্ষকের কক্ষে ঢোকে। পরে তারা আলমারির দরজা ভেঙে স্বর্ণালংকার, টাকাসহ তিনটি মোবাইল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা প্রধান শিক্ষককে ঘর থেকে উঠিয়ে বাইরে নিয়ে যায়। পরে তারা তাকে উপর্যুপরি পিটিয়ে ও ছুরিকাঘাতের মাধ্যমে গুরুতর আহত করে পালিয়ে যায়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জঙ্গল সলিমপুর এস এম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বসতঘরে লুটপাট ও হামলার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা হবে।

বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এর ফলে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
৮ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
৩৩ মিনিট আগে