কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ শিকারের সময় একটি নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের কাছাকাছি নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করা হয়।
অপহৃত জেলেরা হলেন শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাছান (৩০), আব্দু রকিম (২০), মোহাম্মদ জাবের (২৬) ও মোহাম্মদ হাসান (১৬)।
শাহপরীর দ্বীপ কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব বলেন, সকালে চার জেলে নৌকা নিয়ে নাফ নদীর মোহনায় মাছ ধরতে নামেন। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি স্পিডবোটে করে আসা লোকজন অস্ত্রের মুখে তাঁদের নৌকাটিকে ঘিরে ফেলে। পরে নৌকাসহ জেলে নিয়ে মিয়ানমারের দিকে চলে যায় স্পিডবোটটি। ঘটনাটি স্থানীয়দের কাছ থেকে কোস্ট গার্ড জানতে পেরেছে। পরে বিষয়টি কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি বিজিবি ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
শাহপরীর দ্বীপের নৌকা মালিক সমিতির সভাপতি বশির আহমেদ বলেন, চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বিষয়টি বিজিবিসহ স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ফেরত আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তিনি বলেন, মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে টানা ১১ মাস সংঘাতের পর গত ৮ ডিসেম্বের রাখাইন রাজ্যের মোংডু টাউনশিপ নিয়ন্ত্রণে নেয় আরাকান আর্মি। এর পর থেকে নাফ নদীতে তাদের জলসীমানায় নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ধারণা করা হচ্ছে, আরাকান আর্মির লোকজনই বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে।

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ শিকারের সময় একটি নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের কাছাকাছি নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করা হয়।
অপহৃত জেলেরা হলেন শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাছান (৩০), আব্দু রকিম (২০), মোহাম্মদ জাবের (২৬) ও মোহাম্মদ হাসান (১৬)।
শাহপরীর দ্বীপ কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব বলেন, সকালে চার জেলে নৌকা নিয়ে নাফ নদীর মোহনায় মাছ ধরতে নামেন। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি স্পিডবোটে করে আসা লোকজন অস্ত্রের মুখে তাঁদের নৌকাটিকে ঘিরে ফেলে। পরে নৌকাসহ জেলে নিয়ে মিয়ানমারের দিকে চলে যায় স্পিডবোটটি। ঘটনাটি স্থানীয়দের কাছ থেকে কোস্ট গার্ড জানতে পেরেছে। পরে বিষয়টি কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি বিজিবি ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
শাহপরীর দ্বীপের নৌকা মালিক সমিতির সভাপতি বশির আহমেদ বলেন, চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বিষয়টি বিজিবিসহ স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ফেরত আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তিনি বলেন, মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে টানা ১১ মাস সংঘাতের পর গত ৮ ডিসেম্বের রাখাইন রাজ্যের মোংডু টাউনশিপ নিয়ন্ত্রণে নেয় আরাকান আর্মি। এর পর থেকে নাফ নদীতে তাদের জলসীমানায় নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ধারণা করা হচ্ছে, আরাকান আর্মির লোকজনই বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে