কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের পর্যটন জোনের কলাতলীতে স্পা পরিচালনার আড়ালে পতিতাবৃত্তি, পর্যটকদের ব্ল্যাকমেলের এবং ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এ তথ্য জানান।
গতকাল রোববার রাতে শহরের কলাতলীর একটি হোটেল ও কটেজ জোনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের অতিরিক্ত ডিআইজি বলেন, ‘কলাতলী মোড়ে বিচ ওয়ার্ল্ড নামে একটি হোটেলের গোপন কক্ষ থেকে কথিত স্পা সেন্টার থেকে পাঁচ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পতিতাবৃত্তি ও পর্যটকদের ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।’
তিনি বলেন, ‘টুরিস্ট পুলিশের কাছে তথ্য ছিল, বিচ ওয়ার্ল্ডে এক ভুয়া সাংবাদিকের একটি স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলছে। সেখানে অভিযানে চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘সাংস্কৃতিক কেন্দ্রের সামনের কটেজ জোনের একটি সাইনবোর্ডবিহীন কটেজের গোপন আস্তানা থেকে ২১ জন নারী ও ১২ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি, পর্যটকদের ব্ল্যাকমেল, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত।’
তিনি বলেন, ‘নারী-পুরুষের সংঘবদ্ধ চক্র অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। এতে পর্যটন শিল্পের দুর্নাম হচ্ছে। এ কারণে অপরাধীদের ধরতে টুরিস্ট পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে।’
গ্রেপ্তার ৩৮ নারী-পুরুষের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কক্সবাজার শহরের পর্যটন জোনের কলাতলীতে স্পা পরিচালনার আড়ালে পতিতাবৃত্তি, পর্যটকদের ব্ল্যাকমেলের এবং ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এ তথ্য জানান।
গতকাল রোববার রাতে শহরের কলাতলীর একটি হোটেল ও কটেজ জোনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের অতিরিক্ত ডিআইজি বলেন, ‘কলাতলী মোড়ে বিচ ওয়ার্ল্ড নামে একটি হোটেলের গোপন কক্ষ থেকে কথিত স্পা সেন্টার থেকে পাঁচ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পতিতাবৃত্তি ও পর্যটকদের ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।’
তিনি বলেন, ‘টুরিস্ট পুলিশের কাছে তথ্য ছিল, বিচ ওয়ার্ল্ডে এক ভুয়া সাংবাদিকের একটি স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলছে। সেখানে অভিযানে চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘সাংস্কৃতিক কেন্দ্রের সামনের কটেজ জোনের একটি সাইনবোর্ডবিহীন কটেজের গোপন আস্তানা থেকে ২১ জন নারী ও ১২ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি, পর্যটকদের ব্ল্যাকমেল, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত।’
তিনি বলেন, ‘নারী-পুরুষের সংঘবদ্ধ চক্র অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। এতে পর্যটন শিল্পের দুর্নাম হচ্ছে। এ কারণে অপরাধীদের ধরতে টুরিস্ট পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে।’
গ্রেপ্তার ৩৮ নারী-পুরুষের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
৩৬ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
৪১ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
১ ঘণ্টা আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে