নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের ঘুমধুম পয়েন্টে দুদিন বন্ধ থাকার পর ৩৮ ও ৩৯ নম্বর পিলার সংলগ্ন এলাকায় আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে পরপর ১৫ রাউন্ড মর্টারশেলের শব্দ ভেসে আসে বাংলাদেশের বাইশফাঁড়িসহ আশপাশের গ্রামগুলোতে। একই পয়েন্টে একইদিন বিকেলে ভারী গোলাবর্ষণের বিকট আওয়াজ পাওয়া যায়। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন স্থানীয়রা।
সীমান্তের ৩৯ নম্বর পিলার নিকটবর্তী এলাকায় বসবাসরত হাফেজ আহমদ, আবদুর রহিম ও জুহুরা বেগম জানান, প্রতিনিয়ত গোলাগুলির মধ্যে ভয়ে ভয়ে রাত কাটাচ্ছেন তাঁরা। সচরাচর প্রায় দিনই গভীর রাত পর্যন্ত গোলাগুলি চলে। ফলে রাত ১টার আগে ঘুমাতে পারেন না তাঁরা। গতকাল বুধবার রাতেও ১টার পর ঘুমাতে যান তাঁরা। কিন্তু বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় হঠাৎ ৩৯ পিলার সীমান্তের কাছাকাছি এলাকায় বিকট গোলাগুলির শব্দে ঘুম ভাঙে তাদের। এ সময় পরপর ১৫ / ২০ রাউন্ড মর্টারশেলের আওয়াজ শুনতে পান তাঁরা।
এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ বলেন, ‘গোলাগুলি দুদিন বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল থেকে আবারও গোলাগুলি হচ্ছে সীমান্তে।’
এদিকে, তুমব্রু পশ্চিম কূল এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির তুমব্রু বিওপির জোয়ানেরা ২৯টি মহিষ জব্দ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর এসব মহিষ মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।
বিজিবির একটি সূত্র জানিয়েছে, সীমান্তের ৩৩ নম্বর পিলার এবং ৩৪ নম্বর পিলারের মাঝামাঝি পয়েন্ট থেকে মহিষগুলো জব্দ করা হয়েছে। মহিষগুলো সংশ্লিষ্ট দপ্তরে সোপর্দের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের ঘুমধুম পয়েন্টে দুদিন বন্ধ থাকার পর ৩৮ ও ৩৯ নম্বর পিলার সংলগ্ন এলাকায় আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে পরপর ১৫ রাউন্ড মর্টারশেলের শব্দ ভেসে আসে বাংলাদেশের বাইশফাঁড়িসহ আশপাশের গ্রামগুলোতে। একই পয়েন্টে একইদিন বিকেলে ভারী গোলাবর্ষণের বিকট আওয়াজ পাওয়া যায়। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন স্থানীয়রা।
সীমান্তের ৩৯ নম্বর পিলার নিকটবর্তী এলাকায় বসবাসরত হাফেজ আহমদ, আবদুর রহিম ও জুহুরা বেগম জানান, প্রতিনিয়ত গোলাগুলির মধ্যে ভয়ে ভয়ে রাত কাটাচ্ছেন তাঁরা। সচরাচর প্রায় দিনই গভীর রাত পর্যন্ত গোলাগুলি চলে। ফলে রাত ১টার আগে ঘুমাতে পারেন না তাঁরা। গতকাল বুধবার রাতেও ১টার পর ঘুমাতে যান তাঁরা। কিন্তু বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় হঠাৎ ৩৯ পিলার সীমান্তের কাছাকাছি এলাকায় বিকট গোলাগুলির শব্দে ঘুম ভাঙে তাদের। এ সময় পরপর ১৫ / ২০ রাউন্ড মর্টারশেলের আওয়াজ শুনতে পান তাঁরা।
এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ বলেন, ‘গোলাগুলি দুদিন বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল থেকে আবারও গোলাগুলি হচ্ছে সীমান্তে।’
এদিকে, তুমব্রু পশ্চিম কূল এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির তুমব্রু বিওপির জোয়ানেরা ২৯টি মহিষ জব্দ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর এসব মহিষ মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।
বিজিবির একটি সূত্র জানিয়েছে, সীমান্তের ৩৩ নম্বর পিলার এবং ৩৪ নম্বর পিলারের মাঝামাঝি পয়েন্ট থেকে মহিষগুলো জব্দ করা হয়েছে। মহিষগুলো সংশ্লিষ্ট দপ্তরে সোপর্দের প্রক্রিয়া চলছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে