নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের ঘুমধুম পয়েন্টে দুদিন বন্ধ থাকার পর ৩৮ ও ৩৯ নম্বর পিলার সংলগ্ন এলাকায় আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে পরপর ১৫ রাউন্ড মর্টারশেলের শব্দ ভেসে আসে বাংলাদেশের বাইশফাঁড়িসহ আশপাশের গ্রামগুলোতে। একই পয়েন্টে একইদিন বিকেলে ভারী গোলাবর্ষণের বিকট আওয়াজ পাওয়া যায়। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন স্থানীয়রা।
সীমান্তের ৩৯ নম্বর পিলার নিকটবর্তী এলাকায় বসবাসরত হাফেজ আহমদ, আবদুর রহিম ও জুহুরা বেগম জানান, প্রতিনিয়ত গোলাগুলির মধ্যে ভয়ে ভয়ে রাত কাটাচ্ছেন তাঁরা। সচরাচর প্রায় দিনই গভীর রাত পর্যন্ত গোলাগুলি চলে। ফলে রাত ১টার আগে ঘুমাতে পারেন না তাঁরা। গতকাল বুধবার রাতেও ১টার পর ঘুমাতে যান তাঁরা। কিন্তু বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় হঠাৎ ৩৯ পিলার সীমান্তের কাছাকাছি এলাকায় বিকট গোলাগুলির শব্দে ঘুম ভাঙে তাদের। এ সময় পরপর ১৫ / ২০ রাউন্ড মর্টারশেলের আওয়াজ শুনতে পান তাঁরা।
এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ বলেন, ‘গোলাগুলি দুদিন বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল থেকে আবারও গোলাগুলি হচ্ছে সীমান্তে।’
এদিকে, তুমব্রু পশ্চিম কূল এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির তুমব্রু বিওপির জোয়ানেরা ২৯টি মহিষ জব্দ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর এসব মহিষ মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।
বিজিবির একটি সূত্র জানিয়েছে, সীমান্তের ৩৩ নম্বর পিলার এবং ৩৪ নম্বর পিলারের মাঝামাঝি পয়েন্ট থেকে মহিষগুলো জব্দ করা হয়েছে। মহিষগুলো সংশ্লিষ্ট দপ্তরে সোপর্দের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের ঘুমধুম পয়েন্টে দুদিন বন্ধ থাকার পর ৩৮ ও ৩৯ নম্বর পিলার সংলগ্ন এলাকায় আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে পরপর ১৫ রাউন্ড মর্টারশেলের শব্দ ভেসে আসে বাংলাদেশের বাইশফাঁড়িসহ আশপাশের গ্রামগুলোতে। একই পয়েন্টে একইদিন বিকেলে ভারী গোলাবর্ষণের বিকট আওয়াজ পাওয়া যায়। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন স্থানীয়রা।
সীমান্তের ৩৯ নম্বর পিলার নিকটবর্তী এলাকায় বসবাসরত হাফেজ আহমদ, আবদুর রহিম ও জুহুরা বেগম জানান, প্রতিনিয়ত গোলাগুলির মধ্যে ভয়ে ভয়ে রাত কাটাচ্ছেন তাঁরা। সচরাচর প্রায় দিনই গভীর রাত পর্যন্ত গোলাগুলি চলে। ফলে রাত ১টার আগে ঘুমাতে পারেন না তাঁরা। গতকাল বুধবার রাতেও ১টার পর ঘুমাতে যান তাঁরা। কিন্তু বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় হঠাৎ ৩৯ পিলার সীমান্তের কাছাকাছি এলাকায় বিকট গোলাগুলির শব্দে ঘুম ভাঙে তাদের। এ সময় পরপর ১৫ / ২০ রাউন্ড মর্টারশেলের আওয়াজ শুনতে পান তাঁরা।
এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ বলেন, ‘গোলাগুলি দুদিন বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল থেকে আবারও গোলাগুলি হচ্ছে সীমান্তে।’
এদিকে, তুমব্রু পশ্চিম কূল এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির তুমব্রু বিওপির জোয়ানেরা ২৯টি মহিষ জব্দ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর এসব মহিষ মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।
বিজিবির একটি সূত্র জানিয়েছে, সীমান্তের ৩৩ নম্বর পিলার এবং ৩৪ নম্বর পিলারের মাঝামাঝি পয়েন্ট থেকে মহিষগুলো জব্দ করা হয়েছে। মহিষগুলো সংশ্লিষ্ট দপ্তরে সোপর্দের প্রক্রিয়া চলছে।

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় ঝুমা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শহরের ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গৃহবধূর লাশ নেওয়া হয় ভৈরব থানায়। থানায় লাশ রেখেই বিকেলে ৪ লাখ টাকায় রফাদফা হয়েছে বলে জানান রোগীর স্বজন রাশেদ মিয়া।
৪ মিনিট আগে
কুমিল্লার হোমনায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীমদ্দি গ্রামের নাথবাড়ির প্রয়াত সানু দাসের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রুপা ও ২০ হাজার টাকা লুটে নিয়েছে।
৯ মিনিট আগে
সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু বাহিনী। গতকাল শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাঁদের অপহরণ করা হয়। শনিবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হয়।
১৩ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
৪৩ মিনিট আগে