নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের ঘুমধুম পয়েন্টে দুদিন বন্ধ থাকার পর ৩৮ ও ৩৯ নম্বর পিলার সংলগ্ন এলাকায় আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে পরপর ১৫ রাউন্ড মর্টারশেলের শব্দ ভেসে আসে বাংলাদেশের বাইশফাঁড়িসহ আশপাশের গ্রামগুলোতে। একই পয়েন্টে একইদিন বিকেলে ভারী গোলাবর্ষণের বিকট আওয়াজ পাওয়া যায়। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন স্থানীয়রা।
সীমান্তের ৩৯ নম্বর পিলার নিকটবর্তী এলাকায় বসবাসরত হাফেজ আহমদ, আবদুর রহিম ও জুহুরা বেগম জানান, প্রতিনিয়ত গোলাগুলির মধ্যে ভয়ে ভয়ে রাত কাটাচ্ছেন তাঁরা। সচরাচর প্রায় দিনই গভীর রাত পর্যন্ত গোলাগুলি চলে। ফলে রাত ১টার আগে ঘুমাতে পারেন না তাঁরা। গতকাল বুধবার রাতেও ১টার পর ঘুমাতে যান তাঁরা। কিন্তু বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় হঠাৎ ৩৯ পিলার সীমান্তের কাছাকাছি এলাকায় বিকট গোলাগুলির শব্দে ঘুম ভাঙে তাদের। এ সময় পরপর ১৫ / ২০ রাউন্ড মর্টারশেলের আওয়াজ শুনতে পান তাঁরা।
এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ বলেন, ‘গোলাগুলি দুদিন বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল থেকে আবারও গোলাগুলি হচ্ছে সীমান্তে।’
এদিকে, তুমব্রু পশ্চিম কূল এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির তুমব্রু বিওপির জোয়ানেরা ২৯টি মহিষ জব্দ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর এসব মহিষ মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।
বিজিবির একটি সূত্র জানিয়েছে, সীমান্তের ৩৩ নম্বর পিলার এবং ৩৪ নম্বর পিলারের মাঝামাঝি পয়েন্ট থেকে মহিষগুলো জব্দ করা হয়েছে। মহিষগুলো সংশ্লিষ্ট দপ্তরে সোপর্দের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের ঘুমধুম পয়েন্টে দুদিন বন্ধ থাকার পর ৩৮ ও ৩৯ নম্বর পিলার সংলগ্ন এলাকায় আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে পরপর ১৫ রাউন্ড মর্টারশেলের শব্দ ভেসে আসে বাংলাদেশের বাইশফাঁড়িসহ আশপাশের গ্রামগুলোতে। একই পয়েন্টে একইদিন বিকেলে ভারী গোলাবর্ষণের বিকট আওয়াজ পাওয়া যায়। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন স্থানীয়রা।
সীমান্তের ৩৯ নম্বর পিলার নিকটবর্তী এলাকায় বসবাসরত হাফেজ আহমদ, আবদুর রহিম ও জুহুরা বেগম জানান, প্রতিনিয়ত গোলাগুলির মধ্যে ভয়ে ভয়ে রাত কাটাচ্ছেন তাঁরা। সচরাচর প্রায় দিনই গভীর রাত পর্যন্ত গোলাগুলি চলে। ফলে রাত ১টার আগে ঘুমাতে পারেন না তাঁরা। গতকাল বুধবার রাতেও ১টার পর ঘুমাতে যান তাঁরা। কিন্তু বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় হঠাৎ ৩৯ পিলার সীমান্তের কাছাকাছি এলাকায় বিকট গোলাগুলির শব্দে ঘুম ভাঙে তাদের। এ সময় পরপর ১৫ / ২০ রাউন্ড মর্টারশেলের আওয়াজ শুনতে পান তাঁরা।
এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ বলেন, ‘গোলাগুলি দুদিন বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল থেকে আবারও গোলাগুলি হচ্ছে সীমান্তে।’
এদিকে, তুমব্রু পশ্চিম কূল এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির তুমব্রু বিওপির জোয়ানেরা ২৯টি মহিষ জব্দ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর এসব মহিষ মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।
বিজিবির একটি সূত্র জানিয়েছে, সীমান্তের ৩৩ নম্বর পিলার এবং ৩৪ নম্বর পিলারের মাঝামাঝি পয়েন্ট থেকে মহিষগুলো জব্দ করা হয়েছে। মহিষগুলো সংশ্লিষ্ট দপ্তরে সোপর্দের প্রক্রিয়া চলছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
৭ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে