নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে আটকা থাকা নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বজনেরা। ইউক্রেনে আটকে পড়া বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যুর খবরে আজ বৃহস্পতিবার দুপুরে বিএসসি ভবনে ছুটে আসেন অন্য নাবিকদের স্বজনেরা।
‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরে নোঙর করার পর বাংলাদেশের ২৯ জন নাবিক ছিলেন। হামলায় একজন মারা যাওয়ায় এখন আটকে আছেন ২৮ নাবিক।
বিএসসি ভবনে আসেন জাহাজটির চিফ ইঞ্জিনিয়ার ওমর ফারুক তুহিনের বাবা, মা, ভাই ও শ্বশুর। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তুহিনের ছোট ভাই ওমর শরিফ। তিনি বলেন, ‘জাহাজে হামলার খবর পাওয়ার পরেই ভাইয়াকে (ওমর ফারুক তুহিন) ফোন করেছিলাম। কিন্তু তাঁকে ফোনে পাইনি। এরপর বিভিন্ন জায়গায় তাঁদের খোঁজ নিতে থাকি। একপর্যায়ে জানতে পারি ভাইয়ের এক সহকর্মী মারা গেছেন। আমি যতটুকু শুনেছি, উনি নেটওয়ার্কের জন্য জাহাজের ডেকে উঠেছিলেন। আসলে এখান থেকে তো ঘটনা অনুধাবন করা সম্ভব নয়। পরে যখন জাহাজে আগুন লাগার ভিডিও দেখলাম, তখন বুঝলাম-আসলে ঘটনা কতটা ভয়ংকর ছিল।’
ওমর শরিফ আরও বলেন, ‘ঘটনার পরপরই আমি বিএসসিসহ সব জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেছি। তবে সব জায়গা থেকে ভালো সাড়া পাইনি। তখন কল করে অনেককেই পাইনি। কিন্তু তখন জাহাজের নাবিকদের বিষয়ে একটা সিদ্ধান্ত দরকার ছিল। কারণ সেখানে একটা টাগবোট আসছিল, তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু সিদ্ধান্ত না থাকায় টাগবোটটি ফিরে গেছে।’
আজ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে-এমন প্রশ্নে ওমর শরিফ বলেন, ‘কথা হয়েছে। সেখানে (ইউক্রেনে) তো এখন অনেক ঠান্ডা। জাহাজে যতটুকু কমপোর্ট, বাইরে ততটুকু কমপোর্ট না। আপনি চাইলেই যে জাহাজ থেকে নেমে বাঙ্কারে যাবেন, সেটাও তো সম্ভব না। আর তারা চাইলে তো নিরাপদ কোথাও যেতে পারছে না।’
জাহাজে আটকা পড়া নাবিকদের আরেকজন মাসুম বিল্লাহ। তাঁর কাছ থেকে হামলার ঘটনা শুনেই বিএসসিতে ছুটে আসেন বাবা ওবায়দুল হক। ফেনীর সোনাগাজী এলাকায় বাড়ি হলেও ওবায়দুল হক থাকেন চট্টগ্রামের কাটগড় এলাকায়।
হামলার পরই ছেলে বার্তা পাঠিয়েছেন জানিয়ে ওবায়দুল হক বলেন, ‘হামলার পর একজন নাবিক মারা গেছেন। স্বাভাবিকভাবেই আমার ছেলেসহ সবাই এখন খুবই আতঙ্কে আছেন। সরকারের কাছে আমার একটাই আবেদন, আমাদের সন্তানদের দ্রুত ফিরিয়ে আনুন।’
নাবিকদের উদ্ধারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে বিএসসি কার্যালয়ে আরও অনেকেই এসেছেন। তাঁদের মধ্যে আছেন জাহাজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের ভায়রা আবদুল্লাহ আল মামুন, নাবিক মো. হানিফের ছেলে মো. কায়সার হামিদ, নাবিক সাজ্জাদ ইবনে আলমের ভাই নজরুল ইসলাম।

‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে আটকা থাকা নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বজনেরা। ইউক্রেনে আটকে পড়া বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যুর খবরে আজ বৃহস্পতিবার দুপুরে বিএসসি ভবনে ছুটে আসেন অন্য নাবিকদের স্বজনেরা।
‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরে নোঙর করার পর বাংলাদেশের ২৯ জন নাবিক ছিলেন। হামলায় একজন মারা যাওয়ায় এখন আটকে আছেন ২৮ নাবিক।
বিএসসি ভবনে আসেন জাহাজটির চিফ ইঞ্জিনিয়ার ওমর ফারুক তুহিনের বাবা, মা, ভাই ও শ্বশুর। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তুহিনের ছোট ভাই ওমর শরিফ। তিনি বলেন, ‘জাহাজে হামলার খবর পাওয়ার পরেই ভাইয়াকে (ওমর ফারুক তুহিন) ফোন করেছিলাম। কিন্তু তাঁকে ফোনে পাইনি। এরপর বিভিন্ন জায়গায় তাঁদের খোঁজ নিতে থাকি। একপর্যায়ে জানতে পারি ভাইয়ের এক সহকর্মী মারা গেছেন। আমি যতটুকু শুনেছি, উনি নেটওয়ার্কের জন্য জাহাজের ডেকে উঠেছিলেন। আসলে এখান থেকে তো ঘটনা অনুধাবন করা সম্ভব নয়। পরে যখন জাহাজে আগুন লাগার ভিডিও দেখলাম, তখন বুঝলাম-আসলে ঘটনা কতটা ভয়ংকর ছিল।’
ওমর শরিফ আরও বলেন, ‘ঘটনার পরপরই আমি বিএসসিসহ সব জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেছি। তবে সব জায়গা থেকে ভালো সাড়া পাইনি। তখন কল করে অনেককেই পাইনি। কিন্তু তখন জাহাজের নাবিকদের বিষয়ে একটা সিদ্ধান্ত দরকার ছিল। কারণ সেখানে একটা টাগবোট আসছিল, তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু সিদ্ধান্ত না থাকায় টাগবোটটি ফিরে গেছে।’
আজ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে-এমন প্রশ্নে ওমর শরিফ বলেন, ‘কথা হয়েছে। সেখানে (ইউক্রেনে) তো এখন অনেক ঠান্ডা। জাহাজে যতটুকু কমপোর্ট, বাইরে ততটুকু কমপোর্ট না। আপনি চাইলেই যে জাহাজ থেকে নেমে বাঙ্কারে যাবেন, সেটাও তো সম্ভব না। আর তারা চাইলে তো নিরাপদ কোথাও যেতে পারছে না।’
জাহাজে আটকা পড়া নাবিকদের আরেকজন মাসুম বিল্লাহ। তাঁর কাছ থেকে হামলার ঘটনা শুনেই বিএসসিতে ছুটে আসেন বাবা ওবায়দুল হক। ফেনীর সোনাগাজী এলাকায় বাড়ি হলেও ওবায়দুল হক থাকেন চট্টগ্রামের কাটগড় এলাকায়।
হামলার পরই ছেলে বার্তা পাঠিয়েছেন জানিয়ে ওবায়দুল হক বলেন, ‘হামলার পর একজন নাবিক মারা গেছেন। স্বাভাবিকভাবেই আমার ছেলেসহ সবাই এখন খুবই আতঙ্কে আছেন। সরকারের কাছে আমার একটাই আবেদন, আমাদের সন্তানদের দ্রুত ফিরিয়ে আনুন।’
নাবিকদের উদ্ধারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে বিএসসি কার্যালয়ে আরও অনেকেই এসেছেন। তাঁদের মধ্যে আছেন জাহাজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের ভায়রা আবদুল্লাহ আল মামুন, নাবিক মো. হানিফের ছেলে মো. কায়সার হামিদ, নাবিক সাজ্জাদ ইবনে আলমের ভাই নজরুল ইসলাম।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৫ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৬ ঘণ্টা আগে