Ajker Patrika

চমেক সংঘর্ষ: এবার প্রতিপক্ষ ছাত্রলীগের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চমেক সংঘর্ষ: এবার প্রতিপক্ষ ছাত্রলীগের মামলা

চমেকে (চট্টগ্রাম মেডিকেল কলেজ) সংঘর্ষের ঘটনায় এবার ছাত্রলীগের আরেকটি গ্রুপের পক্ষ থেকে ২৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টায় চকবাজার থানায় মামলাটি দায়ের করেন চমেক ছাত্রলীগ নেতা মাহামুদুল হাসান। চকবাজার থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সুপ্তা এই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

কলেজটির ৬০ তম এমবিবিএস ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। মামলায় যাদের অভিযুক্ত করা হয়েছে তাঁরা সবাই মেডিকেলের শিক্ষার্থী ও ব্যারিস্টার নওফেল অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মী।

অভিযোগ আনা হয়েছে, গত ২৯ অক্টোবর রাতে চমেক প্রধান ছাত্রাবাসের ৩য় তলায় একটি কক্ষে ঢুকে নাইমুল ইসলাম নামে এক শিক্ষার্থীর ওপর হামলা চালায়। তাঁর মাথায় ধারালো কাচ দিয়ে কোপ দিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনার পর এগিয়ে আসলে মাহফুজুর রহমান মাথায়ও কোপ দেওয়া হয়। পরে মামলার বাদীসহ অন্যান্যরা এগিয়ে আসলেও তাঁদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযুক্তরা ধারালো কিরিচ, ছোরা, হকিস্টিক ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায় বলে জানানো হয়েছে। 

এর আগে গত শুক্রবার ও শনিবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা হয়। শনিবার রাতে নওফেলের অনুসারী ছাত্রলীগ নেতা তৌফিকুর রহমান বাদী হয়ে ১৬ জনের নামে ও অজ্ঞাতনামা ৭ / ৮ জনকে আসামি করে এ মামলা করেন। এ মামলায় ওই দিন রাতেই এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রক্তিম দে (২১) ও এনামুল হোসেন ওরফে সীমান্ত (২১) নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। চমেক হাসপাতাল প্রাঙ্গণে মাহাদি আকিবের ওপর হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ এনেছিলেন তৌফিকুর রহমান। নাছির গ্রুপের ছাত্রলীগের করা মামলায় তৌফিকুরকেও আসামি করা হয়েছে। জানা গেছে, চমেক হাসপাতাল এলাকা ও চমেক প্রধান ছাত্রাবাস পৃথক দুই থানা এলাকায় পড়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

খামেনির ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন ইরানি নারীরা—নেপথ্যে কী?

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত