নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরিশাল শহরে বোমা হামলা চালিয়ে নাশকতার পরিকল্পনা মামলার পলাতক আসামি ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তাঁর নাম মো. এমদাদুল হক ওরফে এমদাদ উল্যাহ (৪৫)। তাঁর বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফেনী জেলার সদর থানার সার্কিট হাউস এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে আজকের পত্রিকাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান।
মোহাম্মদ আসলাম খান বলেন, ফেনী সদর থানার সার্কিট হাউস এলাকায় অভিযান চালিয়ে বরিশাল শহরে নাশকতা মামলার পলাতক আসামিকে ১৭ বছর পর গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বরাত দিয়ে পুলিশ সুপার আসলাম জানান, গ্রেপ্তার এমদাদুল হক ও তাঁর আরও ১২ জন সহযোগীকে নিয়ে বোমার সরঞ্জামাদি দিয়ে বোমা তৈরি করে বরিশাল শহরে নাশকতার পরিকল্পনা করছিলেন।এই ঘটনায় ২০১৭ সালের ৫ এপ্রিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এই মামলার অপর আসামিরা বর্তমানে জামিনে রয়েছেন।
গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আসলাম খান জানান, বরিশাল কোতোয়ালি থানায় নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের পর থেকে এমদাদ উল্যাহ আত্মগোপনে চলে যান। ২০১০ সালে সৌদি আরবে ওমরা ভিসায় গিয়ে ২০১৪ সাল পর্যন্ত সেখানে অবস্থান করেন। অবৈধভাবে অবস্থানের দায়ে জেল খেটে ২০১৪ সালে দেশে ফিরে এসে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে শুরু করেন তিনি। আসামি দীর্ঘ ১৭ বছর ধরে ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। তিনি স্থানীয় মাদ্রাসায় শিক্ষকতা ও ইমামতি করে জঙ্গিবাদে বিস্তার এবং অংশগ্রহণসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

বরিশাল শহরে বোমা হামলা চালিয়ে নাশকতার পরিকল্পনা মামলার পলাতক আসামি ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তাঁর নাম মো. এমদাদুল হক ওরফে এমদাদ উল্যাহ (৪৫)। তাঁর বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফেনী জেলার সদর থানার সার্কিট হাউস এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে আজকের পত্রিকাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান।
মোহাম্মদ আসলাম খান বলেন, ফেনী সদর থানার সার্কিট হাউস এলাকায় অভিযান চালিয়ে বরিশাল শহরে নাশকতা মামলার পলাতক আসামিকে ১৭ বছর পর গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বরাত দিয়ে পুলিশ সুপার আসলাম জানান, গ্রেপ্তার এমদাদুল হক ও তাঁর আরও ১২ জন সহযোগীকে নিয়ে বোমার সরঞ্জামাদি দিয়ে বোমা তৈরি করে বরিশাল শহরে নাশকতার পরিকল্পনা করছিলেন।এই ঘটনায় ২০১৭ সালের ৫ এপ্রিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এই মামলার অপর আসামিরা বর্তমানে জামিনে রয়েছেন।
গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আসলাম খান জানান, বরিশাল কোতোয়ালি থানায় নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের পর থেকে এমদাদ উল্যাহ আত্মগোপনে চলে যান। ২০১০ সালে সৌদি আরবে ওমরা ভিসায় গিয়ে ২০১৪ সাল পর্যন্ত সেখানে অবস্থান করেন। অবৈধভাবে অবস্থানের দায়ে জেল খেটে ২০১৪ সালে দেশে ফিরে এসে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে শুরু করেন তিনি। আসামি দীর্ঘ ১৭ বছর ধরে ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। তিনি স্থানীয় মাদ্রাসায় শিক্ষকতা ও ইমামতি করে জঙ্গিবাদে বিস্তার এবং অংশগ্রহণসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে