সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এ-সংক্রান্ত ৩১টি অভিযোগ জমা পড়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। গত ২৯ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ৯ দিনে বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রার্থীরা। তবে এসবের তদন্ত হয়নি বলেও অভিযোগ রয়েছে তাঁদের।
ফলে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, আচরণবিধি লঙ্ঘন ততই বাড়ছে। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে বলে জানান ভোটারেরা।
এ বিষয়ে সীতাকুণ্ডের ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান বলছেন, ভুক্তভোগী প্রার্থীদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগগুলো থানায় পাঠানো হয়েছে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটও আচরণবিধির বিষয়টি দেখছেন।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বরাবর অভিযোগ করেছেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য প্রার্থী মোহাম্মদ আজম। তিনি বলেন, নির্বাচনী প্রচারে বাধা, ভোটারদের ভয়ভীতি দেখানোর পাশাপাশি পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলেছেন তাঁর প্রতিপক্ষ প্রার্থীর লোকজন। প্রতিপক্ষ প্রার্থী কোনো প্রতিষ্ঠানের শিক্ষক না। তবে তাঁর পোস্টারে মাস্টার উপাধি লিখেছেন।
তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল করিম। তিনি বলেন, ‘এলাকাবাসী তাঁকে মাস্টার নামে ডাকেন। তাই তিনি মাস্টার শব্দটি ব্যবহার করেছেন।’
সোনাইছড়ি ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মোহাম্মদ ইয়াকুব বলেন, প্রতিপক্ষ প্রার্থীর লোকজন তাঁর পোস্টার ছেঁড়ার পাশাপাশি বেশ কয়েকটি ব্যানার পুড়িয়ে দিয়েছেন।
হয়রানি থেকে রেহাই পেতে গত ২৯ অক্টোবর রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ করেছি। তবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বাড়বকুণ্ড ইউপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী জহিরুল ইসলাম বলেন, প্রতিপক্ষের কর্মী-সমর্থকেরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তিনি ও তাঁর কর্মী-সমর্থককে হয়রানি করছেন। ভোটারদের ভয়ভীতি ও কেন্দ্র দখলের হুমকি দিচ্ছেন। তিনি গত সোমবার দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানান।
হাতিলোটা এলাকার মোহাম্মদ রফিক ও জামাল উদ্দিনসহ একাধিক ভোটার বলেন, তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীদের কর্মী-সমর্থকের মধ্যে খারাপ আচরণ পরিলক্ষিত হচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে তাঁদের মনে শঙ্কা তৈরি হয়েছে।
নির্বাচনে দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, এখনো কোনো সুনির্দিষ্ট অভিযোগ রিটার্নিং কর্মকর্তা তাঁর কাছে পাঠাননি। নির্বাচনী এলাকায় গিয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি নজরে পড়লে ব্যবস্থা নিচ্ছেন তিনি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৩১টি অভিযোগ পাঠানো হয়েছে। তাঁরা অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নিচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এ-সংক্রান্ত ৩১টি অভিযোগ জমা পড়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। গত ২৯ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ৯ দিনে বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রার্থীরা। তবে এসবের তদন্ত হয়নি বলেও অভিযোগ রয়েছে তাঁদের।
ফলে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, আচরণবিধি লঙ্ঘন ততই বাড়ছে। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে বলে জানান ভোটারেরা।
এ বিষয়ে সীতাকুণ্ডের ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান বলছেন, ভুক্তভোগী প্রার্থীদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগগুলো থানায় পাঠানো হয়েছে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটও আচরণবিধির বিষয়টি দেখছেন।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বরাবর অভিযোগ করেছেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য প্রার্থী মোহাম্মদ আজম। তিনি বলেন, নির্বাচনী প্রচারে বাধা, ভোটারদের ভয়ভীতি দেখানোর পাশাপাশি পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলেছেন তাঁর প্রতিপক্ষ প্রার্থীর লোকজন। প্রতিপক্ষ প্রার্থী কোনো প্রতিষ্ঠানের শিক্ষক না। তবে তাঁর পোস্টারে মাস্টার উপাধি লিখেছেন।
তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল করিম। তিনি বলেন, ‘এলাকাবাসী তাঁকে মাস্টার নামে ডাকেন। তাই তিনি মাস্টার শব্দটি ব্যবহার করেছেন।’
সোনাইছড়ি ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মোহাম্মদ ইয়াকুব বলেন, প্রতিপক্ষ প্রার্থীর লোকজন তাঁর পোস্টার ছেঁড়ার পাশাপাশি বেশ কয়েকটি ব্যানার পুড়িয়ে দিয়েছেন।
হয়রানি থেকে রেহাই পেতে গত ২৯ অক্টোবর রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ করেছি। তবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বাড়বকুণ্ড ইউপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী জহিরুল ইসলাম বলেন, প্রতিপক্ষের কর্মী-সমর্থকেরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তিনি ও তাঁর কর্মী-সমর্থককে হয়রানি করছেন। ভোটারদের ভয়ভীতি ও কেন্দ্র দখলের হুমকি দিচ্ছেন। তিনি গত সোমবার দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানান।
হাতিলোটা এলাকার মোহাম্মদ রফিক ও জামাল উদ্দিনসহ একাধিক ভোটার বলেন, তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীদের কর্মী-সমর্থকের মধ্যে খারাপ আচরণ পরিলক্ষিত হচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে তাঁদের মনে শঙ্কা তৈরি হয়েছে।
নির্বাচনে দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, এখনো কোনো সুনির্দিষ্ট অভিযোগ রিটার্নিং কর্মকর্তা তাঁর কাছে পাঠাননি। নির্বাচনী এলাকায় গিয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি নজরে পড়লে ব্যবস্থা নিচ্ছেন তিনি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৩১টি অভিযোগ পাঠানো হয়েছে। তাঁরা অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নিচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
৬ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
৪১ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে