কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোটা সংস্কার আন্দোলনকারীকে মারধর করার অভিযোগে এক ছাত্রলীগ কর্মীকে বিভাগের ব্যাচ ও আঞ্চলিক সংগঠন থেকে অবাঞ্ছিত করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। অবাঞ্ছিত হওয়া পারভেজ মোশাররফ বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
তাঁর ব্যাচের শিক্ষার্থীরা ফেসবুকে পোস্টে উল্লেখ করেন, ‘আমরা আইসিটি ১১তম (ভার্সিটি-১৪) ব্যাচের শিক্ষার্থীরা গত ১৫ জুলাই আমাদের সহপাঠী পদার্থবিজ্ঞান-১৪ ব্যাচের আরাফ ভুইয়ার ওপর সংঘটিত হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনা আমাদের সবার মনে অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সৃষ্টি করেছে। উক্ত হামলায় আমাদের ব্যাচের পারভেজ মোশাররফের সংশ্লিষ্টতা জানতে পেরে পূর্বঘোষণা মোতাবেক ও সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক তাঁকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। আমরা পারভেজ মোশারফের সঙ্গে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করলাম।’
এ বিষয় ব্যাচের ক্লাস প্রতিনিধি শাহিন মিয়া বলেন, ‘আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম যে কোটা আন্দোলনকারীদের ওপরে হামলার সঙ্গে কেউ সম্পৃক্ত থাকলে আমরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করব। পারভেজের বিরুদ্ধে এ বিষয় একটি অভিযোগ উঠেছে তাই আমরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করছি।’
এ ছাড়া গাজীপুরের শিক্ষার্থীদের আঞ্চলিক ছাত্র সংগঠন ‘জাগ্রত চৌরঙ্গী’তে তিনি যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ছিলেন। সে পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি ইসরাত জাহান বন্যা।
ইসরাত জাহান বন্যা বলেন, ‘যেহেতু তার নামে আন্দোলনকারীদের মারধর করেছে বলে অভিযোগ রয়েছে, তাই তাকে সংগঠন থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে।’
অভিযুক্ত পারভেজ মোশাররফ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রকৌশল অনুষদের সাংগঠনিক পদের সাবেক নেতা-কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের আগামী কমিটিতে পদপ্রত্যাশী আবু সাদাৎ মো. সায়েমের কর্মী।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোটা সংস্কার আন্দোলনকারীকে মারধর করার অভিযোগে এক ছাত্রলীগ কর্মীকে বিভাগের ব্যাচ ও আঞ্চলিক সংগঠন থেকে অবাঞ্ছিত করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। অবাঞ্ছিত হওয়া পারভেজ মোশাররফ বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
তাঁর ব্যাচের শিক্ষার্থীরা ফেসবুকে পোস্টে উল্লেখ করেন, ‘আমরা আইসিটি ১১তম (ভার্সিটি-১৪) ব্যাচের শিক্ষার্থীরা গত ১৫ জুলাই আমাদের সহপাঠী পদার্থবিজ্ঞান-১৪ ব্যাচের আরাফ ভুইয়ার ওপর সংঘটিত হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনা আমাদের সবার মনে অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সৃষ্টি করেছে। উক্ত হামলায় আমাদের ব্যাচের পারভেজ মোশাররফের সংশ্লিষ্টতা জানতে পেরে পূর্বঘোষণা মোতাবেক ও সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক তাঁকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। আমরা পারভেজ মোশারফের সঙ্গে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করলাম।’
এ বিষয় ব্যাচের ক্লাস প্রতিনিধি শাহিন মিয়া বলেন, ‘আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম যে কোটা আন্দোলনকারীদের ওপরে হামলার সঙ্গে কেউ সম্পৃক্ত থাকলে আমরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করব। পারভেজের বিরুদ্ধে এ বিষয় একটি অভিযোগ উঠেছে তাই আমরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করছি।’
এ ছাড়া গাজীপুরের শিক্ষার্থীদের আঞ্চলিক ছাত্র সংগঠন ‘জাগ্রত চৌরঙ্গী’তে তিনি যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ছিলেন। সে পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি ইসরাত জাহান বন্যা।
ইসরাত জাহান বন্যা বলেন, ‘যেহেতু তার নামে আন্দোলনকারীদের মারধর করেছে বলে অভিযোগ রয়েছে, তাই তাকে সংগঠন থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে।’
অভিযুক্ত পারভেজ মোশাররফ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রকৌশল অনুষদের সাংগঠনিক পদের সাবেক নেতা-কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের আগামী কমিটিতে পদপ্রত্যাশী আবু সাদাৎ মো. সায়েমের কর্মী।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
৩১ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে