সবুজ শর্মা শাকিল, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

মন্দিরের পূজার ঘণ্টা বেজে উঠতেই দুর্গম পাহাড়ের ঘন জঙ্গল ছেড়ে মন্দিরের আশপাশে চলে আসে বানরের দল। মন্দিরে আসা পুণ্যার্থীদের কাছে থাকা ফলমূল খেতে উঁকি দেয়। এ সময় কিছু বানর মন্দিরের ওপর থেকে লাফিয়ে নিচে নেমে হাত পাতে। আর পুণ্যার্থীরা এ অবস্থা দেখে তাঁদের হাতে থাকা ফলমূল কিংবা দোকান থেকে কেনা কলা ছুড়ে দেন বানরের উদ্দেশে। মুহূর্তেই সেগুলো নিয়ে দূরে সরে যায় বানরের দল। চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের পাহাড় চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ ধাম মহাতীর্থের শম্ভুনাথ মন্দিরে এ দৃশ্য নিত্যদিনের।
গত শুক্রবার সরেজমিনে ওই মন্দিরে গিয়ে দেখা যায়, পূজার ফলমূল ও পুণ্যার্থীদের কাছ থেকে খাবারের আশায় মন্দিরের চূড়া ও আশপাশের গাছের ডালপালায় বসে আছে বানরের দল।
মন্দির প্রাঙ্গণের দোকানি তপন চক্রবর্তী তপু বলেন, এক সময় চন্দ্রনাথ পাহাড়ে প্রচুর বানর ও হনুমানের বিচরণ ছিল। কিন্তু গত কয়েক দশকে জনবসতি ও মানুষের কাছাকাছি এসব জীবজন্তুকে আসতে দেখা যায়নি।
পৌর সদরের প্রেমতলার বাসিন্দা সুমন চৌধুরী বলেন, শম্ভুনাথ মন্দিরের চারপাশেই পাহাড়। বানরগুলো লোকালয়ে আসতে ভয় পায়। তাই এ পাহাড়ের তলদেশের মন্দিরে লোকজন দেখে খাদ্যের সন্ধানে আসে।
শম্ভুনাথ মন্দিরের পুরোহিত দীপক চক্রবর্তী বলেন, ভক্তরা পুণ্য সঞ্চয়ের আশায় কলা-আপেলসহ পূজার জন্য আনা ফলমূল বানরদের উদ্দেশে ছুড়ে মারেন।

মন্দিরের পূজার ঘণ্টা বেজে উঠতেই দুর্গম পাহাড়ের ঘন জঙ্গল ছেড়ে মন্দিরের আশপাশে চলে আসে বানরের দল। মন্দিরে আসা পুণ্যার্থীদের কাছে থাকা ফলমূল খেতে উঁকি দেয়। এ সময় কিছু বানর মন্দিরের ওপর থেকে লাফিয়ে নিচে নেমে হাত পাতে। আর পুণ্যার্থীরা এ অবস্থা দেখে তাঁদের হাতে থাকা ফলমূল কিংবা দোকান থেকে কেনা কলা ছুড়ে দেন বানরের উদ্দেশে। মুহূর্তেই সেগুলো নিয়ে দূরে সরে যায় বানরের দল। চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের পাহাড় চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ ধাম মহাতীর্থের শম্ভুনাথ মন্দিরে এ দৃশ্য নিত্যদিনের।
গত শুক্রবার সরেজমিনে ওই মন্দিরে গিয়ে দেখা যায়, পূজার ফলমূল ও পুণ্যার্থীদের কাছ থেকে খাবারের আশায় মন্দিরের চূড়া ও আশপাশের গাছের ডালপালায় বসে আছে বানরের দল।
মন্দির প্রাঙ্গণের দোকানি তপন চক্রবর্তী তপু বলেন, এক সময় চন্দ্রনাথ পাহাড়ে প্রচুর বানর ও হনুমানের বিচরণ ছিল। কিন্তু গত কয়েক দশকে জনবসতি ও মানুষের কাছাকাছি এসব জীবজন্তুকে আসতে দেখা যায়নি।
পৌর সদরের প্রেমতলার বাসিন্দা সুমন চৌধুরী বলেন, শম্ভুনাথ মন্দিরের চারপাশেই পাহাড়। বানরগুলো লোকালয়ে আসতে ভয় পায়। তাই এ পাহাড়ের তলদেশের মন্দিরে লোকজন দেখে খাদ্যের সন্ধানে আসে।
শম্ভুনাথ মন্দিরের পুরোহিত দীপক চক্রবর্তী বলেন, ভক্তরা পুণ্য সঞ্চয়ের আশায় কলা-আপেলসহ পূজার জন্য আনা ফলমূল বানরদের উদ্দেশে ছুড়ে মারেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুছারচর এলাকায় প্রতিবন্ধী এক অটোরিকশাচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মুছারচর সড়কের ঢালে সোহেল (৪০) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
১৪ মিনিট আগে
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
১ ঘণ্টা আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
১ ঘণ্টা আগে