নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাষ্ট্রয়াত্ত্ব প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানির পার্বতীপুর ডিপোর সুপার (ডিএস) আহসান বিন জামাল তমাল ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নির্ধারিত দিনে তিনি কর্মস্থলে উপস্থিত হননি। একই দিন অডিট কর্মকর্তারা উপস্থিত হয়ে জ্বালানি তেল কম পান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঘটনা তদন্তে ১০ জুলাই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জেনারেল ম্যানেজার (বিপণন) মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান, বিপিসি জেনারেল ম্যানেজার (বিপণন) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা তদন্তকাজ শুরু করেছি। যমুনা অয়েল কোম্পানির পার্বতীপুর ডিপোর সুপার আহসান বিন জামাল তমাল কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন। সেই সঙ্গে পার্বতীপুর ডিপোয় তেলের কোনো ঘাটতি আছে কি না এই দুটো বিষয় আমরা তদন্ত করছি।’
বিপিসি সূত্রে জানা গেছে, ঢাকায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গত ২৯ জুন পার্বতীপুর উপজেলার কর্মস্থল থেকে রওনা হন তমাল। ১ জুলাই তাঁর কার্যালয়ে যোগদানের কথা ছিল।
অডিট বিভাগের নিরীক্ষা দল ১ জুলাই ডিপোতে গেলে তাঁরাও ওই কর্মকর্তার দেখা পাননি। জ্বালানি তেলের মজুত ঠিক আছে কি না, তা দেখতে অডিট নিরীক্ষা দলটি তখন ডিপোতে গিয়েছিল। এরপর ওই কর্মকর্তা ছুটি নিয়ে লাপাত্তা থাকার বিষয়টি জানাজানি হয়। পরে অডিট দল বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে।
এ বিষয়ে জানতে চাইলে যমুনা অয়েল কোম্পানির উপমহাব্যবস্থাপক (অপারেশন) হেলাল উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা তাঁর স্থায়ী ঠিকানায় যোগাযোগ করি। সেখানেও তাঁকে পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় থানায় জিডি করেছি। এ ছাড়া ওই ডিপোতে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
অভিযোগ উঠেছে, পার্বতীপুর ডিপোতে জ্বালানি তেল কম পেয়েছেন অডিট বিভাগের কর্মকর্তারা। এ ঘাটতি তেল সমন্বয় করারও চেষ্টা চলছে।
পার্বতীপুর জিআরপি থানার সেকেন্ড অফিসার সাজেদুল ইসলাম বলেন, ৩ জুলাই পার্বতীপুর যমুনা অয়েল ডিপোর ওই কর্মকর্তা নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি রেকর্ড করা হয়েছে। জিডিতে ১ জুলাই থেকে ওই কর্মকর্তা নিখোঁজ থাকার কথা উল্লেখ করা হয়।
পুলিশ জানায়, পার্বতীপুরে যমুনা অয়েল করপোরেশন লিমিটেডের উপব্যবস্থাপক মোহাম্মদ শাহজালাল এ জিডি করেছেন।

রাষ্ট্রয়াত্ত্ব প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানির পার্বতীপুর ডিপোর সুপার (ডিএস) আহসান বিন জামাল তমাল ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নির্ধারিত দিনে তিনি কর্মস্থলে উপস্থিত হননি। একই দিন অডিট কর্মকর্তারা উপস্থিত হয়ে জ্বালানি তেল কম পান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঘটনা তদন্তে ১০ জুলাই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জেনারেল ম্যানেজার (বিপণন) মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান, বিপিসি জেনারেল ম্যানেজার (বিপণন) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা তদন্তকাজ শুরু করেছি। যমুনা অয়েল কোম্পানির পার্বতীপুর ডিপোর সুপার আহসান বিন জামাল তমাল কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন। সেই সঙ্গে পার্বতীপুর ডিপোয় তেলের কোনো ঘাটতি আছে কি না এই দুটো বিষয় আমরা তদন্ত করছি।’
বিপিসি সূত্রে জানা গেছে, ঢাকায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গত ২৯ জুন পার্বতীপুর উপজেলার কর্মস্থল থেকে রওনা হন তমাল। ১ জুলাই তাঁর কার্যালয়ে যোগদানের কথা ছিল।
অডিট বিভাগের নিরীক্ষা দল ১ জুলাই ডিপোতে গেলে তাঁরাও ওই কর্মকর্তার দেখা পাননি। জ্বালানি তেলের মজুত ঠিক আছে কি না, তা দেখতে অডিট নিরীক্ষা দলটি তখন ডিপোতে গিয়েছিল। এরপর ওই কর্মকর্তা ছুটি নিয়ে লাপাত্তা থাকার বিষয়টি জানাজানি হয়। পরে অডিট দল বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে।
এ বিষয়ে জানতে চাইলে যমুনা অয়েল কোম্পানির উপমহাব্যবস্থাপক (অপারেশন) হেলাল উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা তাঁর স্থায়ী ঠিকানায় যোগাযোগ করি। সেখানেও তাঁকে পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় থানায় জিডি করেছি। এ ছাড়া ওই ডিপোতে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
অভিযোগ উঠেছে, পার্বতীপুর ডিপোতে জ্বালানি তেল কম পেয়েছেন অডিট বিভাগের কর্মকর্তারা। এ ঘাটতি তেল সমন্বয় করারও চেষ্টা চলছে।
পার্বতীপুর জিআরপি থানার সেকেন্ড অফিসার সাজেদুল ইসলাম বলেন, ৩ জুলাই পার্বতীপুর যমুনা অয়েল ডিপোর ওই কর্মকর্তা নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি রেকর্ড করা হয়েছে। জিডিতে ১ জুলাই থেকে ওই কর্মকর্তা নিখোঁজ থাকার কথা উল্লেখ করা হয়।
পুলিশ জানায়, পার্বতীপুরে যমুনা অয়েল করপোরেশন লিমিটেডের উপব্যবস্থাপক মোহাম্মদ শাহজালাল এ জিডি করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে