মারুফ কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ঠিক পাঁচ দিন আগে নির্বাচনী এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। আজ বুধবার ভোটের দিনেও তাঁর সন্ধান নেই। ভোটের মাঠে নেই আসিফের কোনো কর্মী। এমনকি ভোটের কক্ষেও দেখা মেলেনি তাঁর কোনো পোলিং এজেন্টের। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণের পর সাতটি কেন্দ্র ঘুরে কোথাও তাঁর এজেন্টের উপস্থিতি দেখা যায়নি। এসব ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতিও খুবই কম দেখা যায়।
সরাইলের উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের জন্য নির্বাচন কর্মকর্তারা সরব থাকলেও একজন ভোটারও ছিলেন না তখন। এখানে ভোটার ৩ হাজার ৬৯৭ জন। ভোটার না থাকার পাশাপাশি ছিলেন না নিখোঁজ আসিফের এজেন্টও। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ওয়াহিদুর রহমান বলেন, মোটরগাড়ি প্রতীকের কোনো এজেন্ট এখনো আসেননি। হয়তো পরে আসবেন।
সরাইলের কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রেও একই দৃশ্য। ভোটার উপস্থিতি নেই বললেই চলে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র কুন্ড আজকের পত্রিকাকে বলেন, দেড় ঘণ্টায় দেড় পারসেন্টেরও কম ভোট কাস্ট হয়েছে। কলার ছড়ি ও লাঙ্গলের এজেন্ট ছাড়া এখনো কাউকে দেখিনি।
সরাইলের কালীগচ্চ পাটশালা উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেড় ঘণ্টায় ভোট পড়েছে ৫৪টি। এখানেও দেখা মেলেনি নিখোঁজ আসিফের কোনো এজেন্টের। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ডা. শ্যামল কুমার চৌধুরী জানান, ভোটার উপস্থিতি একেবারেই কম। সব প্রার্থীর এজেন্টও নেই।
বিশুতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক মনে করছেন প্রিসাইডিং কর্মকর্তা নাইম খান। তিনি জানান, ৩ হাজার ১২৯ ভোটারের মধ্যে ২ ঘণ্টায় ভোট দিয়েছেন শতাধিক ভোটার। প্রার্থীর এজেন্ট অনুপস্থিতির কারণ জানেন না জানিয়ে নাইম খান বলেন, ‘এটা তো আমার জানার কথা না। কেউ না এলে তো তাকে ধরে আনা যাবে না।’
এদিকে নিখোঁজ থাকা আসিফের স্ত্রী মেহেরুন্নিসা অভিযোগ করেছেন, কেন্দ্র থেকে আসিফের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। মুঠোফোনে তিনি বলেন, ‘অনেক কেন্দ্রেই এজেন্ট দেওয়া যায়নি। আবার এজেন্ট গেলেও তাঁকে কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।’
মেহেরুন্নিসা আরও অভিযোগ করে জানান, বিভিন্ন কেন্দ্রে ইভিএমে ভোটারদের ফিঙ্গার মেলার পর তাঁদের বের করে দিয়ে অন্য লোকজন ভোট দিচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ঠিক পাঁচ দিন আগে নির্বাচনী এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। আজ বুধবার ভোটের দিনেও তাঁর সন্ধান নেই। ভোটের মাঠে নেই আসিফের কোনো কর্মী। এমনকি ভোটের কক্ষেও দেখা মেলেনি তাঁর কোনো পোলিং এজেন্টের। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণের পর সাতটি কেন্দ্র ঘুরে কোথাও তাঁর এজেন্টের উপস্থিতি দেখা যায়নি। এসব ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতিও খুবই কম দেখা যায়।
সরাইলের উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের জন্য নির্বাচন কর্মকর্তারা সরব থাকলেও একজন ভোটারও ছিলেন না তখন। এখানে ভোটার ৩ হাজার ৬৯৭ জন। ভোটার না থাকার পাশাপাশি ছিলেন না নিখোঁজ আসিফের এজেন্টও। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ওয়াহিদুর রহমান বলেন, মোটরগাড়ি প্রতীকের কোনো এজেন্ট এখনো আসেননি। হয়তো পরে আসবেন।
সরাইলের কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রেও একই দৃশ্য। ভোটার উপস্থিতি নেই বললেই চলে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র কুন্ড আজকের পত্রিকাকে বলেন, দেড় ঘণ্টায় দেড় পারসেন্টেরও কম ভোট কাস্ট হয়েছে। কলার ছড়ি ও লাঙ্গলের এজেন্ট ছাড়া এখনো কাউকে দেখিনি।
সরাইলের কালীগচ্চ পাটশালা উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেড় ঘণ্টায় ভোট পড়েছে ৫৪টি। এখানেও দেখা মেলেনি নিখোঁজ আসিফের কোনো এজেন্টের। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ডা. শ্যামল কুমার চৌধুরী জানান, ভোটার উপস্থিতি একেবারেই কম। সব প্রার্থীর এজেন্টও নেই।
বিশুতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক মনে করছেন প্রিসাইডিং কর্মকর্তা নাইম খান। তিনি জানান, ৩ হাজার ১২৯ ভোটারের মধ্যে ২ ঘণ্টায় ভোট দিয়েছেন শতাধিক ভোটার। প্রার্থীর এজেন্ট অনুপস্থিতির কারণ জানেন না জানিয়ে নাইম খান বলেন, ‘এটা তো আমার জানার কথা না। কেউ না এলে তো তাকে ধরে আনা যাবে না।’
এদিকে নিখোঁজ থাকা আসিফের স্ত্রী মেহেরুন্নিসা অভিযোগ করেছেন, কেন্দ্র থেকে আসিফের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। মুঠোফোনে তিনি বলেন, ‘অনেক কেন্দ্রেই এজেন্ট দেওয়া যায়নি। আবার এজেন্ট গেলেও তাঁকে কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।’
মেহেরুন্নিসা আরও অভিযোগ করে জানান, বিভিন্ন কেন্দ্রে ইভিএমে ভোটারদের ফিঙ্গার মেলার পর তাঁদের বের করে দিয়ে অন্য লোকজন ভোট দিচ্ছেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে