চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ বর্তমানে দেশি-বিদেশি যড়যন্ত্রের রোষানলে পড়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘তারেক জিয়া বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে সন্ত্রাসীদের লালন-পালন করার জন্য। দেশের উন্নয়ন ধ্বংস করার জন্য।’
প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের চূড়ান্তভাবে চিহ্নিত করতে হবে। তারা কে, কোথায় আছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।’
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চন্দনাইশে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় কোনো সন্ত্রাস, কোনো শিবির, কোনো জামায়াত টুঁ শব্দ করতে পারবে না। যারা এসব দেশবিরোধী কর্মকাণ্ড করছে, তাদের ধরে আইনের কাছে সোপর্দ করতে হবে। দেশের ক্ষতি যারা করবে, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব।’
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশ এখন দেশি-বিদেশি যড়যন্ত্রের রোষানলে পড়েছে। তারেক জিয়া বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে সন্ত্রাসীদের লালন-পালন করার জন্য। এই সন্ত্রাসীদের দিয়ে দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমাদের উন্নয়নকে ধ্বংস করে দেওয়ার জন্য। এটা কোনোভাবেই হতে দেব না।’
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বশর ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আ ম ম মিনহাজুর রহমান, আবদুল কৈয়ুম চৌধুরী ও মোহাম্মদ তৌহিদুল আলম।
যুবলীগ নেতা আ স ম ইদ্রিসের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম (ধোপাছড়ি), আবদুর রহিম চৌধুরী (বরকল), অ্যাডভোকেট খোরশেদ বিন ইসহাক (হাশিমপুর), খোরশেদ আলম টিটো (বরমা), আমিন আহমেদ চৌধুরী রোকন (জোয়ারা), আহমদুর রহমান (সাতবাড়িয়া), আনিসুর রহমান (কাঞ্চনাবাদ), হাফেজ আহমদ (কালিয়াইশ), ওসমান আলী (কেঁওছিয়া), তাপস দত্ত (বাজালিয়া) প্রমুখ।
এ ছাড়া গতকাল শুক্রবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বর্তমানে দেশি-বিদেশি যড়যন্ত্রের রোষানলে পড়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘তারেক জিয়া বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে সন্ত্রাসীদের লালন-পালন করার জন্য। দেশের উন্নয়ন ধ্বংস করার জন্য।’
প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের চূড়ান্তভাবে চিহ্নিত করতে হবে। তারা কে, কোথায় আছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।’
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চন্দনাইশে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় কোনো সন্ত্রাস, কোনো শিবির, কোনো জামায়াত টুঁ শব্দ করতে পারবে না। যারা এসব দেশবিরোধী কর্মকাণ্ড করছে, তাদের ধরে আইনের কাছে সোপর্দ করতে হবে। দেশের ক্ষতি যারা করবে, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব।’
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশ এখন দেশি-বিদেশি যড়যন্ত্রের রোষানলে পড়েছে। তারেক জিয়া বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে সন্ত্রাসীদের লালন-পালন করার জন্য। এই সন্ত্রাসীদের দিয়ে দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমাদের উন্নয়নকে ধ্বংস করে দেওয়ার জন্য। এটা কোনোভাবেই হতে দেব না।’
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বশর ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আ ম ম মিনহাজুর রহমান, আবদুল কৈয়ুম চৌধুরী ও মোহাম্মদ তৌহিদুল আলম।
যুবলীগ নেতা আ স ম ইদ্রিসের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম (ধোপাছড়ি), আবদুর রহিম চৌধুরী (বরকল), অ্যাডভোকেট খোরশেদ বিন ইসহাক (হাশিমপুর), খোরশেদ আলম টিটো (বরমা), আমিন আহমেদ চৌধুরী রোকন (জোয়ারা), আহমদুর রহমান (সাতবাড়িয়া), আনিসুর রহমান (কাঞ্চনাবাদ), হাফেজ আহমদ (কালিয়াইশ), ওসমান আলী (কেঁওছিয়া), তাপস দত্ত (বাজালিয়া) প্রমুখ।
এ ছাড়া গতকাল শুক্রবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে