নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আবারও জনগণের ভোট ডাকাতি করে ক্ষমতায় আসতে চায় সরকার বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শনিবার বিকেলে চট্টগ্রামের কাজির দেউড়ির নাসিমন ভবনের সামনের সড়কে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করে মহানগর বিএনপি। সেই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
এ সময় নজরুল ইসলাম খান বলেন, ‘আমি আল্লাহর নামে বলতে পারি, এ দেশের সাধারণ মানুষ চলতে পারছে না। কারণ প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। এই সরকারের কোনো ভূমিকা নেই। এক সপ্তাহের মধ্যে দুবার জ্বালানির দাম বৃদ্ধি করেছে। যদি সরকার জনগণের সমর্থনকে শ্রদ্ধা করত, তাহলে সরকার জিনিসপত্রের দাম এভাবে বাড়াত না। তারা জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায় না। যদি চাইত, তাহলে তারা জনগণের কল্যাণে কাজ করত।’
বেলা ২টা থেকে শুরু হয় বিএনপির সমাবেশ। সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
সমাবেশ ঘিরে পুলিশ সতর্ক অবস্থান নিলেও সমাবেশ দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় নেতাদের নাম ধরে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। পরে মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আবারও জনগণের ভোট ডাকাতি করে ক্ষমতায় আসতে চায় সরকার বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শনিবার বিকেলে চট্টগ্রামের কাজির দেউড়ির নাসিমন ভবনের সামনের সড়কে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করে মহানগর বিএনপি। সেই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
এ সময় নজরুল ইসলাম খান বলেন, ‘আমি আল্লাহর নামে বলতে পারি, এ দেশের সাধারণ মানুষ চলতে পারছে না। কারণ প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। এই সরকারের কোনো ভূমিকা নেই। এক সপ্তাহের মধ্যে দুবার জ্বালানির দাম বৃদ্ধি করেছে। যদি সরকার জনগণের সমর্থনকে শ্রদ্ধা করত, তাহলে সরকার জিনিসপত্রের দাম এভাবে বাড়াত না। তারা জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায় না। যদি চাইত, তাহলে তারা জনগণের কল্যাণে কাজ করত।’
বেলা ২টা থেকে শুরু হয় বিএনপির সমাবেশ। সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
সমাবেশ ঘিরে পুলিশ সতর্ক অবস্থান নিলেও সমাবেশ দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় নেতাদের নাম ধরে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। পরে মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
৩০ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে