নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আবারও জনগণের ভোট ডাকাতি করে ক্ষমতায় আসতে চায় সরকার বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শনিবার বিকেলে চট্টগ্রামের কাজির দেউড়ির নাসিমন ভবনের সামনের সড়কে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করে মহানগর বিএনপি। সেই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
এ সময় নজরুল ইসলাম খান বলেন, ‘আমি আল্লাহর নামে বলতে পারি, এ দেশের সাধারণ মানুষ চলতে পারছে না। কারণ প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। এই সরকারের কোনো ভূমিকা নেই। এক সপ্তাহের মধ্যে দুবার জ্বালানির দাম বৃদ্ধি করেছে। যদি সরকার জনগণের সমর্থনকে শ্রদ্ধা করত, তাহলে সরকার জিনিসপত্রের দাম এভাবে বাড়াত না। তারা জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায় না। যদি চাইত, তাহলে তারা জনগণের কল্যাণে কাজ করত।’
বেলা ২টা থেকে শুরু হয় বিএনপির সমাবেশ। সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
সমাবেশ ঘিরে পুলিশ সতর্ক অবস্থান নিলেও সমাবেশ দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় নেতাদের নাম ধরে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। পরে মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আবারও জনগণের ভোট ডাকাতি করে ক্ষমতায় আসতে চায় সরকার বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শনিবার বিকেলে চট্টগ্রামের কাজির দেউড়ির নাসিমন ভবনের সামনের সড়কে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করে মহানগর বিএনপি। সেই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
এ সময় নজরুল ইসলাম খান বলেন, ‘আমি আল্লাহর নামে বলতে পারি, এ দেশের সাধারণ মানুষ চলতে পারছে না। কারণ প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। এই সরকারের কোনো ভূমিকা নেই। এক সপ্তাহের মধ্যে দুবার জ্বালানির দাম বৃদ্ধি করেছে। যদি সরকার জনগণের সমর্থনকে শ্রদ্ধা করত, তাহলে সরকার জিনিসপত্রের দাম এভাবে বাড়াত না। তারা জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায় না। যদি চাইত, তাহলে তারা জনগণের কল্যাণে কাজ করত।’
বেলা ২টা থেকে শুরু হয় বিএনপির সমাবেশ। সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
সমাবেশ ঘিরে পুলিশ সতর্ক অবস্থান নিলেও সমাবেশ দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় নেতাদের নাম ধরে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। পরে মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
৯ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে