নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলার গুদামে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ওই শ্রমিকের নাম মো. মাসুদ (৩৫)। তাঁর বাড়ি কুমিল্লা জেলায়। এর আগে শুক্রবার সকালে কোতোয়ালি থানার খাতুনগঞ্জের নবী মার্কেটে অবস্থিত টিপিপি এন্টারপ্রাইজ নামের মসলার একটি গুদাম থেকে মাসুদসহ তিন শ্রমিককে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার রাতে ওই গুদামে ঘুমিয়ে পড়েন তিন শ্রমিক। পর দিন সকালে ঘুম থেকে ওঠার পর মাথায় প্রচণ্ড ব্যথা ও শারীরিক অসুস্থতা অনুভব করেন তাঁরা। তাঁদের মধ্যে মৌসুমের অবস্থা গুরুতর ছিল। পরে গুদামে থাকা অন্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন। তাঁদের মধ্যে মাসুদ চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। বাকি দুজন সুস্থ হয়ে নিজ নিজ বাসায় ফিরেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই মিজানুর রহমান বলেন, ওই গুদামে রাখা মসলাজাতীয় পণ্য বিভিন্ন পোকামাকড় ও ইঁদুরের হাত থেকে বাঁচাতে সেখানে নিয়মিত কীটনাশক ব্যবহার করা হতো। বৃহস্পতিবার রাতেও কর্তৃপক্ষ গুদামে কীটনাশক ছিটিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, কীটনাশকের বিষক্রিয়ায় গুদামের একপাশে ঘুমিয়ে থাকা ওই শ্রমিকেরা আক্রান্ত হয়েছিলেন।
পুলিশ কর্মকর্তা মিজানুর আরও জানান, অভিযোগ থাকলে নিহত ব্যক্তির পরিবারকে লিখিত আকারে জানাতে বলা হয়েছে। কিন্তু তাঁরা অভিযোগ করবেন না বলে জানিয়ে দেন।
এ বিষয়ে জানতে টিপিপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এস এম সালাউদ্দিনের মোবাইল ফোন একাধিকবার কল ও বার্তা পাঠানোর পরও তিনি সাড়া দেননি।

চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলার গুদামে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ওই শ্রমিকের নাম মো. মাসুদ (৩৫)। তাঁর বাড়ি কুমিল্লা জেলায়। এর আগে শুক্রবার সকালে কোতোয়ালি থানার খাতুনগঞ্জের নবী মার্কেটে অবস্থিত টিপিপি এন্টারপ্রাইজ নামের মসলার একটি গুদাম থেকে মাসুদসহ তিন শ্রমিককে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার রাতে ওই গুদামে ঘুমিয়ে পড়েন তিন শ্রমিক। পর দিন সকালে ঘুম থেকে ওঠার পর মাথায় প্রচণ্ড ব্যথা ও শারীরিক অসুস্থতা অনুভব করেন তাঁরা। তাঁদের মধ্যে মৌসুমের অবস্থা গুরুতর ছিল। পরে গুদামে থাকা অন্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন। তাঁদের মধ্যে মাসুদ চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। বাকি দুজন সুস্থ হয়ে নিজ নিজ বাসায় ফিরেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই মিজানুর রহমান বলেন, ওই গুদামে রাখা মসলাজাতীয় পণ্য বিভিন্ন পোকামাকড় ও ইঁদুরের হাত থেকে বাঁচাতে সেখানে নিয়মিত কীটনাশক ব্যবহার করা হতো। বৃহস্পতিবার রাতেও কর্তৃপক্ষ গুদামে কীটনাশক ছিটিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, কীটনাশকের বিষক্রিয়ায় গুদামের একপাশে ঘুমিয়ে থাকা ওই শ্রমিকেরা আক্রান্ত হয়েছিলেন।
পুলিশ কর্মকর্তা মিজানুর আরও জানান, অভিযোগ থাকলে নিহত ব্যক্তির পরিবারকে লিখিত আকারে জানাতে বলা হয়েছে। কিন্তু তাঁরা অভিযোগ করবেন না বলে জানিয়ে দেন।
এ বিষয়ে জানতে টিপিপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এস এম সালাউদ্দিনের মোবাইল ফোন একাধিকবার কল ও বার্তা পাঠানোর পরও তিনি সাড়া দেননি।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৮ ঘণ্টা আগে