কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ থেকে ফেরার পথে সাগরের মাঝে আটকে পড়েছিল পর্যটকবাহী জাহাজ। গতকাল বুধবার বিকেল ৫টায় জাহাজটি ৬০০ পর্যটক নিয়ে কক্সবাজার আসছিল। প্রায় ১১ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৪টায় জাহাজটি কক্সবাজার ঘাটে পৌঁছায়।
সংশ্লিষ্টরা জানান, সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা জাহাজ কক্সবাজারে পৌঁছাতে সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগে। কিন্তু মাঝপথে এসে জাহাজটি ডুবোচরে আটকে যায়। এ সময় তীব্র কুয়াশাও দেখা দেয়। দীর্ঘ সময় আটকে পড়ার পর জাহাজটি আজ ভোর সোয়া ৪টায় কক্সবাজার ঘাটে পৌঁছায়। প্রায় ১১ ঘণ্টা সাগরে ভেসে থাকার বিড়ম্বনার পর শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএর ঘাটে পৌঁছালে পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
এদিকে, কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচলকারী জাহাজের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীসেবার মান নিয়েও অনেকে অভিযোগ করেছে।
পরিবারের ১৭ জন সদস্য নিয়ে সেন্টমার্টিনে গিয়েছিলেন রাজশাহীর বাসিন্দা সানজিদুল আলম। গতকাল রাতে ঢাকায় ফেরত যাওয়ার জন্য বাসের টিকিটও কেটেছিলেন তিনি। কিন্তু বিড়ম্বনার কারণে ফিরতে পারেননি। এ বিষয়ে তিনি বলেন, গতকাল বেলা ২টার সময় সেন্টমার্টিন থেকে লাইনে দাঁড়িয়ে জাহাজে উঠি। সেই জাহাজ ছেড়েছে বিকেল ৫টায়। মাঝ সাগরে এনে আবার পরিবর্তন করে তোলা হয় কর্ণফুলীতে। তারপর জাহাজ ডুবোচরে আটকা পড়ে।
জামাল আহমেদ নামে আরেকজন পর্যটক বলেন, ‘রাতে সাগরে অনেক ভয় ও শঙ্কা কাজ করেছে। তার পরও কোনো অঘটন ছাড়াই পৌঁছাতে পেরেছি।’
কর্ণফুলী এক্সপ্রেসের ব্যবস্থাপক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, কক্সবাজারগামী জাহাজটি মাঝপথে ডুবোচরে আটকে পড়ে। এতে যাত্রীরা কয়েক ঘণ্টা সাগরে আটকা পড়ে। বিষয়টি আসলেই অনাকাঙ্ক্ষিত।

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ থেকে ফেরার পথে সাগরের মাঝে আটকে পড়েছিল পর্যটকবাহী জাহাজ। গতকাল বুধবার বিকেল ৫টায় জাহাজটি ৬০০ পর্যটক নিয়ে কক্সবাজার আসছিল। প্রায় ১১ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৪টায় জাহাজটি কক্সবাজার ঘাটে পৌঁছায়।
সংশ্লিষ্টরা জানান, সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা জাহাজ কক্সবাজারে পৌঁছাতে সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগে। কিন্তু মাঝপথে এসে জাহাজটি ডুবোচরে আটকে যায়। এ সময় তীব্র কুয়াশাও দেখা দেয়। দীর্ঘ সময় আটকে পড়ার পর জাহাজটি আজ ভোর সোয়া ৪টায় কক্সবাজার ঘাটে পৌঁছায়। প্রায় ১১ ঘণ্টা সাগরে ভেসে থাকার বিড়ম্বনার পর শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএর ঘাটে পৌঁছালে পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
এদিকে, কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচলকারী জাহাজের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীসেবার মান নিয়েও অনেকে অভিযোগ করেছে।
পরিবারের ১৭ জন সদস্য নিয়ে সেন্টমার্টিনে গিয়েছিলেন রাজশাহীর বাসিন্দা সানজিদুল আলম। গতকাল রাতে ঢাকায় ফেরত যাওয়ার জন্য বাসের টিকিটও কেটেছিলেন তিনি। কিন্তু বিড়ম্বনার কারণে ফিরতে পারেননি। এ বিষয়ে তিনি বলেন, গতকাল বেলা ২টার সময় সেন্টমার্টিন থেকে লাইনে দাঁড়িয়ে জাহাজে উঠি। সেই জাহাজ ছেড়েছে বিকেল ৫টায়। মাঝ সাগরে এনে আবার পরিবর্তন করে তোলা হয় কর্ণফুলীতে। তারপর জাহাজ ডুবোচরে আটকা পড়ে।
জামাল আহমেদ নামে আরেকজন পর্যটক বলেন, ‘রাতে সাগরে অনেক ভয় ও শঙ্কা কাজ করেছে। তার পরও কোনো অঘটন ছাড়াই পৌঁছাতে পেরেছি।’
কর্ণফুলী এক্সপ্রেসের ব্যবস্থাপক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, কক্সবাজারগামী জাহাজটি মাঝপথে ডুবোচরে আটকে পড়ে। এতে যাত্রীরা কয়েক ঘণ্টা সাগরে আটকা পড়ে। বিষয়টি আসলেই অনাকাঙ্ক্ষিত।

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২৯ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে