মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপ ও অটো ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন মিরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মিরসরাই পৌরসভার তালবাড়িয়া এলাকার শহিদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪০) এবং একই এলাকার হিঞ্জু মিকারবাড়ির বখতেয়ার খানের ছেলে ভ্যানচালক মোহাম্মদ ফরিদ (৪২)।
আহতরা হলেন মিজানুর রহমান (৪০) ও শহিদুল ইসলাম (৩৮)। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইকবাল হোসেন পিকআপের চালকের আসনে বসে গাড়ি চালাচ্ছিলেন
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছ বোঝায় একটি পিকআপ ও বেকারির পণ্য বহন করা একটি অটো ভ্যানকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান। এ সময় অটো ভ্যান ও পিকআপ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে দুজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ হাইয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, আজ সকালে সুফিয়া রোড এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ও অটো ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন মারা যান। কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকবাল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদুল ইসলাম চৌধুরী, সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম।

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপ ও অটো ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন মিরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মিরসরাই পৌরসভার তালবাড়িয়া এলাকার শহিদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪০) এবং একই এলাকার হিঞ্জু মিকারবাড়ির বখতেয়ার খানের ছেলে ভ্যানচালক মোহাম্মদ ফরিদ (৪২)।
আহতরা হলেন মিজানুর রহমান (৪০) ও শহিদুল ইসলাম (৩৮)। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইকবাল হোসেন পিকআপের চালকের আসনে বসে গাড়ি চালাচ্ছিলেন
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছ বোঝায় একটি পিকআপ ও বেকারির পণ্য বহন করা একটি অটো ভ্যানকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান। এ সময় অটো ভ্যান ও পিকআপ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে দুজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ হাইয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, আজ সকালে সুফিয়া রোড এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ও অটো ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন মারা যান। কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকবাল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদুল ইসলাম চৌধুরী, সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৪১ মিনিট আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
১ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
২ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
২ ঘণ্টা আগে