ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে এক পরিবারের ১৩ সদস্যকে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাঁদের খাবারের সঙ্গে চেতনানাশক মেশানো হয়েছিল। গত সোমবার দিবাগত রাতে আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের ঠাকুরবাড়িতে এ ঘটনা ঘটে। পরে গতকাল মঙ্গলবার সকালে এই ১৩ জনকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতালে ভর্তি ব্যক্তিরা হলেন বাবুল চক্রবর্তী (৫০), রাজন চক্রবর্তী (৫৫), তপন চক্রবর্তী (৫০), সুবীর চক্রবর্তী (৪০), প্রীতম চক্রবর্তী (৮), নিপা চক্রবর্তী (২২), মিতা চক্রবর্তী (১৮), রিকা চক্রবর্তী (৪৫), শিপ্রা চক্রবর্তী (৫৫) শিউলি চক্রবর্ত্তী (৪৫), সজল চক্রবর্ত্তী (৬৫), স্বপন চক্রবর্তী (৫০) ও দীপ্ত চক্রবর্তী।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার রাতে বাবুল চক্রবর্তীর ছেলে দীপ্ত চক্রবর্তীর উপনয়ন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে বাড়ির সবাই অংশ নেন। এ সময় তাঁরা সবাই একসঙ্গে রাতের খাবার খান। রাত ১০টার দিকে তাঁরা ঘুমাতে যান। মঙ্গলবার সকালে ওই বাড়ির লোকজন কেউ ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তাঁদের ডাকাডাকি করতে থাকেন। পরে অচেতন অবস্থায় পরিবারের ১৩ সদস্যকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে তাঁদের অচেতন করার পর বাড়ি থেকে দুই ভরি স্বর্ণ ও ২০ হাজার টাকা লুট করে দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে স্বপন চক্রবর্তী জানান, তিনিসহ বাড়ির অন্য সদস্যরা ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি একটু সুস্থ হলেও রাজন চক্রবর্তী, বাবুল চক্রবর্তী ও তপন চক্রবর্তীর এখনো জ্ঞান ফেরেনি। তিনি বলেন, দুর্বৃত্তরা শিউলি চক্রবর্তীর ঘরের আলমারি থেকে নগদ ২০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আসিফ ইকবাল বলেন, ধারণা করা হচ্ছে তাঁদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অচেতন করা হয়েছে। তবে তাঁরা সবাই এখন সুস্থ হয়ে উঠেছেন।
ফুলগাজী থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তের পর অপরাধীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ফেনীর ফুলগাজীতে এক পরিবারের ১৩ সদস্যকে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাঁদের খাবারের সঙ্গে চেতনানাশক মেশানো হয়েছিল। গত সোমবার দিবাগত রাতে আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের ঠাকুরবাড়িতে এ ঘটনা ঘটে। পরে গতকাল মঙ্গলবার সকালে এই ১৩ জনকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতালে ভর্তি ব্যক্তিরা হলেন বাবুল চক্রবর্তী (৫০), রাজন চক্রবর্তী (৫৫), তপন চক্রবর্তী (৫০), সুবীর চক্রবর্তী (৪০), প্রীতম চক্রবর্তী (৮), নিপা চক্রবর্তী (২২), মিতা চক্রবর্তী (১৮), রিকা চক্রবর্তী (৪৫), শিপ্রা চক্রবর্তী (৫৫) শিউলি চক্রবর্ত্তী (৪৫), সজল চক্রবর্ত্তী (৬৫), স্বপন চক্রবর্তী (৫০) ও দীপ্ত চক্রবর্তী।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার রাতে বাবুল চক্রবর্তীর ছেলে দীপ্ত চক্রবর্তীর উপনয়ন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে বাড়ির সবাই অংশ নেন। এ সময় তাঁরা সবাই একসঙ্গে রাতের খাবার খান। রাত ১০টার দিকে তাঁরা ঘুমাতে যান। মঙ্গলবার সকালে ওই বাড়ির লোকজন কেউ ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তাঁদের ডাকাডাকি করতে থাকেন। পরে অচেতন অবস্থায় পরিবারের ১৩ সদস্যকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে তাঁদের অচেতন করার পর বাড়ি থেকে দুই ভরি স্বর্ণ ও ২০ হাজার টাকা লুট করে দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে স্বপন চক্রবর্তী জানান, তিনিসহ বাড়ির অন্য সদস্যরা ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি একটু সুস্থ হলেও রাজন চক্রবর্তী, বাবুল চক্রবর্তী ও তপন চক্রবর্তীর এখনো জ্ঞান ফেরেনি। তিনি বলেন, দুর্বৃত্তরা শিউলি চক্রবর্তীর ঘরের আলমারি থেকে নগদ ২০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আসিফ ইকবাল বলেন, ধারণা করা হচ্ছে তাঁদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অচেতন করা হয়েছে। তবে তাঁরা সবাই এখন সুস্থ হয়ে উঠেছেন।
ফুলগাজী থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তের পর অপরাধীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
কারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১২ মিনিট আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
২৮ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
৩৮ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
১ ঘণ্টা আগে