কুমিল্লা প্রতিনিধি

আসন্ন নির্বাচনের আগে যেকোনো ইস্যুতে রাস্তায় নামা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘চাইলেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার মতো এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রথমেই জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান যাচাই করতে হবে। সেখানে জাতীয়করণ হওয়ার পরে শিক্ষার মান কী কমেছে না বেড়েছে? আমাদের মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষার মান বৃদ্ধি করা। দ্বিতীয়ত হলো-সারা দেশের এত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করবার সক্ষমতা সরকারের থাকতে হবে।’
মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণ করার পক্ষে একমত প্রকাশ করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘সামনে নির্বাচন, এ সময় যেকোনো ইস্যুতে রাস্তায় নেমে পড়া চলবে না।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘ডেমোগ্রাফি ডিভিডেন্ড বাড়াতে হলে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজটিই করছেন। তিনি শিক্ষায় বিনিয়োগ করছেন।’
শিক্ষামন্ত্রী আরও বলেন ‘দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন বঙ্গবন্ধু আর তা বাস্তবায়ন করছেন তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। বিএনপি সরকারের আমলে সারা দেশের বাজেট যা হতো, আজ সরকার তার দেড় গুণ বাজেট দেয় শুধু শিক্ষাব্যবস্থায়। বছরের শুরুতেই চিহ্নিত একটি মহল বইয়ে যা নেই, তা ফটোশপ করে, এডিট করে, ভিন্ন দেশের বইয়ের ছবি দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করে অপপ্রচার চালাচ্ছে যে-আমরা নাকি ইসলাম ধ্বংস করে দিচ্ছি। বইয়ে ইসলাম বিরোধী কিছুই নেই।
মহামান্য রাষ্ট্রপতির প্রেসসচিব ও সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—কুমিল্লা ৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক, কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. জামাল নাছের, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নানসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আসন্ন নির্বাচনের আগে যেকোনো ইস্যুতে রাস্তায় নামা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘চাইলেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার মতো এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রথমেই জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান যাচাই করতে হবে। সেখানে জাতীয়করণ হওয়ার পরে শিক্ষার মান কী কমেছে না বেড়েছে? আমাদের মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষার মান বৃদ্ধি করা। দ্বিতীয়ত হলো-সারা দেশের এত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করবার সক্ষমতা সরকারের থাকতে হবে।’
মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণ করার পক্ষে একমত প্রকাশ করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘সামনে নির্বাচন, এ সময় যেকোনো ইস্যুতে রাস্তায় নেমে পড়া চলবে না।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘ডেমোগ্রাফি ডিভিডেন্ড বাড়াতে হলে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজটিই করছেন। তিনি শিক্ষায় বিনিয়োগ করছেন।’
শিক্ষামন্ত্রী আরও বলেন ‘দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন বঙ্গবন্ধু আর তা বাস্তবায়ন করছেন তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। বিএনপি সরকারের আমলে সারা দেশের বাজেট যা হতো, আজ সরকার তার দেড় গুণ বাজেট দেয় শুধু শিক্ষাব্যবস্থায়। বছরের শুরুতেই চিহ্নিত একটি মহল বইয়ে যা নেই, তা ফটোশপ করে, এডিট করে, ভিন্ন দেশের বইয়ের ছবি দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করে অপপ্রচার চালাচ্ছে যে-আমরা নাকি ইসলাম ধ্বংস করে দিচ্ছি। বইয়ে ইসলাম বিরোধী কিছুই নেই।
মহামান্য রাষ্ট্রপতির প্রেসসচিব ও সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—কুমিল্লা ৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক, কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. জামাল নাছের, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নানসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে