Ajker Patrika

২৫০ টাকার জন্য মারামারি, প্রাণ গেল দলিল লেখকের

কক্সবাজার প্রতিনিধি
দিলদারুল আহমদ। ছবি: সংগৃহীত
দিলদারুল আহমদ। ছবি: সংগৃহীত

২৫০ টাকা নিয়ে দুই ব্যক্তির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দিলদারুল আহমদ ওরফে মুন্সি দিলদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

নিহত দিলদারুল আহমদ উপজেলার হোয়াইক্যং  ১ নম্বর ওয়ার্ডের উলুবনিয়া রাস্তার মাথা এলাকার বাসিন্দা মৃত আব্দুস সোবহানের ছেলে। তিনি পেশায় একজন দলিল লেখক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উলুবনিয়া রাস্তার মাথার মুরগি ব্যবসায়ী আবুল হাসেমের সঙ্গে পাওনা ২৫০ টাকা নিয়ে দিলদারুলের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আবুল হাসেম দিলদারুল আহমদকে অণ্ডকোষে লাথি মারেন। এতে দিলদারুল আহমদ অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয়রা পালংখালী তাজমান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সেলিনা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে রাস্তার মাথা নামক বাজারে আবুল হাসেম কিলঘুষি ও লাথি মেরে হত্যা করেছেন।

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের অভিযোগ পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত