সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

নোয়াখালীর চৌমুহনী থেকে দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়েছিলেন কক্সবাজারে। কয়েক দিন ঘুরে একইভাবে বাড়ি ফিরছিলেন তাঁরা। কিন্তু আর বাড়ি ফেরা হলো না তাঁদের। পথে দুর্ঘটনায় মারা যান দুজনই। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের টাইম ক্যাফে সিকদার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। কোন ধরনের গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ থানার করিমপুর এলাকার মুনশিবাড়ির মৃত নূর হোসেনের ছেলে মো. সালাহ উদ্দীন (২৫) এবং একই জেলার চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তোফায়েল আহমেদের ছেলে মো. তৌহিদ উদ্দীন আহমেদ (৩২)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মোটরসাইকেলে চড়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে ফিরছিলেন দুজন। সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহা টাইম ক্যাফে নামক এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই চালক ও আরোহী দুজনই নিহত হন। এ সময় মহাসড়কে চলাচলরত গাড়ির চালকেরা হাইওয়ে পুলিশকে খবর দেন। পরে দোহাজারি হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাঁদের মানিব্যাগে থাকা ঠিকানা অনুযায়ী পরিবারের লোকদের সঙ্গে যোগাযোগ করা হয়। ভোররাতে নিহত সালাউদ্দিনের ভাই থানায় এসে প্রথমে দুজনকে শনাক্ত করেন।
নিহত সালাউদ্দিনের খালাতো ভাই নাজিম উদ্দিন বলেন, তিন দিন আগে মোটরসাইকেলে করে নোয়াখালীর চৌমুহনী থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন তৌহিদ ও সালাউদ্দিন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছেন। যথাযথ প্রক্রিয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নোয়াখালীর চৌমুহনী থেকে দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়েছিলেন কক্সবাজারে। কয়েক দিন ঘুরে একইভাবে বাড়ি ফিরছিলেন তাঁরা। কিন্তু আর বাড়ি ফেরা হলো না তাঁদের। পথে দুর্ঘটনায় মারা যান দুজনই। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের টাইম ক্যাফে সিকদার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। কোন ধরনের গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ থানার করিমপুর এলাকার মুনশিবাড়ির মৃত নূর হোসেনের ছেলে মো. সালাহ উদ্দীন (২৫) এবং একই জেলার চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তোফায়েল আহমেদের ছেলে মো. তৌহিদ উদ্দীন আহমেদ (৩২)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মোটরসাইকেলে চড়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে ফিরছিলেন দুজন। সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহা টাইম ক্যাফে নামক এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই চালক ও আরোহী দুজনই নিহত হন। এ সময় মহাসড়কে চলাচলরত গাড়ির চালকেরা হাইওয়ে পুলিশকে খবর দেন। পরে দোহাজারি হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাঁদের মানিব্যাগে থাকা ঠিকানা অনুযায়ী পরিবারের লোকদের সঙ্গে যোগাযোগ করা হয়। ভোররাতে নিহত সালাউদ্দিনের ভাই থানায় এসে প্রথমে দুজনকে শনাক্ত করেন।
নিহত সালাউদ্দিনের খালাতো ভাই নাজিম উদ্দিন বলেন, তিন দিন আগে মোটরসাইকেলে করে নোয়াখালীর চৌমুহনী থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন তৌহিদ ও সালাউদ্দিন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছেন। যথাযথ প্রক্রিয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১৭ মিনিট আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের ইসলামী ব্যাংক গাংনী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ইসতিয়াক হাসান। ব্যাংকে কাজ করলেও কৃষির প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। তাই তিনি চাকরির পাশাপাশি শুরু করেছেন কৃষিকাজ। এক বন্ধুকে দেখে অনুপ্রাণিত হয়ে উপজেলার দেবীপুর গ্রামে দেড় বিঘা জমিতে তিনি লাভজনক ফসল একাঙ্গী চাষ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগে