চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আবারও লাগাতার আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।
আজ শনিবার বিকেলে শিক্ষক সমিতির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আন্দোলনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি (রোববার-মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষক সমিতির সদস্যরা।
এর আগে আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে গত ১৭ ডিসেম্বর দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষককে সঙ্গে নিয়ে উপাচার্যকে চিঠি দিতে যান শিক্ষক সমিতির নেতারা। এ সময় উপাচার্য সমিতির নেতাদের চিঠি পড়ে শোনাতে বলেন। সমিতির সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী চিঠি পড়া শুরু করলে দুই পক্ষের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উপাচার্য তাঁর কক্ষ ছেড়ে কনফারেন্স রুমে চলে যান। পরে উপাচার্যের সঙ্গে কোনো আলোচনা না হওয়ায় বেলা ২টায় নির্বাচন বোর্ড বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি।
পরবর্তীকালে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে টানা আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। টানা তিন দিন অবস্থান কর্মসূচি শেষে চতুর্থ দিন প্রতীকী গণ-অনশন করে তারা। এরপর শীতকালীন ছুটি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্দোলন স্থগিত করেন তারা।
শিক্ষক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ১৭ ডিসেম্বর আইন ও বাংলা বিভাগে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করে অনুষ্ঠেয় নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ ও উদ্ভূত চরম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে শিক্ষক সমিতির উদ্যোগে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি পালিত হয়ে আসছিল।
শীতকালীন ছুটি এবং ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে ওই আন্দোলন কর্মসূচি বিগত ২২ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত ছিল। এ অবস্থায়, ৯ জানুয়ারি অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় (জরুরি) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন কর্মসূচি ঘোষণা করার এবং দাবি আদায়ের লক্ষ্যে পরবর্তী আন্দোলনের কর্মসূচি নির্ধারণ ও ঘোষণার জন্য শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদককে দায়িত্ব প্রদান করা হয়।
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরা আমাদের স্থগিতকৃত আন্দোলনে ফিরে যাচ্ছি। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আগামী রবি, সোম ও মঙ্গলবার আমরা অবস্থান কর্মসূচি পালন করব।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আবারও লাগাতার আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।
আজ শনিবার বিকেলে শিক্ষক সমিতির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আন্দোলনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি (রোববার-মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষক সমিতির সদস্যরা।
এর আগে আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে গত ১৭ ডিসেম্বর দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষককে সঙ্গে নিয়ে উপাচার্যকে চিঠি দিতে যান শিক্ষক সমিতির নেতারা। এ সময় উপাচার্য সমিতির নেতাদের চিঠি পড়ে শোনাতে বলেন। সমিতির সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী চিঠি পড়া শুরু করলে দুই পক্ষের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উপাচার্য তাঁর কক্ষ ছেড়ে কনফারেন্স রুমে চলে যান। পরে উপাচার্যের সঙ্গে কোনো আলোচনা না হওয়ায় বেলা ২টায় নির্বাচন বোর্ড বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি।
পরবর্তীকালে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে টানা আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। টানা তিন দিন অবস্থান কর্মসূচি শেষে চতুর্থ দিন প্রতীকী গণ-অনশন করে তারা। এরপর শীতকালীন ছুটি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্দোলন স্থগিত করেন তারা।
শিক্ষক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ১৭ ডিসেম্বর আইন ও বাংলা বিভাগে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করে অনুষ্ঠেয় নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ ও উদ্ভূত চরম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে শিক্ষক সমিতির উদ্যোগে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি পালিত হয়ে আসছিল।
শীতকালীন ছুটি এবং ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে ওই আন্দোলন কর্মসূচি বিগত ২২ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত ছিল। এ অবস্থায়, ৯ জানুয়ারি অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় (জরুরি) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন কর্মসূচি ঘোষণা করার এবং দাবি আদায়ের লক্ষ্যে পরবর্তী আন্দোলনের কর্মসূচি নির্ধারণ ও ঘোষণার জন্য শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদককে দায়িত্ব প্রদান করা হয়।
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরা আমাদের স্থগিতকৃত আন্দোলনে ফিরে যাচ্ছি। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আগামী রবি, সোম ও মঙ্গলবার আমরা অবস্থান কর্মসূচি পালন করব।’

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আজ সকালে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মিয়ানমারে সংঘর্ষের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর ৫২ সদস্য এবং এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৫ মিনিট আগে
যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর থেকে দুটি পিস্তল ও ছয়টি গুলিসহ সাকিব হাসান (২২) নামে এক যুবককে আটক করেছেন র্যাব সদস্যরা। রোববার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে সাকিবের নিজ বাড়ি থেকে তাঁকে অবৈধ ভারতীয় অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত সাকিব হাসান বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আসলাম আলীর ছেলে।
৬ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ মামুন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোর ৪টার দিকে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়ার মিরার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক মামুন লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে যুবলীগ থেকে পদত্যাগ করেন লেলিন সাহা (৩৬) নামের এক নেতা। তবে শেষরক্ষা হয়নি তাঁর। পদত্যাগের ঘোষণার মাত্র দুই ঘণ্টা পরই পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।
১ ঘণ্টা আগে