প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন (৭০) আর নেই। আজ শুক্রবার সকালে নগরের পাঁচলাইশ ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
জানা যায়, গত ২৮ মার্চ মুক্তিযোদ্ধার করোনা শনাক্ত হয়। এরপর তাকে পাঁচলাইশের ডেল্টা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ১৯ এপ্রিলের দিকে পুনরায় করোনা পরীক্ষা করলে রিপোর্টে নেগেটিভ আসে। ফলে চিকিৎসকের পরামর্শে বাসায় আনা হয় তাকে। অক্সিজেন লেভেল কমে যাওয়ায় মো. সাহাবউদ্দিনকে পুনরায় ডেল্টা হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে তিনি আইসিইউতে ছিলেন।
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানা গেছে।
মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও যুদ্ধকালীন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার খোরশেদ আলম (যুদ্ধাহত), জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার একেএম সরোয়ার কামাল দুলু, সহকারী কমান্ডার আহমেদ হোসেন, সহকারী কমান্ডার এ কে আলাউদ্দিন, সহকারী কমান্ডার নাছির উদ্দীন, সহকারী কমান্ডার আবদুর রাজ্জাক, সহকারী কমান্ডার মো. হারুন, সহকারী কমান্ডার বদিউজ্জামান, সহকারী কমান্ডার বোরহান।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিনের স্ত্রী শাহীন আরা বেগম এবং ভাইয়ের স্ত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন। তারাও একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন (৭০) আর নেই। আজ শুক্রবার সকালে নগরের পাঁচলাইশ ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
জানা যায়, গত ২৮ মার্চ মুক্তিযোদ্ধার করোনা শনাক্ত হয়। এরপর তাকে পাঁচলাইশের ডেল্টা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ১৯ এপ্রিলের দিকে পুনরায় করোনা পরীক্ষা করলে রিপোর্টে নেগেটিভ আসে। ফলে চিকিৎসকের পরামর্শে বাসায় আনা হয় তাকে। অক্সিজেন লেভেল কমে যাওয়ায় মো. সাহাবউদ্দিনকে পুনরায় ডেল্টা হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে তিনি আইসিইউতে ছিলেন।
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানা গেছে।
মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও যুদ্ধকালীন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার খোরশেদ আলম (যুদ্ধাহত), জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার একেএম সরোয়ার কামাল দুলু, সহকারী কমান্ডার আহমেদ হোসেন, সহকারী কমান্ডার এ কে আলাউদ্দিন, সহকারী কমান্ডার নাছির উদ্দীন, সহকারী কমান্ডার আবদুর রাজ্জাক, সহকারী কমান্ডার মো. হারুন, সহকারী কমান্ডার বদিউজ্জামান, সহকারী কমান্ডার বোরহান।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিনের স্ত্রী শাহীন আরা বেগম এবং ভাইয়ের স্ত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন। তারাও একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
১৯ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
২৪ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
৩৫ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে