লক্ষ্মীপুর প্রতিনিধি

ঘনকুয়াশা ও নাব্যতা সংকটে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল বন্ধের প্রায় ৭ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। কুয়াশা কেটে গেলে আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে চলাচল স্বাভাবিক হয়। ফেরি বন্ধ থাকায় নদীর দুই পাড়ে বাসের যাত্রী ও চালকদের দুর্ভোগে পড়তে হয়।
ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট ফেরিঘাটের কর্মকর্তা মো. আতিকুজ্জামান ও ভোলার ইলিশা ফেরিঘাটের কর্মকর্তা মো. কাউছার। তাঁরা জানান, ঘনকুয়াশায় দুর্ঘটনা এড়াতেই গতকাল শনিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া নব্যতা সংকট তো রয়েছে। কাটাখালী চ্যানেলে কুসুমকলী, সুফিয়া কামাল ও কাবেরী নামে তিনটি ফেরিও আটকা পড়ে। নদীতে জোয়ার এলে ওই তিনটি ফেরি ঘাটের উদ্দেশ্যেই রওনা হয়। এ ছাড়া কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।
ভোলাগামী যাত্রী মো. নুরুল আলম ও ট্রাক চালক আবুল হোসেন বলেন, গতকাল রাত ২টা থেকে ঘাটে বসে আছি। ঘনকুয়াশার কারণে ফেরি চলছে না। ফলে তীব্র শীতে ঘাটে থাকা অনেক কষ্টের। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়। সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হলে ভোলার উদ্দেশ্যেই রওনা দিই। কিন্তু নাব্যতা সংকটের কারণে মেঘনার বিভিন্ন স্থানে চর জেগে ওঠায় ফেরি চলাচল ব্যাহত হয়। ফলে চরে ঘণ্টার পর ঘণ্টা আটকা থাকতে হয়। জেগে ওঠা চরে ড্রেজিং না করলেও আরও দুর্ভোগের মধ্যে পড়তে হবে।
গত চার দিন ধরে তীব্র শীতে লক্ষ্মীপুরে দুর্ভোগ বেড়েছে জনজীবনে। তাঁর সঙ্গে কনকনে হিমেল ঠান্ডা বাতাসে কাবু হয়ে পড়েছে জেলার সাধারণ মানুষজন। তীব্র শীতের কারণে সবচেয়ে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষকে।
ইতিমধ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে এতিমখানা, মাদ্রাসা, হাট-বাজারসহ শ্রমজীবীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। গতকাল শনিবার গভীররাতে শহরের উত্তর তেমুহানী ও দক্ষিণ তেমুহানীসহ বিভিন্ন স্থানে জামায়াতের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসব বস্ত্র বিতরণ করেন জামায়াত ইসলামের ঢাকা উত্তরের সেক্রেটারি ও সাবেক ছাত্র-শিবিরের সভাপতি রেজাউল করিম। এ সময় শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান ও নায়েবে আমির জহিরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ঘনকুয়াশা ও নাব্যতা সংকটে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল বন্ধের প্রায় ৭ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। কুয়াশা কেটে গেলে আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে চলাচল স্বাভাবিক হয়। ফেরি বন্ধ থাকায় নদীর দুই পাড়ে বাসের যাত্রী ও চালকদের দুর্ভোগে পড়তে হয়।
ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট ফেরিঘাটের কর্মকর্তা মো. আতিকুজ্জামান ও ভোলার ইলিশা ফেরিঘাটের কর্মকর্তা মো. কাউছার। তাঁরা জানান, ঘনকুয়াশায় দুর্ঘটনা এড়াতেই গতকাল শনিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া নব্যতা সংকট তো রয়েছে। কাটাখালী চ্যানেলে কুসুমকলী, সুফিয়া কামাল ও কাবেরী নামে তিনটি ফেরিও আটকা পড়ে। নদীতে জোয়ার এলে ওই তিনটি ফেরি ঘাটের উদ্দেশ্যেই রওনা হয়। এ ছাড়া কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।
ভোলাগামী যাত্রী মো. নুরুল আলম ও ট্রাক চালক আবুল হোসেন বলেন, গতকাল রাত ২টা থেকে ঘাটে বসে আছি। ঘনকুয়াশার কারণে ফেরি চলছে না। ফলে তীব্র শীতে ঘাটে থাকা অনেক কষ্টের। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়। সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হলে ভোলার উদ্দেশ্যেই রওনা দিই। কিন্তু নাব্যতা সংকটের কারণে মেঘনার বিভিন্ন স্থানে চর জেগে ওঠায় ফেরি চলাচল ব্যাহত হয়। ফলে চরে ঘণ্টার পর ঘণ্টা আটকা থাকতে হয়। জেগে ওঠা চরে ড্রেজিং না করলেও আরও দুর্ভোগের মধ্যে পড়তে হবে।
গত চার দিন ধরে তীব্র শীতে লক্ষ্মীপুরে দুর্ভোগ বেড়েছে জনজীবনে। তাঁর সঙ্গে কনকনে হিমেল ঠান্ডা বাতাসে কাবু হয়ে পড়েছে জেলার সাধারণ মানুষজন। তীব্র শীতের কারণে সবচেয়ে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষকে।
ইতিমধ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে এতিমখানা, মাদ্রাসা, হাট-বাজারসহ শ্রমজীবীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। গতকাল শনিবার গভীররাতে শহরের উত্তর তেমুহানী ও দক্ষিণ তেমুহানীসহ বিভিন্ন স্থানে জামায়াতের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসব বস্ত্র বিতরণ করেন জামায়াত ইসলামের ঢাকা উত্তরের সেক্রেটারি ও সাবেক ছাত্র-শিবিরের সভাপতি রেজাউল করিম। এ সময় শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান ও নায়েবে আমির জহিরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
২০ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
৩৩ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪০ মিনিট আগে