নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হানিফ সবুজ ও সাবেক সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জন্মনিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই মামলা করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ নভেম্বর মোছা. ছামিরা আক্তার, মোসা. রিমা আক্তার, মোছা. মাহমুদা বেগম, শ্লেপা রানী দাস জন্মনিবন্ধনের জন্য আবেদন করে ফরম জমা দেন চরকাঁকড়া ইউপিতে। চেয়ারম্যান হানিফ সবুজ ও তৎকালীন ইউপি সচিব মোয়াজ্জেম হোসেন অসৎ উদ্দেশ্যে একে অপরের সহায়তায় অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য ক্ষমতার অপব্যবহার করে ওই চারটি জন্মনিবন্ধন সনদ করে দেন।
পরদিন ১৬ নভেম্বর ওই চারটি জন্মসনদ দিয়ে পাসপোর্ট তৈরি করতে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদে এনআইডি করতে যান আবু বক্কর ছিদ্দিক সোহেল নামের এক ব্যক্তি। এ সময় ওই চারটি জন্মনিবন্ধন সনদ জাল হিসেবে ধরা পড়ে।
এ ঘটনায় কবিরহাট থানায় একটি এজাহার দেওয়া হয়। পরে দুদক তদন্ত করে ঘটনায় জড়িত থাকায় মোহাম্মদ হানিফ সবুজ ও মোয়াজ্জেম হোসেনকে আসামি করে মামলা করে।
জন্মনিবন্ধন সনদ জালিয়াতির বিষয়ে ২০২২ সালের নভেম্বরে একাধিক জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ার পর মোয়াজ্জেম হোসেনকে হাতিয়ায় বদলি করা হয়। তিনি বর্তমানে হাতিয়া উপজেলার চানন্দিয়া ইউপিতে সচিব হিসেবে কর্মরত।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হানিফ সবুজ ও সাবেক সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জন্মনিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই মামলা করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ নভেম্বর মোছা. ছামিরা আক্তার, মোসা. রিমা আক্তার, মোছা. মাহমুদা বেগম, শ্লেপা রানী দাস জন্মনিবন্ধনের জন্য আবেদন করে ফরম জমা দেন চরকাঁকড়া ইউপিতে। চেয়ারম্যান হানিফ সবুজ ও তৎকালীন ইউপি সচিব মোয়াজ্জেম হোসেন অসৎ উদ্দেশ্যে একে অপরের সহায়তায় অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য ক্ষমতার অপব্যবহার করে ওই চারটি জন্মনিবন্ধন সনদ করে দেন।
পরদিন ১৬ নভেম্বর ওই চারটি জন্মসনদ দিয়ে পাসপোর্ট তৈরি করতে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদে এনআইডি করতে যান আবু বক্কর ছিদ্দিক সোহেল নামের এক ব্যক্তি। এ সময় ওই চারটি জন্মনিবন্ধন সনদ জাল হিসেবে ধরা পড়ে।
এ ঘটনায় কবিরহাট থানায় একটি এজাহার দেওয়া হয়। পরে দুদক তদন্ত করে ঘটনায় জড়িত থাকায় মোহাম্মদ হানিফ সবুজ ও মোয়াজ্জেম হোসেনকে আসামি করে মামলা করে।
জন্মনিবন্ধন সনদ জালিয়াতির বিষয়ে ২০২২ সালের নভেম্বরে একাধিক জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ার পর মোয়াজ্জেম হোসেনকে হাতিয়ায় বদলি করা হয়। তিনি বর্তমানে হাতিয়া উপজেলার চানন্দিয়া ইউপিতে সচিব হিসেবে কর্মরত।

মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পীর নির্দেশে হাদিকে হত্যা করা হয়।
৯ মিনিট আগে
রাজশাহীর বাঘায় রয়েল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে অস্ত্র, গুলিসহ আটক করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পানিকামড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। রয়েল হোসেন উপজেলা পানিকামড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
৩৪ মিনিট আগে
চার মাস আগে নিজ এলাকা ছেড়ে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন আরিফা ও রিফাত। প্রেমের সম্পর্কের বিয়ে হওয়ায় পরিবারের সঙ্গে তাঁদের তেমন যোগাযোগ ছিল না। তাঁদের মধ্যে বিভিন্ন সময় কলহ হতো। গতকাল রাতে হঠাৎ কান্না ও চিৎকার শুনতে পেয়ে স্থানীয় লোকজন গিয়ে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় আরিফাকে পড়ে থাকতে দেখেন।
৩৯ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
৪৩ মিনিট আগে