মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে পার্কে ঘুরতে গিয়ে হ্রদের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্কে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া মাদ্রাসাছাত্র হলো মানিকছড়ি গুচ্ছগ্রামের মো. নজরুল ইসলামের ছেলে ইসরাফিল (১৫)। সে উপজেলা সদরের কাশিমুল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
মাদ্রাসাছাত্রের মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন। তিনি বলেন, ‘ইসরাফিলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তার লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’
মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্কের পরিচালক সাদাব ইয়াছিন বলেন, ‘ঈদের দিনদুপুরে ইসরাফিলসহ তিনজন সহপাঠী পার্কের হ্রদে নৌকা নিয়ে ঘুরতে যায়। একপর্যায়ে নৌকা পাড়ে ভিড়িয়ে হ্রদে নেমে পড়ে সে। এরপর আবারও লাফ দিয়ে নৌকায় উঠতে গিয়ে উল্টে পড়ে যায় ইসরাফিল।
সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় ইসরাফিল। একপর্যায়ে তাকে পানির নিচ থেকে স্বেচ্ছাসেবীরা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে আনেন। এ সময় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহিউদ্দিন জানান, মাদ্রাসাছাত্র ইসরাফিলকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া জানান, পানিতে তলিয়ে যাওয়া মাদ্রাসাছাত্রকে স্বেচ্ছাসেবীরা তুলে হাসপাতালে আনলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

খাগড়াছড়ির মানিকছড়িতে পার্কে ঘুরতে গিয়ে হ্রদের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্কে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া মাদ্রাসাছাত্র হলো মানিকছড়ি গুচ্ছগ্রামের মো. নজরুল ইসলামের ছেলে ইসরাফিল (১৫)। সে উপজেলা সদরের কাশিমুল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
মাদ্রাসাছাত্রের মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন। তিনি বলেন, ‘ইসরাফিলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তার লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’
মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্কের পরিচালক সাদাব ইয়াছিন বলেন, ‘ঈদের দিনদুপুরে ইসরাফিলসহ তিনজন সহপাঠী পার্কের হ্রদে নৌকা নিয়ে ঘুরতে যায়। একপর্যায়ে নৌকা পাড়ে ভিড়িয়ে হ্রদে নেমে পড়ে সে। এরপর আবারও লাফ দিয়ে নৌকায় উঠতে গিয়ে উল্টে পড়ে যায় ইসরাফিল।
সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় ইসরাফিল। একপর্যায়ে তাকে পানির নিচ থেকে স্বেচ্ছাসেবীরা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে আনেন। এ সময় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহিউদ্দিন জানান, মাদ্রাসাছাত্র ইসরাফিলকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া জানান, পানিতে তলিয়ে যাওয়া মাদ্রাসাছাত্রকে স্বেচ্ছাসেবীরা তুলে হাসপাতালে আনলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে