বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রীর বাবার বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরীক্ষার ফল প্রকাশে দেরি করার অভিযোগ এনে শিক্ষকের ওপর হামলা চালান ওই অভিভাবক।
ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বহাটি গ্রামে প্রধান শিক্ষক মো. নুর আলম সিদ্দিকীর (৫৫) ওপর হামলা চালান শিক্ষার্থীর বাবা ও পার্শ্ববর্তী ফরদাবাদ গ্রামের মো. ময়নাল হোসেন (৪৫)। এ সময় বিদ্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি।
এ ঘটনায় আহত প্রধান শিক্ষকের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল কবির জয় আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর মাথায় পাঁচটা সেলাই লেগেছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।’
ভুক্তভোগী প্রধান শিক্ষক নুর আলম সিদ্দিকী বলেন, ‘বিদ্যালয়ের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালান তিনি। আমি অজ্ঞান হয়ে পড়লে সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। আমি হামলার বিচার চাই।’
বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নৌশাদ মাহমুদ বলেন, ‘শিক্ষকের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।’
অভিযোগের বিষয়ে জানতে ময়নাল মিয়াকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী তাহমিনা আক্তার বলেন, ‘প্রধান শিক্ষকের সঙ্গে কী নিয়ে ঝগড়া হয়েছে জানি না। আমার স্বামী এখন বাড়িতে নেই।’
বাঞ্ছারামপুর মডেল থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন বলেন, ‘ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। আমরা তদন্তে করে দেখব।’

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রীর বাবার বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরীক্ষার ফল প্রকাশে দেরি করার অভিযোগ এনে শিক্ষকের ওপর হামলা চালান ওই অভিভাবক।
ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বহাটি গ্রামে প্রধান শিক্ষক মো. নুর আলম সিদ্দিকীর (৫৫) ওপর হামলা চালান শিক্ষার্থীর বাবা ও পার্শ্ববর্তী ফরদাবাদ গ্রামের মো. ময়নাল হোসেন (৪৫)। এ সময় বিদ্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি।
এ ঘটনায় আহত প্রধান শিক্ষকের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল কবির জয় আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর মাথায় পাঁচটা সেলাই লেগেছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।’
ভুক্তভোগী প্রধান শিক্ষক নুর আলম সিদ্দিকী বলেন, ‘বিদ্যালয়ের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালান তিনি। আমি অজ্ঞান হয়ে পড়লে সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। আমি হামলার বিচার চাই।’
বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নৌশাদ মাহমুদ বলেন, ‘শিক্ষকের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।’
অভিযোগের বিষয়ে জানতে ময়নাল মিয়াকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী তাহমিনা আক্তার বলেন, ‘প্রধান শিক্ষকের সঙ্গে কী নিয়ে ঝগড়া হয়েছে জানি না। আমার স্বামী এখন বাড়িতে নেই।’
বাঞ্ছারামপুর মডেল থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন বলেন, ‘ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। আমরা তদন্তে করে দেখব।’

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
৬ মিনিট আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
৯ মিনিট আগে
কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে